নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাছাইপর্বে ৬২৭ স্কোর করতে পারলেই খেলতে পারবেন ফাইনালে, টোকিও অলিম্পিকে এই ছিল আব্দুল্লাহ হেল বাকির মূল লক্ষ্য। পদক নয়, বাংলাদেশি শুটারের স্বপ্ন ছিল ১০ মিটার এয়ার রাইফেলের ফাইনাল পর্যন্ত যাওয়া।
বাকি নিজেই পারেননি নিজের স্বপ্ন পূরণ করতে। ৪৯ শুটারের মধ্যে ৪১তম হয়ে বাছাইপর্বেই থেমে গেছে কমনওয়েলথ গেমসে তিন পদকজয়ী শুটারের অলিম্পিকে পথ চলা।
আশাকা শুটিং রেঞ্জে আজ ৬১৯.৮ স্কোর করেছেন বাকি। ফাইনালে খেলতে হলে সেরা আটে থাকতে হতো তাঁকে। ৬৩২.৭ স্কোরে এই ইভেন্টের বাছাইপর্বে অলিম্পিক রেকর্ড গড়েছেন চীনের হাওরান ইয়েং। অষ্টম স্থানে থাকা চীনের আরেক শুটার লিহাও সেংয়ের স্কোর ৬২৯.২।
২০১৪ ও ২০১৮ কমনওয়েলথে ১০ মিটার এয়ার রাইফেলে পরপর রুপা জিতেছিলেন বাকি। ২০১০ কমনওয়েলথে জিতেছিলেন ব্রোঞ্জ। বাছাইপর্বেই তাঁর মলিন বিদায়ে প্রথম পদকের স্বপ্নে আরেকবার হৃদয় ভাঙল বাংলাদেশের।
বাছাইপর্বে ৬২৭ স্কোর করতে পারলেই খেলতে পারবেন ফাইনালে, টোকিও অলিম্পিকে এই ছিল আব্দুল্লাহ হেল বাকির মূল লক্ষ্য। পদক নয়, বাংলাদেশি শুটারের স্বপ্ন ছিল ১০ মিটার এয়ার রাইফেলের ফাইনাল পর্যন্ত যাওয়া।
বাকি নিজেই পারেননি নিজের স্বপ্ন পূরণ করতে। ৪৯ শুটারের মধ্যে ৪১তম হয়ে বাছাইপর্বেই থেমে গেছে কমনওয়েলথ গেমসে তিন পদকজয়ী শুটারের অলিম্পিকে পথ চলা।
আশাকা শুটিং রেঞ্জে আজ ৬১৯.৮ স্কোর করেছেন বাকি। ফাইনালে খেলতে হলে সেরা আটে থাকতে হতো তাঁকে। ৬৩২.৭ স্কোরে এই ইভেন্টের বাছাইপর্বে অলিম্পিক রেকর্ড গড়েছেন চীনের হাওরান ইয়েং। অষ্টম স্থানে থাকা চীনের আরেক শুটার লিহাও সেংয়ের স্কোর ৬২৯.২।
২০১৪ ও ২০১৮ কমনওয়েলথে ১০ মিটার এয়ার রাইফেলে পরপর রুপা জিতেছিলেন বাকি। ২০১০ কমনওয়েলথে জিতেছিলেন ব্রোঞ্জ। বাছাইপর্বেই তাঁর মলিন বিদায়ে প্রথম পদকের স্বপ্নে আরেকবার হৃদয় ভাঙল বাংলাদেশের।
অফ স্টাম্পের কিছুটা বাইরে পিচ করেছিল বল। ভেতরে ঢুকে মুখে লাইনে না গিয়েই খেলতে গেলেন ক্রেইগ ব্র্যাথওয়েট। ব্যাটকে ফাঁকি দিয়ে তাসকিনের সেই বল লাগল ব্যাটারের প্যাডে।
১০ ঘণ্টা আগেপ্রথম সেশন বেশ ভালো কাটল বাংলাদেশের। মধ্যাহ্নভোজের আগে নিয়েছে ২ উইকেট। দুটি উইকেটই নিয়েছেন পেসার তাসকিন আহমেদ।
১২ ঘণ্টা আগেপেপ গার্দিওলাকে প্রধান কোচের দায়িত্ব দিতে চেয়েছিল ইংল্যান্ড। কদিন আগে রোনালদো নাজারিও জানিয়েছিলেন, ব্রাজিল ফুটবল ফেডারেশনের আগামী নির্বাচনে সভাপতি হলে সেলেসাওদের জন্য নিয়ে আসবেন স্প্যানিশ কোচকে। তবে আপাতত কোথাও যাচ্ছেন না গার্দিওলা। থাকছেন ইংলিশ প্রিমিয়ার লিগেই।
১২ ঘণ্টা আগেউয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে পেল গতবারের চ্যাম্পিয়ন স্পেন। মুখোমুখি হবে চারবারের দুই বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি-জার্মানি।
১২ ঘণ্টা আগে