ক্রীড়া ডেস্ক
বয়স মাত্র ২৪ বছর। পৃথিবী ছেড়ে চলে যাওয়ার জন্য কী এমন বয়স। তবে কথায় আছে, মৃত্যু কখনো বলে কয়ে আসে না। সেটাই যেন বাস্তব প্রমাণিত হলো কেনিয়ার ম্যারাথনে বিশ্ব রেকর্ডকরা কেনিয়ার অ্যাথলেট কেলভিন কিপটামের সঙ্গে। সড়ক দুর্ঘটনায় গত রাতে মারা গেছেন কিপটাম।
কিপটাম গত রাতে নিজেই গাড়ি চালাচ্ছিলেন। সঙ্গে দুজন যাত্রী ছিলেন। যাদের একজন তাঁর (কিপটাম) কোচ গারভেইস হাকিজিমানা। কেনিয়ার দক্ষিণ-পশ্চিম এলাকা কাপ্তাগাতে স্থানীয় সময় রাত ১১টায় তাঁর গাড়ি দুর্ঘটনায় পড়ে। তাতে তিনি ও তাঁর কোচ দুর্ঘটনায় মারা গেছেন। তৃতীয় ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় পুলিশ কমান্ডর পিটার মুলিঙ্গে কেনিয়ার নেশন সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে কিপটাম গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন। খাদে পড়ার আগে তাঁর (কিপটাম) গাড়ি গাছের সঙ্গে বাড়ি খেয়েছে। মুলিঙ্গে এক বিবৃতিতে বলেন,‘বিশ্ব ম্যারাথন রেকর্ডধারী কেলভিন কিপটাম নিজে গাড়ি চালাচ্ছিলেন। দুজন যাত্রী ছিলেন তার সঙ্গে। কিপটাম ও হাকিজিমানা ঘটনাস্থলে মারা গেছেন ও তৃতীয় ব্যক্তিকে এলদোরেটের রেসকোর্স ময়দানের হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
গত বছরের অক্টোবরে যুক্তরাষ্ট্রের শিকাগো ম্যারাথনে রেকর্ড গড়েন কিপটাম। ২৬ মাইলের (৪২ কিলোমিটার) ম্যারাথন দৌড় কিপটাম শেষ করেন ২ ঘণ্টা ও ৩৫ সেকেন্ডে। তাতে পেছনে ফেলেন তাঁরই (কিপটাম) স্বদেশি এলিউড কিপজোগের রেকর্ড।
ম্যারাথনে রেকর্ড গড়া কিপটামের মৃত্যুতে সামাজিকমাধ্যমে নেমে আসে শোকের ছায়া। কেনিয়ার প্রধানমন্ত্রী রাইলা ওদিঙ্গা টুইটারে লিখেছেন, ‘বিশ্ব রেকর্ডধারী ও কেনিয়ার অ্যাথলেটের আইকন কেলভিন কিপটামের মৃত্যুতে আমরা শোক প্রকাশ করছি। আজ রাতে সে ও তার কোচ দুর্ভাগ্যজনকভাবে মারা গেছেন। সত্যিকারের এমন নায়ককে হারানোয় জাতি শোকস্তব্ধ।’
বিশ্ব অ্যাথলেটিকসের প্রধান সেবাস্তিয়ান গো যেন ভাষা হারিয়ে ফেলেছেন কিপটাম ও হাকিজিমানার মৃত্যুতে। সেবাস্তিয়ান বলেন, ‘কিপটাম ও হাকিজিমানার মৃত্যুতে গভীরভাবে শোকাহত। অসাধারণ এক অ্যাথলেট ছিল। আমরা তাকে খুব মিস করব।’ কেনিয়ার ক্রীড়ামন্ত্রী আবাবু নামওয়াম্বা টুইট করেন, ‘ভাষা হারিয়ে ফেলেছি। কেনিয়া বিশেষ এক রত্নকে হারিয়েছে।’
বয়স মাত্র ২৪ বছর। পৃথিবী ছেড়ে চলে যাওয়ার জন্য কী এমন বয়স। তবে কথায় আছে, মৃত্যু কখনো বলে কয়ে আসে না। সেটাই যেন বাস্তব প্রমাণিত হলো কেনিয়ার ম্যারাথনে বিশ্ব রেকর্ডকরা কেনিয়ার অ্যাথলেট কেলভিন কিপটামের সঙ্গে। সড়ক দুর্ঘটনায় গত রাতে মারা গেছেন কিপটাম।
কিপটাম গত রাতে নিজেই গাড়ি চালাচ্ছিলেন। সঙ্গে দুজন যাত্রী ছিলেন। যাদের একজন তাঁর (কিপটাম) কোচ গারভেইস হাকিজিমানা। কেনিয়ার দক্ষিণ-পশ্চিম এলাকা কাপ্তাগাতে স্থানীয় সময় রাত ১১টায় তাঁর গাড়ি দুর্ঘটনায় পড়ে। তাতে তিনি ও তাঁর কোচ দুর্ঘটনায় মারা গেছেন। তৃতীয় ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় পুলিশ কমান্ডর পিটার মুলিঙ্গে কেনিয়ার নেশন সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে কিপটাম গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন। খাদে পড়ার আগে তাঁর (কিপটাম) গাড়ি গাছের সঙ্গে বাড়ি খেয়েছে। মুলিঙ্গে এক বিবৃতিতে বলেন,‘বিশ্ব ম্যারাথন রেকর্ডধারী কেলভিন কিপটাম নিজে গাড়ি চালাচ্ছিলেন। দুজন যাত্রী ছিলেন তার সঙ্গে। কিপটাম ও হাকিজিমানা ঘটনাস্থলে মারা গেছেন ও তৃতীয় ব্যক্তিকে এলদোরেটের রেসকোর্স ময়দানের হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
গত বছরের অক্টোবরে যুক্তরাষ্ট্রের শিকাগো ম্যারাথনে রেকর্ড গড়েন কিপটাম। ২৬ মাইলের (৪২ কিলোমিটার) ম্যারাথন দৌড় কিপটাম শেষ করেন ২ ঘণ্টা ও ৩৫ সেকেন্ডে। তাতে পেছনে ফেলেন তাঁরই (কিপটাম) স্বদেশি এলিউড কিপজোগের রেকর্ড।
ম্যারাথনে রেকর্ড গড়া কিপটামের মৃত্যুতে সামাজিকমাধ্যমে নেমে আসে শোকের ছায়া। কেনিয়ার প্রধানমন্ত্রী রাইলা ওদিঙ্গা টুইটারে লিখেছেন, ‘বিশ্ব রেকর্ডধারী ও কেনিয়ার অ্যাথলেটের আইকন কেলভিন কিপটামের মৃত্যুতে আমরা শোক প্রকাশ করছি। আজ রাতে সে ও তার কোচ দুর্ভাগ্যজনকভাবে মারা গেছেন। সত্যিকারের এমন নায়ককে হারানোয় জাতি শোকস্তব্ধ।’
বিশ্ব অ্যাথলেটিকসের প্রধান সেবাস্তিয়ান গো যেন ভাষা হারিয়ে ফেলেছেন কিপটাম ও হাকিজিমানার মৃত্যুতে। সেবাস্তিয়ান বলেন, ‘কিপটাম ও হাকিজিমানার মৃত্যুতে গভীরভাবে শোকাহত। অসাধারণ এক অ্যাথলেট ছিল। আমরা তাকে খুব মিস করব।’ কেনিয়ার ক্রীড়ামন্ত্রী আবাবু নামওয়াম্বা টুইট করেন, ‘ভাষা হারিয়ে ফেলেছি। কেনিয়া বিশেষ এক রত্নকে হারিয়েছে।’
ঝামেলা, জটিলতা, বিতর্ক থেকে যেন বেরই হতে পারছে না ফারুক আহমেদের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএলের নানা বিতর্কের মধ্যে আরেক জটিলতা। প্রথম বিভাগ ক্রিকেটের ট্রফি উন্মোচন হওয়ার কথা ছিল আজ। সেটি স্থগিত করতে বাধ্য হয়েছে বিসিবির ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। পরশু থেকে শুর
৮ ঘণ্টা আগেবাংলাদেশে ক্রিকেটের আরেক নাম যেন আবেগ। আর তা এমনই যে, আগের ম্যাচে সেঞ্চুরি করে পরের ম্যাচে ব্যর্থ হওয়ায় লিটন দাসকে শুনতে হয় দুয়ো। চট্টগ্রামে ফরচুন বরিশালের বিপক্ষে ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন। পরে ফিল্ডিং করতে সীমানা দড়ির কাছাকাছি দাঁড়ালে গ্যালারি থেকে দুয়োধ্বনি দিতে থাকে দর্শকদের একাংশ।
৮ ঘণ্টা আগেসব সময় যে আক্রমণভাগের খেলোয়াড়েরা ম্যাচ জেতালেন তেমনটা নয়। দলের প্রয়োজনে ডিফেন্ডাররাও হতে পারেন ‘কান্ডারি’। আজ প্রিমিয়ার লিগে যেমন রহমতগঞ্জের বিপক্ষে সেই ভূমিকায় আবাহনীর শাকিল হোসেন। মুন্সিগঞ্জে তাঁর গোলেই গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠে ছেড়েছে মারুফুল হকের শিষ্যরা।
১০ ঘণ্টা আগেএর চেয়ে ভালো একটা দিন আর কী হতে পারত মনফিলস-সভিতোলিনা দম্পতির জন্য! অস্ট্রেলিয়ান ওপেন আজ দুজনেই জিতেছেন। আর তাঁদের জেতাটা চলতি টুর্নামেন্টের বড় দুটি অঘটনও!
১১ ঘণ্টা আগে