জহির উদ্দিন মিশু, ঢাকা
প্রশ্ন: ইসরায়েলের প্রতি বিদ্বেষ থেকেই আপনার এই সিদ্ধান্ত, তাই তো?
রাজীব: ইসরায়েল কিংবা তাদের খেলোয়াড় বা জনগণের প্রতি আমার কোনো বিদ্বেষ নেই। তারা যেভাবে ফিলিস্তিনি মানুষের ওপর হামলা করেছে, সেটার বিরুদ্ধে তাদের সরকারের বিরুদ্ধে আমার প্রতিবাদ।
প্রশ্ন: আপনি কি জানতেন না, প্রতিপক্ষ হিসেবে তারাও থাকতে পারে?
রাজীব: আমি অনেক অলিম্পিয়াড খেলেছি। আমার অভিজ্ঞতা বলে, ইসরায়েলের সঙ্গে আমাদের খেলা পড়েনি। এবারও সেটাই ভেবেছিলাম।
প্রশ্ন: কখন বলেছিলেন, আপনি ইসরায়েলের বিপক্ষে খেলতে চান না?
রাজীব: নাম চূড়ান্তের আগেই আমি বিষয়টি তাদের (ফেডারেশন) অবহিত করি। শুধু তা-ই নয়, আমি বলেছিলাম আয়োজকদের সঙ্গে কথা বলে যদি অন্য কোনো প্রতিপক্ষ দেওয়া যায়, ভালো হবে।
প্রশ্ন: আপনার বলার পর ফেডারেশন কোনো উদ্যোগ নিয়েছিল? আর তখন কি পরিবর্তনের সুযোগ ছিল?
রাজীব: খেলব না বলার পরে ফেডারেশন কোনো উদ্যোগ নেয়নি, বরং আমাদের তিনজন খেলবে না বলার পর তারা চিন্তায় পড়ে যায়। আমি না করার পরও আমার নামটা জমা দেয় তারা।
প্রশ্ন: শুধু কি আপনি, নাকি দেশের অন্য দাবাড়ুরাও ইসরায়েলি প্রতিপক্ষ দেখে খেলতে চাননি?
রাজীব: নিয়াজ ভাইকে প্রথমে বলা হয়। তিনি না করেন। এরপর নীড়ও খেলতে রাজি ছিল না। সবশেষ আমার নামটা ঢুকিয়ে দেওয়া হয়।
প্রশ্ন: তাহলে তাদের নিয়ে কোনো কথা নেই, আপনাকে নিয়ে কেন এত আলোচনা?
রাজীব: এটা তো বলতে পারব না। হয়তো আমি ফেসবুকে পোস্ট দেওয়ায় মনে হয়। আমার সিদ্ধান্ত ফেসবুকে প্রকাশ করাটা তারা (ফেডারেশন) ভালোভাবে নেয়নি।
প্রশ্ন: ফেসবুকে না প্রকাশ করে শুধুই ফেডারেশনকে জানালে হতো না?
রাজীব: ফেডারেশনকে আমি জানিয়েছি। আর ফেসবুকে পোস্ট না দিলে সবাই কীভাবে জানবে যে আমি প্রতিবাদ করলাম।
প্রশ্ন: এখন যদি ফেডারেশন আপনার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেয়, আপনার বক্তব্য কী?
রাজীব: আমরা এখানে এসেছি কোনো প্রস্তুতি নেই, কোচ নেই। এসব দেখার লোক কই! এখন আমি এক রাউন্ড খেলিনি, তাতেই আমাকে শাস্তি দিতে উঠেপড়ে লেগেছে। যদি এক রাউন্ড না খেলায় শাস্তি দেয়, তাহলে কী আর করা!
প্রশ্ন: ইসরায়েলের প্রতি বিদ্বেষ থেকেই আপনার এই সিদ্ধান্ত, তাই তো?
রাজীব: ইসরায়েল কিংবা তাদের খেলোয়াড় বা জনগণের প্রতি আমার কোনো বিদ্বেষ নেই। তারা যেভাবে ফিলিস্তিনি মানুষের ওপর হামলা করেছে, সেটার বিরুদ্ধে তাদের সরকারের বিরুদ্ধে আমার প্রতিবাদ।
প্রশ্ন: আপনি কি জানতেন না, প্রতিপক্ষ হিসেবে তারাও থাকতে পারে?
রাজীব: আমি অনেক অলিম্পিয়াড খেলেছি। আমার অভিজ্ঞতা বলে, ইসরায়েলের সঙ্গে আমাদের খেলা পড়েনি। এবারও সেটাই ভেবেছিলাম।
প্রশ্ন: কখন বলেছিলেন, আপনি ইসরায়েলের বিপক্ষে খেলতে চান না?
রাজীব: নাম চূড়ান্তের আগেই আমি বিষয়টি তাদের (ফেডারেশন) অবহিত করি। শুধু তা-ই নয়, আমি বলেছিলাম আয়োজকদের সঙ্গে কথা বলে যদি অন্য কোনো প্রতিপক্ষ দেওয়া যায়, ভালো হবে।
প্রশ্ন: আপনার বলার পর ফেডারেশন কোনো উদ্যোগ নিয়েছিল? আর তখন কি পরিবর্তনের সুযোগ ছিল?
রাজীব: খেলব না বলার পরে ফেডারেশন কোনো উদ্যোগ নেয়নি, বরং আমাদের তিনজন খেলবে না বলার পর তারা চিন্তায় পড়ে যায়। আমি না করার পরও আমার নামটা জমা দেয় তারা।
প্রশ্ন: শুধু কি আপনি, নাকি দেশের অন্য দাবাড়ুরাও ইসরায়েলি প্রতিপক্ষ দেখে খেলতে চাননি?
রাজীব: নিয়াজ ভাইকে প্রথমে বলা হয়। তিনি না করেন। এরপর নীড়ও খেলতে রাজি ছিল না। সবশেষ আমার নামটা ঢুকিয়ে দেওয়া হয়।
প্রশ্ন: তাহলে তাদের নিয়ে কোনো কথা নেই, আপনাকে নিয়ে কেন এত আলোচনা?
রাজীব: এটা তো বলতে পারব না। হয়তো আমি ফেসবুকে পোস্ট দেওয়ায় মনে হয়। আমার সিদ্ধান্ত ফেসবুকে প্রকাশ করাটা তারা (ফেডারেশন) ভালোভাবে নেয়নি।
প্রশ্ন: ফেসবুকে না প্রকাশ করে শুধুই ফেডারেশনকে জানালে হতো না?
রাজীব: ফেডারেশনকে আমি জানিয়েছি। আর ফেসবুকে পোস্ট না দিলে সবাই কীভাবে জানবে যে আমি প্রতিবাদ করলাম।
প্রশ্ন: এখন যদি ফেডারেশন আপনার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেয়, আপনার বক্তব্য কী?
রাজীব: আমরা এখানে এসেছি কোনো প্রস্তুতি নেই, কোচ নেই। এসব দেখার লোক কই! এখন আমি এক রাউন্ড খেলিনি, তাতেই আমাকে শাস্তি দিতে উঠেপড়ে লেগেছে। যদি এক রাউন্ড না খেলায় শাস্তি দেয়, তাহলে কী আর করা!
জসপ্রীত বুমরা, মোহাম্মদ শামি ও হার্দিক পান্ডিয়াকে রেখেই আজ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে ভারত। এই তিন ক্রিকেটার একই সঙ্গে ভারতীয় ওয়ানডে দলে সবশেষ খেলেছিলেন ঘরের মাঠে ২০২৩ বিশ্বকাপে।
৩৫ মিনিট আগেঅনেক দিন ধরেই জাতীয় দলের বাইরে জামাল ভূঁইয়া। প্রিমিয়ার লিগে পাননি কোনো দলও। শেষ পর্যন্ত ডেনমার্কেই ফিরে যান। সেখানে লম্বা সময় ছুটির আমেজে থাকলেও অনুশীলন ছাড়েননি জামাল, ‘এত দিন আমি ডেনমার্কে ছিলাম, ওখানে স্থানীয় পর্যায়ে খেলেছি ক্লাবে অনুশীলন করেছি।’
১ ঘণ্টা আগেনেপালকে ৫ উইকেটে হারিয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ শুরু পেয়েছে বাংলাদেশের মেয়েরা। প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা নেপালের বিপক্ষে ব্যাটিংটা ততটা ভালো না হলেও বোলিং ও ফিল্ডিংয়ে অসাধারণ ছিল বাংলাদেশ। টস জিতে নেপালকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক সুমাইয়া আক্তার।
১ ঘণ্টা আগেওয়েস্ট ইন্ডিজ সফরে কিংসটাউনে সিরিজের দ্বিতীয় টোয়েন্টিতে চোটে পড়েন সৌম্য সরকার। ফিল্ডিং করার সময় ডান তর্জনী কেটে মারাত্মক চোট পেয়েছিলেন, লেগেছিল পাঁচটি সেলাইও। চার সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে, তখনই বিসিবির চিকিৎসা বিভাগ জানিয়েছিল। সৌম্য এখন সুস্থতার দিকে। চলছে পুনর্বাসন প্রক্রিয়া।
৩ ঘণ্টা আগে