নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজনৈতিক পটপরিবর্তনের পর ক্রীড়াঙ্গনে নামে স্থবিরতা। ফুটবল, ক্রিকেট আর কয়েকটি খেলা ছাড়া বাকি খেলাগুলো একেবারে বন্ধ। এই স্থবিরতা কাটাতে দ্রুত নতুন কমিটি দিতে কাজ করছে ক্রীড়াঙ্গনে সংস্কারের দায়িত্বে থাকা সার্চ কমিটি।
গতকাল শুক্রবার এ নিয়ে আজকের পত্রিকার সঙ্গে কথা হয় সার্চ কমিটির আহ্বায়ক জোবায়েদুর রহমান রানার। এ সপ্তাহেই কয়েকটি ফেডারেশন নতুন কমিটি পেতে যাচ্ছে বলে জানিয়েছেন তিনি, ‘এই সপ্তাহে কয়েকটি ফেডারেশনে কমিটি হবে। তারাই পরবর্তী নির্বাচনের আয়োজন করবে। তাদের নির্দিষ্ট কোনো মেয়াদ থাকবে না। মূলত স্থবিরতা কাটাতে অ্যাডহক কমিটি দেওয়া হবে।’
গত সপ্তাহে ৯টি ফেডারেশনের সঙ্গে মতবিনিময় করে সার্চ কমিটি। মঙ্গল থেকে বৃহস্পতিবার পর্যন্ত তিন দফায় হকি, বিলিয়ার্ড-স্নুকার, দাবা, অ্যাথলেটিকস, কাবাডি, স্কোয়াশ, টেনিস, ফেন্সিং ও ব্রিজ ফেডারেশনের সঙ্গে মতবিনিময় করে তারা। এই ৯টির কমিটি গত সপ্তাহে দেওয়ার কথা থাকলেও নানা জটিলতায় সম্ভব হয়নি। তেমন আভাস দিলেন জোবায়েদুর রহমান রানা, ‘গত সপ্তাহে কমিটি দেওয়ার চিন্তা ছিল; কিন্তু নানা জটিলতার কারণে সেটা সম্ভব হয়নি।’
আগামীকাল থেকে আবার পাঁচ ধাপে আরও ১৫ ফেডারেশনের সঙ্গে বসবে সার্চ কমিটি। যেখানে রোববার ডাকা হয়েছে বাস্কেটবল, টেবিল টেনিস ও ভারোত্তোলন ফেডারেশনকে। এরপর সোমবার সাঁতার, উশু, বক্সিং; মঙ্গলবার ভলিবল, রোলার স্কেটিং, শুটিং; বুধবার জুডো, কারাতে, তায়কোয়ান্দো আর বৃহস্পতিবার রোইং, রেসলিং এবং শরীর গঠন ফেডারেশনের সঙ্গে মতবিনিময় করবে এই বিশেষ কমিটি।
রাজনৈতিক পটপরিবর্তনের পর ক্রীড়াঙ্গনে নামে স্থবিরতা। ফুটবল, ক্রিকেট আর কয়েকটি খেলা ছাড়া বাকি খেলাগুলো একেবারে বন্ধ। এই স্থবিরতা কাটাতে দ্রুত নতুন কমিটি দিতে কাজ করছে ক্রীড়াঙ্গনে সংস্কারের দায়িত্বে থাকা সার্চ কমিটি।
গতকাল শুক্রবার এ নিয়ে আজকের পত্রিকার সঙ্গে কথা হয় সার্চ কমিটির আহ্বায়ক জোবায়েদুর রহমান রানার। এ সপ্তাহেই কয়েকটি ফেডারেশন নতুন কমিটি পেতে যাচ্ছে বলে জানিয়েছেন তিনি, ‘এই সপ্তাহে কয়েকটি ফেডারেশনে কমিটি হবে। তারাই পরবর্তী নির্বাচনের আয়োজন করবে। তাদের নির্দিষ্ট কোনো মেয়াদ থাকবে না। মূলত স্থবিরতা কাটাতে অ্যাডহক কমিটি দেওয়া হবে।’
গত সপ্তাহে ৯টি ফেডারেশনের সঙ্গে মতবিনিময় করে সার্চ কমিটি। মঙ্গল থেকে বৃহস্পতিবার পর্যন্ত তিন দফায় হকি, বিলিয়ার্ড-স্নুকার, দাবা, অ্যাথলেটিকস, কাবাডি, স্কোয়াশ, টেনিস, ফেন্সিং ও ব্রিজ ফেডারেশনের সঙ্গে মতবিনিময় করে তারা। এই ৯টির কমিটি গত সপ্তাহে দেওয়ার কথা থাকলেও নানা জটিলতায় সম্ভব হয়নি। তেমন আভাস দিলেন জোবায়েদুর রহমান রানা, ‘গত সপ্তাহে কমিটি দেওয়ার চিন্তা ছিল; কিন্তু নানা জটিলতার কারণে সেটা সম্ভব হয়নি।’
আগামীকাল থেকে আবার পাঁচ ধাপে আরও ১৫ ফেডারেশনের সঙ্গে বসবে সার্চ কমিটি। যেখানে রোববার ডাকা হয়েছে বাস্কেটবল, টেবিল টেনিস ও ভারোত্তোলন ফেডারেশনকে। এরপর সোমবার সাঁতার, উশু, বক্সিং; মঙ্গলবার ভলিবল, রোলার স্কেটিং, শুটিং; বুধবার জুডো, কারাতে, তায়কোয়ান্দো আর বৃহস্পতিবার রোইং, রেসলিং এবং শরীর গঠন ফেডারেশনের সঙ্গে মতবিনিময় করবে এই বিশেষ কমিটি।
বর্ষসেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত হওয়ার সুখবর গতকাল পেয়েছিলেন। পারফরম্যান্স আর সময়টা যখন পক্ষে, জাসপ্রীত বুমরার কাছে তখন সেরার স্বীকৃতি ধরা দেবে, এটাই স্বাভাবিক। আজ আরও বড় সুখবরই পেলেন এ ভারতীয় পেসার। প্রথমবারের মতো আইসিসির বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বুমরা। ২০২৪ সালের সেরা ক্রিকেটার হিসেবে
৯ ঘণ্টা আগেহ্যাক হওয়ায় ঢোকা যাচ্ছে না জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) ওয়েবসাইটে। আজ বিকেল থেকে হ্যাক হওয়া ওয়েবসাইট উদ্ধারের চেষ্টা চলছে। মঙ্গলবার বিকেলে ঢুঁ মারলে দেখা যায়, হ্যাক হয়েছে এনএসসির ওয়েবসাইট। হ্যাকাররা ওয়েবসাইটটিতে লিখে রেখেছে, ‘হ্যাকড বাই সাইবার ফোর্স সনাতনী’।
১০ ঘণ্টা আগেবিপিএলটা যেন জগাখিচুড়ি বানিয়ে ফেলল এক দুর্বার রাজশাহী! তাদের খেলার চেয়েও শুধু পারিশ্রমিকের ইস্যুটাই বেশি আলোচনায়। টাকার জন্যই তো খেলেন ক্রিকেটাররা, আলোচনা হওয়াটাও স্বাভাবিক। পাওনা পরিশোধ নিয়ে অনেক সময়ই কথা হয়...
১০ ঘণ্টা আগেভারতের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু স্যাম কনস্টাসের। ব্যাটিংয়ের চেয়েও বিরাট কোহলি-জসপ্রীত বুমরাদের সঙ্গে কথা কাটাকাটির ঘটনায় বেশ আলোচিত এই কনস্টাস। তবে এবার তাঁর (কনস্টাস) একাদশে জায়গা হবে কি না, সেটা নিয়ে বিভিন্ন কথাবার্তা শোনা যাচ্ছে।
১২ ঘণ্টা আগে