ক্রীড়া ডেস্ক
স্নুকারের ছোট টেবিলটায় বহুবার বিপদে পড়েছিলেন মাজিদ আলি। সঙ্গে সমর্থকদের চাপ তো ছিলই। কিন্তু কোনোবারই ভেঙে পড়েননি। সব বাধা-বিপত্তি পেরিয়ে সামনে এগিয়েছেন, ম্যাচ জিতেছেন। পাকিস্তানকে পদকও এনে দিয়েছেন তিনি।
খেলাকে জয় করা সেই মাজিদ কি না এবার হারলেন অবসাদের কাছে। সেটিও আবার মাত্র ২৮ বছর বয়সে। আটাশে নিজেকে শেষ করলেন তিনি। গতকাল বৃহস্পতিবার পাঞ্জাব প্রদেশের ফয়সালাবাদের সামুন্দ্রি এলাকায় নিজ বাড়িতে আত্মহত্যার পথ বেছে নেন তিনি।
নৃশংসভাবে নিজেকে শেষ করেছেন মাজিদ। অবসাদের মাত্রাটা অতটাই বেশি ছিল যে তা থেকে মুক্তি পেতে কাঠ কাটার মেশিনে পরকালের পথ বেছে নিয়েছেন এই স্নুকার খেলোয়াড়। এমনটিই জানিয়েছে স্থানীয় পুলিশ।
পাকিস্তানের হয়ে বেশ কিছু আন্তর্জাতিক টুর্নামেন্টে প্রতিনিধিত্ব করেছেন মাজিদ। একসময় তো দেশের শীর্ষ খেলোয়াড়ও ছিলেন তিনি। এশিয়ান অনূর্ধ্ব-২১ রৌপ্য পদকও জিতেছেন তিনি। জাতীয় পর্যায়েও বেশ কিছু পদক ছিল তাঁর। এতে করে এক মাসে দুই আন্তর্জাতিক স্নুকার খেলোয়াড়ের মৃত্যু হলো পাকিস্তানে। গত মাসে মুহাম্মদ বিল্লাল মারা যান। তিনি অবশ্য মাজিদের মতো আত্মহত্যা করেননি হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে না ফেরার দেশে গেছেন।
মাজিদ শৈশব থেকেই বিষণ্নতায় ভুগছিলেন বলে জানিয়েছেন তাঁর ভাই উমর। মাঝে তা কাটিয়ে উঠলেও সম্প্রতি আবার হতাশায় ডুবছিলেন তিনি। সেই হতাশায় এবার নিজেকে শেষ করেছেন তিনি। তবে এভাবে নিজেকে শেষ করবেন তা কল্পনা করেননি তাঁর ভাই। উমর বলেছেন, ‘আমাদের জন্য খুবই ভয়ংকর বিষয়। কারণ, আমরা কখনোই আশা করিনি, সে নিজের জীবন নেবে।’
স্নুকারের ছোট টেবিলটায় বহুবার বিপদে পড়েছিলেন মাজিদ আলি। সঙ্গে সমর্থকদের চাপ তো ছিলই। কিন্তু কোনোবারই ভেঙে পড়েননি। সব বাধা-বিপত্তি পেরিয়ে সামনে এগিয়েছেন, ম্যাচ জিতেছেন। পাকিস্তানকে পদকও এনে দিয়েছেন তিনি।
খেলাকে জয় করা সেই মাজিদ কি না এবার হারলেন অবসাদের কাছে। সেটিও আবার মাত্র ২৮ বছর বয়সে। আটাশে নিজেকে শেষ করলেন তিনি। গতকাল বৃহস্পতিবার পাঞ্জাব প্রদেশের ফয়সালাবাদের সামুন্দ্রি এলাকায় নিজ বাড়িতে আত্মহত্যার পথ বেছে নেন তিনি।
নৃশংসভাবে নিজেকে শেষ করেছেন মাজিদ। অবসাদের মাত্রাটা অতটাই বেশি ছিল যে তা থেকে মুক্তি পেতে কাঠ কাটার মেশিনে পরকালের পথ বেছে নিয়েছেন এই স্নুকার খেলোয়াড়। এমনটিই জানিয়েছে স্থানীয় পুলিশ।
পাকিস্তানের হয়ে বেশ কিছু আন্তর্জাতিক টুর্নামেন্টে প্রতিনিধিত্ব করেছেন মাজিদ। একসময় তো দেশের শীর্ষ খেলোয়াড়ও ছিলেন তিনি। এশিয়ান অনূর্ধ্ব-২১ রৌপ্য পদকও জিতেছেন তিনি। জাতীয় পর্যায়েও বেশ কিছু পদক ছিল তাঁর। এতে করে এক মাসে দুই আন্তর্জাতিক স্নুকার খেলোয়াড়ের মৃত্যু হলো পাকিস্তানে। গত মাসে মুহাম্মদ বিল্লাল মারা যান। তিনি অবশ্য মাজিদের মতো আত্মহত্যা করেননি হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে না ফেরার দেশে গেছেন।
মাজিদ শৈশব থেকেই বিষণ্নতায় ভুগছিলেন বলে জানিয়েছেন তাঁর ভাই উমর। মাঝে তা কাটিয়ে উঠলেও সম্প্রতি আবার হতাশায় ডুবছিলেন তিনি। সেই হতাশায় এবার নিজেকে শেষ করেছেন তিনি। তবে এভাবে নিজেকে শেষ করবেন তা কল্পনা করেননি তাঁর ভাই। উমর বলেছেন, ‘আমাদের জন্য খুবই ভয়ংকর বিষয়। কারণ, আমরা কখনোই আশা করিনি, সে নিজের জীবন নেবে।’
প্রথম দিন সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপে পুড়েছেন দুই ক্যারিবীয় ব্যাটার মিকাইল লুইস ও আলিক আথানেজ। আশা জাগিয়েও দুজনে আউট হয়েছেন নড়বড়ে নব্বইয়ে। তবে লুইস ও আথানেজের পথে হাঁটেননি জাস্টিন গ্রিভস। বাংলাদেশ বোলারদের হতাশ করে সেঞ্চুরি তুলে নিয়েছেন ক্যারিবীয় এই অলরাউন্ডার। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১০২ রানে ব্যাট
৯ ঘণ্টা আগেব্যাটিংয়ে পাঁচে নেমে ১২ বলে ১ চার ও ১ ছয়ে ১৯ রান। বোলিংয়ে ১ ওভারে ১ রান দিয়ে ২ উইকেট। এমন অলরাউন্ড পারফরম্যান্সের পরও হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে সাকিব আল হাসানকে। আজ আবুধাবি টি-টেনে নিউইয়র্ক স্ট্রাইকার্সের বিপক্ষে ৭ উইকেটে হেরেছে তাঁর দল বাংলা টাইগার্স।
১২ ঘণ্টা আগেআফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় বাঁ হাতের আঙুলে চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে যান বাংলাদেশ দলের অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিম। বর্তমানে পুনর্বাসনে আছেন তিনি। চিকিৎসকের পরামর্শে চলছে নিয়মিত ট্রেনিং। তবে তাঁর মাঠে ফেরার জন্য আরও সময় লাগবে—এমনটা জানিয়েছে বিসিবি।
১২ ঘণ্টা আগেআন্তর্জাতিক বিরতি থেকে ফেরার প্রথম ম্যাচেই জয় পেয়েছে চেলসি। আজ ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটিকে তাদের মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামে ২-১ গোলে হারিয়েছে ব্লুজরা।
১৩ ঘণ্টা আগে