ক্রীড়া ডেস্ক
ডাব্লুবিএফ আফ্রিকান লাইটওয়েটের শিরোপা লড়াইয়ে রিংয়ে নেমেছিলেন দক্ষিণ আফ্রিকার পেশাদার বক্সার সিমিসো বুথেলেজি। রিংয়ে সিমিসো বুথেলেজির প্রতিপক্ষ ছিলেন সিফেসিহলে মনতুংওয়া। ম্যাচের একপর্যায়ে মানসিক ভারসাম্য হারিয়ে শূন্যে ঘুষি চালাতে থাকেন সিমিসো। এরপরই কোমায় চলে যান তিনি। কোমা থেকে শেষ পর্যন্ত আর ফেরা হয়নি সিমিসোর। চলে গেছেন না ফেরার দেশে।
রিংয়ে অসুস্থ হওয়ার পর দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় সিমিসোকে। তখন চিকিৎসকেরা জানান, মাথায় আঘাতের কারণে সিমিসোর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। এই রক্তক্ষরণেই শেষ পর্যন্ত মারা গেছেন তিনি। দুই সপ্তাহ আগে প্রাণিবিদ্যা ও উদ্ভিদবিদ্যায় স্নাতক সম্পন্ন করেছেন এই বক্সার। পরিবার সিমিসোর এই অবস্থা সম্পর্কে কিছুই বুঝতে পারছে না। কেন এবং কীভাবে এটা ঘটেছে, তা কেউই বুঝতে পারছে না।
সামাজিক যোগাযোগমাধ্যমে এর মধ্যে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায় যে সিমিসোই শুরুতে প্রতিপক্ষের ওপর চড়াও হয়েছিলেন। চূড়ান্ত রাউন্ডের কয়েক সেকেন্ড যেতেই সিমিসো প্রতিপক্ষ মনতুংওয়াকে রিংয়ের বাইরে ছিটকে ফেলে দেন। এরপরই রিংয়ের ছবিটা বদলে যায়। সিমিসো তাঁর প্রতিপক্ষের দিকে না গিয়ে রেফারির দিকে তেড়ে যান এবং ঘুষি মারতে শুরু করেন, যা সম্প্রচারকারীদেরও বিভ্রান্ত করে দেয়।
ভিডিওর শেষ দিকে দেখা যায় সিমিসো রিংয়ের এক কোণে গিয়ে বাতাসে ঘুষি মারতে শুরু করেন। তখন রেফারি খেলা থামিয়ে দেন এবং মুনতুংওয়াকে জয়ী ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, রিংয়ের মধ্যে কিছু একটা হয়েছিল, যার রহস্য এখনো উন্মোচিত হয়নি।
ডাব্লুবিএফ আফ্রিকান লাইটওয়েটের শিরোপা লড়াইয়ে রিংয়ে নেমেছিলেন দক্ষিণ আফ্রিকার পেশাদার বক্সার সিমিসো বুথেলেজি। রিংয়ে সিমিসো বুথেলেজির প্রতিপক্ষ ছিলেন সিফেসিহলে মনতুংওয়া। ম্যাচের একপর্যায়ে মানসিক ভারসাম্য হারিয়ে শূন্যে ঘুষি চালাতে থাকেন সিমিসো। এরপরই কোমায় চলে যান তিনি। কোমা থেকে শেষ পর্যন্ত আর ফেরা হয়নি সিমিসোর। চলে গেছেন না ফেরার দেশে।
রিংয়ে অসুস্থ হওয়ার পর দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় সিমিসোকে। তখন চিকিৎসকেরা জানান, মাথায় আঘাতের কারণে সিমিসোর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। এই রক্তক্ষরণেই শেষ পর্যন্ত মারা গেছেন তিনি। দুই সপ্তাহ আগে প্রাণিবিদ্যা ও উদ্ভিদবিদ্যায় স্নাতক সম্পন্ন করেছেন এই বক্সার। পরিবার সিমিসোর এই অবস্থা সম্পর্কে কিছুই বুঝতে পারছে না। কেন এবং কীভাবে এটা ঘটেছে, তা কেউই বুঝতে পারছে না।
সামাজিক যোগাযোগমাধ্যমে এর মধ্যে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায় যে সিমিসোই শুরুতে প্রতিপক্ষের ওপর চড়াও হয়েছিলেন। চূড়ান্ত রাউন্ডের কয়েক সেকেন্ড যেতেই সিমিসো প্রতিপক্ষ মনতুংওয়াকে রিংয়ের বাইরে ছিটকে ফেলে দেন। এরপরই রিংয়ের ছবিটা বদলে যায়। সিমিসো তাঁর প্রতিপক্ষের দিকে না গিয়ে রেফারির দিকে তেড়ে যান এবং ঘুষি মারতে শুরু করেন, যা সম্প্রচারকারীদেরও বিভ্রান্ত করে দেয়।
ভিডিওর শেষ দিকে দেখা যায় সিমিসো রিংয়ের এক কোণে গিয়ে বাতাসে ঘুষি মারতে শুরু করেন। তখন রেফারি খেলা থামিয়ে দেন এবং মুনতুংওয়াকে জয়ী ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, রিংয়ের মধ্যে কিছু একটা হয়েছিল, যার রহস্য এখনো উন্মোচিত হয়নি।
ঝামেলা, জটিলতা, বিতর্ক থেকে যেন বেরই হতে পারছে না ফারুক আহমেদের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএলের নানা বিতর্কের মধ্যে আরেক জটিলতা। প্রথম বিভাগ ক্রিকেটের ট্রফি উন্মোচন হওয়ার কথা ছিল আজ। সেটি স্থগিত করতে বাধ্য হয়েছে বিসিবির ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। পরশু থেকে শুর
৯ ঘণ্টা আগেবাংলাদেশে ক্রিকেটের আরেক নাম যেন আবেগ। আর তা এমনই যে, আগের ম্যাচে সেঞ্চুরি করে পরের ম্যাচে ব্যর্থ হওয়ায় লিটন দাসকে শুনতে হয় দুয়ো। চট্টগ্রামে ফরচুন বরিশালের বিপক্ষে ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন। পরে ফিল্ডিং করতে সীমানা দড়ির কাছাকাছি দাঁড়ালে গ্যালারি থেকে দুয়োধ্বনি দিতে থাকে দর্শকদের একাংশ।
৯ ঘণ্টা আগেসব সময় যে আক্রমণভাগের খেলোয়াড়েরা ম্যাচ জেতালেন তেমনটা নয়। দলের প্রয়োজনে ডিফেন্ডাররাও হতে পারেন ‘কান্ডারি’। আজ প্রিমিয়ার লিগে যেমন রহমতগঞ্জের বিপক্ষে সেই ভূমিকায় আবাহনীর শাকিল হোসেন। মুন্সিগঞ্জে তাঁর গোলেই গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠে ছেড়েছে মারুফুল হকের শিষ্যরা।
১১ ঘণ্টা আগেএর চেয়ে ভালো একটা দিন আর কী হতে পারত মনফিলস-সভিতোলিনা দম্পতির জন্য! অস্ট্রেলিয়ান ওপেন আজ দুজনেই জিতেছেন। আর তাঁদের জেতাটা চলতি টুর্নামেন্টের বড় দুটি অঘটনও!
১৩ ঘণ্টা আগে