ক্রীড়া ডেস্ক
কেনিয়ার নারীদের জাতীয় চ্যাম্পিয়ন আর উগান্ডার শীর্ষ নারী দাবাড়ু সহজেই ধরাশায়ী হলেন অচেনা এক নারীর কাছে। তাতেই টনক নড়ল কর্তৃপক্ষের। খেলোয়াড়দের মাঝে জাগল কৌতূহলও। খোঁজ নিতে জানা গেল আদতে সেই নারী একজন পুরুষ যিনি কিনা বোরকা পরে প্রায় জিতেই নিয়েছিলেন ৫ লাখ শিলিংয়ের প্রাইজমানি!
বিব্রতকর এই ঘটনা ঘটেছে কেনিয়ার ওপেন চেস টুর্নামেন্টে। কেনিয়ান দৈনিক ন্যাশনস জানায়, সেখানে মিলিসেন্ট আউয়োর নামধারী এক অপরিচিত নারী দাবাড়ুর কাছে যখন ধরাশায়ী হচ্ছিলেন কেনিয়ান নারীদের পরিচিত সব মুখ তখনই আগ্রহী হয়ে ওঠে কর্তৃপক্ষ। বোরকা পরে আসায় মিলিসেন্টকে জিজ্ঞাসাবাদের জন্য আলাদা এক কক্ষে নেওয়া হলে সেখানে তিনি স্বীকার করেন, আদতে তিনি কোনো নারী নন; একজন পুরুষ! তার প্রকৃত নাম স্ট্যানলি ওমোন্ডি।
কেনিয়া ওপেন চেসে অংশ নিয়েছেন সাত গ্র্যান্ডমাস্টার ও তিন নারী গ্র্যান্ডমাস্টার। নারীদের বিভাগে প্রাইজমানি ধরা হয়েছিল ৫ লাখ শিলিং যা বাংলাদেশি মুদ্রায় ৪ লাখ টাকার একটু বেশি। জিজ্ঞাসাবাদে স্ট্যানলি স্বীকার করেছেন, বিশ্ববিদ্যালয়ে পড়ার খরচ জোগাতেই বোরকা পরে নারী সেজেছেন তিনি। প্রতারণা করে জিতেও যাচ্ছিলেন। কিন্তু শেষ রক্ষা আর হয়নি।
স্ট্যানলির কাছে হেরেছেন কেনিয়ার সাবেক নারী চ্যাম্পিয়ন গ্লোরিয়া জুম্বা ও উগান্ডার আমপাইরা শাকিরা। প্রতিপক্ষরা জানিয়েছেন, খেলার সময় স্ট্যানলি কথা বলতেন খুব কম। বোরকা পরায় বোঝাও যায়নি তিনি নারী নাকি পুরুষ! জিজ্ঞাসাবাদ শেষে স্ট্যানলি নিষিদ্ধ করা হয়েছে টুর্নামেন্ট থেকে। তবে নেওয়া হয়নি আইনি ব্যবস্থা। তাঁর কাছে হারা প্রতিপক্ষ দাবাড়ুদের জয়ীও ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
কেনিয়ার নারীদের জাতীয় চ্যাম্পিয়ন আর উগান্ডার শীর্ষ নারী দাবাড়ু সহজেই ধরাশায়ী হলেন অচেনা এক নারীর কাছে। তাতেই টনক নড়ল কর্তৃপক্ষের। খেলোয়াড়দের মাঝে জাগল কৌতূহলও। খোঁজ নিতে জানা গেল আদতে সেই নারী একজন পুরুষ যিনি কিনা বোরকা পরে প্রায় জিতেই নিয়েছিলেন ৫ লাখ শিলিংয়ের প্রাইজমানি!
বিব্রতকর এই ঘটনা ঘটেছে কেনিয়ার ওপেন চেস টুর্নামেন্টে। কেনিয়ান দৈনিক ন্যাশনস জানায়, সেখানে মিলিসেন্ট আউয়োর নামধারী এক অপরিচিত নারী দাবাড়ুর কাছে যখন ধরাশায়ী হচ্ছিলেন কেনিয়ান নারীদের পরিচিত সব মুখ তখনই আগ্রহী হয়ে ওঠে কর্তৃপক্ষ। বোরকা পরে আসায় মিলিসেন্টকে জিজ্ঞাসাবাদের জন্য আলাদা এক কক্ষে নেওয়া হলে সেখানে তিনি স্বীকার করেন, আদতে তিনি কোনো নারী নন; একজন পুরুষ! তার প্রকৃত নাম স্ট্যানলি ওমোন্ডি।
কেনিয়া ওপেন চেসে অংশ নিয়েছেন সাত গ্র্যান্ডমাস্টার ও তিন নারী গ্র্যান্ডমাস্টার। নারীদের বিভাগে প্রাইজমানি ধরা হয়েছিল ৫ লাখ শিলিং যা বাংলাদেশি মুদ্রায় ৪ লাখ টাকার একটু বেশি। জিজ্ঞাসাবাদে স্ট্যানলি স্বীকার করেছেন, বিশ্ববিদ্যালয়ে পড়ার খরচ জোগাতেই বোরকা পরে নারী সেজেছেন তিনি। প্রতারণা করে জিতেও যাচ্ছিলেন। কিন্তু শেষ রক্ষা আর হয়নি।
স্ট্যানলির কাছে হেরেছেন কেনিয়ার সাবেক নারী চ্যাম্পিয়ন গ্লোরিয়া জুম্বা ও উগান্ডার আমপাইরা শাকিরা। প্রতিপক্ষরা জানিয়েছেন, খেলার সময় স্ট্যানলি কথা বলতেন খুব কম। বোরকা পরায় বোঝাও যায়নি তিনি নারী নাকি পুরুষ! জিজ্ঞাসাবাদ শেষে স্ট্যানলি নিষিদ্ধ করা হয়েছে টুর্নামেন্ট থেকে। তবে নেওয়া হয়নি আইনি ব্যবস্থা। তাঁর কাছে হারা প্রতিপক্ষ দাবাড়ুদের জয়ীও ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
মেঘনা ব্যাংক ঢাকা তৃতীয় বিভাগ ক্রিকেট লিগে সহিংসতার জেরে কঠোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। ঢাকা মেট্রোপলিস ক্রিকেট কমিটি (সিসিডিএম) আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ৮ খেলোয়াড় ও ১ দল কর্মকর্তাকে এক বছর নিষিদ্ধ এবং আর্থিক জরিমানা প্রদান করেছে।
৪ মিনিট আগেভারতীয় ক্রিকেট দল উল্লাস করতে ব্যস্ত। কিন্তু বিরাট কোহলির কারণে মুহূর্তেই তা হরিষে বিষাদে পরিণত হয়। কারণ, তিনি সংকেত দিয়েছেন যে ক্যাচটা তিনি মিস করেছেন। এমন লোপ্পা ক্যাচ কোহলির হাতছাড়া করাটা বিশ্বাসই করতে পারেননি জসপ্রীত বুমরা-লোকেশ রাহুলরা।
১১ মিনিট আগেচোটে পড়ায় মুশফিকুর রহিম নেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে। সাকিব আল হাসানের ঘটনা আবার ভিন্ন। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেও পাওয়া যাবে না টেস্ট সিরিজে। একগাদা তারকা খেলোয়াড় না থাকার পরও দুশ্চিন্তা নেই বাংলাদেশের নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজের।
১ ঘণ্টা আগেইন্টারনেট ভেঙে দেবেন, এমন কাউকে আনতে যাচ্ছেন বলে আলোড়ন তুলেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ তারকা ফরোয়ার্ডের অতিথি কে হতে পারেন, সেটা নিয়ে চলছিল অনেক জল্পনা-কল্পনা।
২ ঘণ্টা আগে