আট বছর অপেক্ষার ফলটা পাওয়া হলো না ওসাকার

ক্রীড়া ডেস্ক, ঢাকা
আপডেট : ২৭ জুলাই ২০২১, ১৩: ১০
Thumbnail image

তৃতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছেন নাওমি ওসাকা। চেক প্রজাতন্ত্রের মারকেতা ভোন্দ্রুসোভার কাছে ৬-১, ৬-৪ গেমে হেরে বিদায় নিয়েছেন টোকিও অলিম্পিকের নারী টেনিসের অন্যতম ফেবারিট জাপানি তারকা ওসাকা। নিজ দেশে সোনা জয়ের সুযোগ হাতছাড়া করেছেন চারবারের গ্র্যান্ডস্লামজয়ী এই তারকা। 

অবসাদে মাঝপথেই ফ্রেঞ্চ ওপেন থেকে সরে দাঁড়িয়েছিলেন নাওমি ওসাকা। একই কারণে উইম্বলডনের মঞ্চেও দেখা যায়নি তাঁকে। তবে নিজ দেশ জাপানে আয়োজিত অলিম্পিক দিয়ে আবার কোর্টে ফিরেছেন চারবারের গ্র্যান্ডস্লামজয়ী এই তারকা। অলিম্পিক দিয়ে নিজের ফেরা নিয়ে ওসাকা বলেছিলেন, ‘যে টুর্নামেন্টেই আমি খেলি না কেন দেশের পতাকা আমার নামের পাশেই থাকে। কিন্তু এই পরিসরটা আমার কাছে অনেক বড়। অলিম্পিক এমন কিছু ৮ বছর ধরে আমি যার অপেক্ষায় আছি।’

অপেক্ষার অলিম্পিকে ঠিকভাবেই এগোচ্ছিলেন ওসাকা। প্রথম রাউন্ডের পর দ্বিতীয় রাউন্ডেও পেয়েছিলেন দুর্দান্ত জয়। তবে পা হড়কেছেন তৃতীয় রাউন্ডে। র‍্যাঙ্কিংয়ের ৪২তম প্রতিযোগী ভোন্দ্রুসোভার কাছে হেরে শেষ পর্যন্ত নিজ দেশে সোনা জেতার লড়াইয়ে টিকে থাকা হলো না ওসাকার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত