নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ফিফটিন-এ-সাইডের চেয়ে রাগবি সেভেন-এ-সাইডের খেলা খানিকটা ভিন্ন। ১৫ মিনিটের ম্যাচে গতির প্রাধান্য থাকে বেশি। আর গতির খেলায় নেপালের চেয়ে বাংলাদেশ কতখানি এগিয়ে সেটাই আজ দেখা গেল আর্মি স্টেডিয়ামে।
বনানী আর্মি স্টেডিয়ামে আজ শুরু হয়েছে বাংলাদেশ-নেপাল আন্তর্জাতিক রাগবি সিরিজ। প্রথমবারের বাংলাদেশের মাটিতে কোনো রাগবি টুর্নামেন্ট। নিজেদের মাটিতে নেপালিদের বিপক্ষে যেভাবে দাপট দেখিয়েছেন নাদিম মাহমুদরা তা যেন অবিশ্বাস্য। আজ সেভেন-এ-সাইডের দুই খেলায় নেপালকে একটিও পয়েন্ট নিতে দেয়নি বাংলাদেশ।
সকালে ও বিকালে নেপালের বিপক্ষে দুটি সেভেন-এ-সাইড ম্যাচ খেলেছে বাংলাদেশ। দুই ম্যাচেই বাংলাদেশের দাপট। প্রথম ম্যাচে স্বাগতিকেরা জয় পেয়েছে ২০-০ পয়েন্টে। দ্বিতীয় ম্যাচেও প্রায় একই ফল। এবার বাংলাদেশ পেয়েছে মাত্র এক পয়েন্ট। নেপালকে কোনো পয়েন্ট না নেওয়ার সুযোগ দিয়ে নাদিম মাহমুদরা জয় পেয়েছেন ১৯-০ পয়েন্টে।
আন্তর্জাতিক রাগবিতে নেপাল কোনো অজানা প্রতিপক্ষ নয় বাংলাদেশের। এশিয়ান রাগবিতে এর আগে দুইবার নেপালকে হারিয়েছিল বাংলাদেশ দল। নেপাল টুর্নামেন্টে খেলতে এসেছে একপ্রকার কোনো প্রস্তুতি ছাড়াই। তবে এই হারে খুব বেশি অখুশি থাকার কথাও না নেপালি ম্যানেজার গোপাল ছেত্রীর। আগের দিন এই প্রতিবেদককে বাংলায় বলেছিলেন, ‘আমরা জিতলেও খুশি, হারলেও খুশি। বাংলাদেশে আসতে পেরেই আমরা আনন্দিত। এই দেশের মানুষ অনেক ভালো।’ তবে একেবারে পয়েন্টহীনভাবে হেরে নিশ্চয়ই মন ভালো থাকার কথা না গোপাল ছেত্রীর!
ফিফটিন-এ-সাইডের চেয়ে রাগবি সেভেন-এ-সাইডের খেলা খানিকটা ভিন্ন। ১৫ মিনিটের ম্যাচে গতির প্রাধান্য থাকে বেশি। আর গতির খেলায় নেপালের চেয়ে বাংলাদেশ কতখানি এগিয়ে সেটাই আজ দেখা গেল আর্মি স্টেডিয়ামে।
বনানী আর্মি স্টেডিয়ামে আজ শুরু হয়েছে বাংলাদেশ-নেপাল আন্তর্জাতিক রাগবি সিরিজ। প্রথমবারের বাংলাদেশের মাটিতে কোনো রাগবি টুর্নামেন্ট। নিজেদের মাটিতে নেপালিদের বিপক্ষে যেভাবে দাপট দেখিয়েছেন নাদিম মাহমুদরা তা যেন অবিশ্বাস্য। আজ সেভেন-এ-সাইডের দুই খেলায় নেপালকে একটিও পয়েন্ট নিতে দেয়নি বাংলাদেশ।
সকালে ও বিকালে নেপালের বিপক্ষে দুটি সেভেন-এ-সাইড ম্যাচ খেলেছে বাংলাদেশ। দুই ম্যাচেই বাংলাদেশের দাপট। প্রথম ম্যাচে স্বাগতিকেরা জয় পেয়েছে ২০-০ পয়েন্টে। দ্বিতীয় ম্যাচেও প্রায় একই ফল। এবার বাংলাদেশ পেয়েছে মাত্র এক পয়েন্ট। নেপালকে কোনো পয়েন্ট না নেওয়ার সুযোগ দিয়ে নাদিম মাহমুদরা জয় পেয়েছেন ১৯-০ পয়েন্টে।
আন্তর্জাতিক রাগবিতে নেপাল কোনো অজানা প্রতিপক্ষ নয় বাংলাদেশের। এশিয়ান রাগবিতে এর আগে দুইবার নেপালকে হারিয়েছিল বাংলাদেশ দল। নেপাল টুর্নামেন্টে খেলতে এসেছে একপ্রকার কোনো প্রস্তুতি ছাড়াই। তবে এই হারে খুব বেশি অখুশি থাকার কথাও না নেপালি ম্যানেজার গোপাল ছেত্রীর। আগের দিন এই প্রতিবেদককে বাংলায় বলেছিলেন, ‘আমরা জিতলেও খুশি, হারলেও খুশি। বাংলাদেশে আসতে পেরেই আমরা আনন্দিত। এই দেশের মানুষ অনেক ভালো।’ তবে একেবারে পয়েন্টহীনভাবে হেরে নিশ্চয়ই মন ভালো থাকার কথা না গোপাল ছেত্রীর!
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে প্রথম দিন ছিল সুমন খানের তোপ, গতকাল দ্বিতীয় দিন দাগলেন সতীর্থ এনামুল হক। দুই পেসারের দুর্দান্ত বোলিংয়ে দেড় দিনেই ঢাকার কাছে ষষ্ঠ রাউন্ডে ইনিংস ও ১১ রানে হেরেছে রাজশাহী। ইনিংস ব্যবধানে জিতে শিরোপার লড়াই জমিয়ে তুলল ঢাকা। এ ম্যাচে বোনাসসহ ৯ পয়েন্ট অর্জন করেছে তারা। ছয় ম্যা
৫ মিনিট আগেজেদ্দায় চলছে আইপিএলের নিলাম। সেখানে চমকে দিয়েছেন ভেঙ্কাটেশ আইয়ার, তাঁর দাম উঠেছে ২৩ কোটি ৭৫ লাখ রূপিতে। তাঁর ভিত্তি মূল্য ছিল ২ কোটি রুপি। নিলামের টেবিলে ২৯ বছর বয়সী অলরাউন্ডারকে পেতে বেঙ্গালুরু ও কলকাতার মধ্যে বেশ লড়াই হয়েছে। শেষ পর্যন্ত তাঁর পুরোনো দল কলকাতাই দলে নিয়েছে বড় অঙ্কে। ভেঙ্কাটেশকে দিয়ে
২১ মিনিট আগেবাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলের ১৭ তম আসর শুরু ২৯ নভেম্বর থেকে। প্রথম দিনেই মাঠে নামছে গত আসরের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানারআপ মোহামেডান স্পোর্টিং ক্লাব।
১ ঘণ্টা আগেবুলাওয়েতে সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি জিম্বাবুয়ে। তারপরও সিকান্দার রাজা (৩৯) ও টেলএন্ডার রিচার্ড এনগারাভার (৪৮) কার্যকরী দুটি ইনিংসের সৌজন্যে ২০৫ রান তোলে তারা।
১ ঘণ্টা আগে