নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ট্র্যাকে নামলেই রেকর্ড, শেষ কয়েক প্রতিযোগিতায় এভাবে নিজেই নিজের রেকর্ড ভাঙার খেলায় মেতেছিলেন ইমরানুর রহমান। এবারের জাতীয় অ্যাথলেটিকসেই ব্যতিক্রম। নিজেই ভাঙতে পারলেন না নিজের রেকর্ড। তবে ঠিকই ধরে রেখেছেন দ্রুততম মানবের স্থান।
আর্মি স্টেডিয়ামে আজ থেকে শুরু হয়েছে ৪৬তম জাতীয় অ্যাথলেটিকস। আসরের প্রথম দিনে যথারীতি আবারও ১০০ মিটার স্প্রিন্টে দ্রুততম মানব হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর লন্ডনপ্রবাসী স্প্রিন্টার ইমরানুর রহমান। তবে এক আসর দিয়ে আবারও নিজের সিংহাসন দখল করেছেন বাংলাদেশ নৌবাহিনীর শিরিন আক্তার। এ নিয়ে ১৪ বারের মতো ১০০ মিটার স্প্রিন্টে সেরা হয়েছেন এই নারী স্প্রিন্টার।
১০০ মিটার স্প্রিন্টে ইলেকট্রনিক টাইমিংয়ে ১০.৪৯ সেকেন্ডে প্রথম হয়েছেন ইমরান। শিরিনের টাইমিং ১২.২০। ইলেকট্রনিক টাইমিংয়ে দুজনেই বর্তমান রেকর্ডধারী।
নিজের রেকর্ড ভাঙতে না পেরেও খুশি ইমরান। বাংলাদেশে আসার আগে ম্যানচেস্টারের বিমান বন্দরে আটকে ছিলেন এক দিন। ঢাকায় এসেছেন বুধবার। মাত্র এক দিনের প্রস্তুতিতে যা পেয়েছেন তাতেই খুশি তিনি। বললেন, ‘আমার ঢাকায় আসার ফ্লাইট ছিল মঙ্গলবার কিন্তু ফ্লাইট বিলম্বিত হওয়ায় ম্যানচেস্টারে প্রায় ৪০ ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে। তাতে আমি ক্লান্ত হয়ে পড়ি। তাই প্রস্তুতিটা ভালো হয়নি। ক্লান্ত থাকায় ভালোভাবে দৌড়াতে পারিনি।'
১৪ বারের সেরা হয়ে নাজমুন্নাহার বিউটির রেকর্ডে শ্বাস ফেলছেন শিরিন। বিউটি এখন পর্যন্ত সেরা হয়েছেন ১৭ বার। শিরিন ছাড়িয়ে যেতে চান বিউটিকে। দেশের হয়ে জিততে চান এসএ গেমসে সোনা। বললেন, ‘নিজের পারফরম্যান্সে আমি খুশি। তবে এই টাইমিং আরও ভালো হতে পারত। আমি এখনো বিশ্বাস করি, দেশকে এসএ গেমসে সোনা জেতাতে পারব। তবে এটা কঠিন, কিন্তু অসম্ভব নয়। বিউটি আপু আমার আদর্শ, তাঁকে ছাড়িয়ে যেতে চাই।'
ট্র্যাকে নামলেই রেকর্ড, শেষ কয়েক প্রতিযোগিতায় এভাবে নিজেই নিজের রেকর্ড ভাঙার খেলায় মেতেছিলেন ইমরানুর রহমান। এবারের জাতীয় অ্যাথলেটিকসেই ব্যতিক্রম। নিজেই ভাঙতে পারলেন না নিজের রেকর্ড। তবে ঠিকই ধরে রেখেছেন দ্রুততম মানবের স্থান।
আর্মি স্টেডিয়ামে আজ থেকে শুরু হয়েছে ৪৬তম জাতীয় অ্যাথলেটিকস। আসরের প্রথম দিনে যথারীতি আবারও ১০০ মিটার স্প্রিন্টে দ্রুততম মানব হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর লন্ডনপ্রবাসী স্প্রিন্টার ইমরানুর রহমান। তবে এক আসর দিয়ে আবারও নিজের সিংহাসন দখল করেছেন বাংলাদেশ নৌবাহিনীর শিরিন আক্তার। এ নিয়ে ১৪ বারের মতো ১০০ মিটার স্প্রিন্টে সেরা হয়েছেন এই নারী স্প্রিন্টার।
১০০ মিটার স্প্রিন্টে ইলেকট্রনিক টাইমিংয়ে ১০.৪৯ সেকেন্ডে প্রথম হয়েছেন ইমরান। শিরিনের টাইমিং ১২.২০। ইলেকট্রনিক টাইমিংয়ে দুজনেই বর্তমান রেকর্ডধারী।
নিজের রেকর্ড ভাঙতে না পেরেও খুশি ইমরান। বাংলাদেশে আসার আগে ম্যানচেস্টারের বিমান বন্দরে আটকে ছিলেন এক দিন। ঢাকায় এসেছেন বুধবার। মাত্র এক দিনের প্রস্তুতিতে যা পেয়েছেন তাতেই খুশি তিনি। বললেন, ‘আমার ঢাকায় আসার ফ্লাইট ছিল মঙ্গলবার কিন্তু ফ্লাইট বিলম্বিত হওয়ায় ম্যানচেস্টারে প্রায় ৪০ ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে। তাতে আমি ক্লান্ত হয়ে পড়ি। তাই প্রস্তুতিটা ভালো হয়নি। ক্লান্ত থাকায় ভালোভাবে দৌড়াতে পারিনি।'
১৪ বারের সেরা হয়ে নাজমুন্নাহার বিউটির রেকর্ডে শ্বাস ফেলছেন শিরিন। বিউটি এখন পর্যন্ত সেরা হয়েছেন ১৭ বার। শিরিন ছাড়িয়ে যেতে চান বিউটিকে। দেশের হয়ে জিততে চান এসএ গেমসে সোনা। বললেন, ‘নিজের পারফরম্যান্সে আমি খুশি। তবে এই টাইমিং আরও ভালো হতে পারত। আমি এখনো বিশ্বাস করি, দেশকে এসএ গেমসে সোনা জেতাতে পারব। তবে এটা কঠিন, কিন্তু অসম্ভব নয়। বিউটি আপু আমার আদর্শ, তাঁকে ছাড়িয়ে যেতে চাই।'
এভাবেও ফিরে আসা যায়—পার্থে ভারতের ঘুরে দাঁড়ানো দেখে যেকোনো ক্রিকেটপ্রেমীরই এই গান মনে পড়বে। প্রথম ইনিংসে ১৫০ রানে গুটিয়ে যাওয়া ভারত দ্বিতীয় ইনিংসে করেছে রানের পাহাড়। যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি করেছেন সেঞ্চুরি। পার্থ টেস্ট জিততে অস্ট্রেলিয়ার এখন করতে হবে অলৌকিক কিছুই।
৩৯ মিনিট আগেস্কয়ার লেগ দিয়ে চার মারলেন বিরাট কোহলি। কিছু মুহূর্তের জন্য থমকে গিয়েছিলেন বিরাট কোহলি। একটু পর বুঝতে পারলেন তাঁর সেঞ্চুরির ঘটনা। তিন অঙ্ক ছোঁয়ার পর ব্যাট উঁচিয়ে দর্শকদের অভিনন্দনের জবাব দিয়েছেন। তাতে ছাড়িয়ে গেলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্যার ডন ব্রাডম্যানকে।
২ ঘণ্টা আগেমিরপুরে গত কয়েক দিন ধরে বাংলাদেশ নারী ক্রিকেট দল আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রস্তুতিতে ব্যস্ত। ‘ক্লোজড ডোর’ অনুশীলনের কারণে সিরিজের পরিকল্পনা সম্পর্কে খুব বেশি কিছু জানা যায়নি। বিসিবি একাডেমি মাঠে আলাদা ব্যবস্থা থাকলেও গতকাল সফরকারীরা আইরিশরা শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন...
৩ ঘণ্টা আগেকোনো কিছু ঘটলে চুপ করে বসে থাকার পাত্র তো সুনীল গাভাস্কার নন। উল্টোপাল্টা ঘটনা দেখলেই প্রতিবাদ করতে বিন্দুমাত্র দেরী করেন না গাভাস্কার। এবার তাঁর নামে ভুয়া আর্টিকেল প্রচারের কারণে বেজায় চটেছেন তিনি।
৩ ঘণ্টা আগে