ক্রীড়া ডেস্ক, ঢাকা
এক ঘণ্টার ব্যবধানে দুই ম্যাচ। প্রথম রাউন্ডে সহজে জিতলেও দ্বিতীয় রাউন্ডে আর হার এড়াতে পারলেন না রোমান সানা। রুদ্ধশ্বাস লড়াই শেষে কানাডার ডুয়েনাস ক্রিসপিনের কাছে ৪-৬ সেটে হেরে অলিম্পিক থেকে বিদায় নিলেন বাংলাদেশি তিরন্দাজ।
বাছাইপর্বে এক ধাপ এগিয়ে থাকা ডুয়েনাস ক্রিসপিনের বিপক্ষে রোমানের শুরুটা হয়েছিল দারুণ। প্রথম সেটে ২৬ স্কোর করে সেটটা জিতে নেন রোমান। পরের দুই সেটে বাংলাদেশি তিরন্দাজের স্কোর ছিল ২৫ ও ২৭। ২৮ ও ২৯ স্কোরে দ্বিতীয় ও তৃতীয় সেট জিতে নেন ক্রিসপিন। চতুর্থ সেটে ঘুরে দাঁড়িয়ে ব্যবধান ৪-৪ করেন রোমান। এই সেটে তাঁর পয়েন্ট ছিল ২৭, ক্রিসপিনের ২৬।
পঞ্চম সেটে খেই হারিয়েছেন রোমান-ক্রিসপিন দুজনই। এই সেটে রোমানের স্কোর ছিল ৯, ৮, ৮। সব মিলিয়ে ২৫। কানাডিয়ান ক্রিসপিনের প্রথম শট ৭-এর ঘরে পড়লেও পরের দুই শটে ১০ ও ৯ স্কোর হওয়ায় ম্যাচ হেরে যান রোমান। শেষ সেটে ক্রিসপিনের স্কোর দাঁড়ায় ২৬। ৪-৬ ব্যবধানে হারেন রোমান।
একই দিনে গ্রেট ব্রিটেনের টম হলকে ৭-৩ সেটে হারিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে আর্চারির দ্বিতীয় রাউন্ডে উঠেছিলেন রোমান।
এক ঘণ্টার ব্যবধানে দুই ম্যাচ। প্রথম রাউন্ডে সহজে জিতলেও দ্বিতীয় রাউন্ডে আর হার এড়াতে পারলেন না রোমান সানা। রুদ্ধশ্বাস লড়াই শেষে কানাডার ডুয়েনাস ক্রিসপিনের কাছে ৪-৬ সেটে হেরে অলিম্পিক থেকে বিদায় নিলেন বাংলাদেশি তিরন্দাজ।
বাছাইপর্বে এক ধাপ এগিয়ে থাকা ডুয়েনাস ক্রিসপিনের বিপক্ষে রোমানের শুরুটা হয়েছিল দারুণ। প্রথম সেটে ২৬ স্কোর করে সেটটা জিতে নেন রোমান। পরের দুই সেটে বাংলাদেশি তিরন্দাজের স্কোর ছিল ২৫ ও ২৭। ২৮ ও ২৯ স্কোরে দ্বিতীয় ও তৃতীয় সেট জিতে নেন ক্রিসপিন। চতুর্থ সেটে ঘুরে দাঁড়িয়ে ব্যবধান ৪-৪ করেন রোমান। এই সেটে তাঁর পয়েন্ট ছিল ২৭, ক্রিসপিনের ২৬।
পঞ্চম সেটে খেই হারিয়েছেন রোমান-ক্রিসপিন দুজনই। এই সেটে রোমানের স্কোর ছিল ৯, ৮, ৮। সব মিলিয়ে ২৫। কানাডিয়ান ক্রিসপিনের প্রথম শট ৭-এর ঘরে পড়লেও পরের দুই শটে ১০ ও ৯ স্কোর হওয়ায় ম্যাচ হেরে যান রোমান। শেষ সেটে ক্রিসপিনের স্কোর দাঁড়ায় ২৬। ৪-৬ ব্যবধানে হারেন রোমান।
একই দিনে গ্রেট ব্রিটেনের টম হলকে ৭-৩ সেটে হারিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে আর্চারির দ্বিতীয় রাউন্ডে উঠেছিলেন রোমান।
২০২৫, ২০২৬, ২০২৭-তিন আইপিএলের সূচি জানা গেছে গত রাতেই। সূচি ঘোষণার কয়েক ঘণ্টা পর জানা গেল আইপিএলের সঙ্গে ধাক্কা খেয়েছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ঐতিহাসিক টেস্টের সূচি। কারণ, ২০২৭ আইপিএল চলার সময়ই মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) শুরু হবে ১৫০ বছর পূর্তির এই টেস্ট ম্যাচ।
১ ঘণ্টা আগেমেঘনা ব্যাংক ঢাকা তৃতীয় বিভাগ ক্রিকেট লিগে সহিংসতার জেরে কঠোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। ঢাকা মেট্রোপলিস ক্রিকেট কমিটি (সিসিডিএম) আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ৮ খেলোয়াড় ও ১ দল কর্মকর্তাকে এক বছর নিষিদ্ধ এবং আর্থিক জরিমানা প্রদান করেছে।
৩ ঘণ্টা আগেভারতীয় ক্রিকেট দল উল্লাস করতে ব্যস্ত। কিন্তু বিরাট কোহলির কারণে মুহূর্তেই তা হরিষে বিষাদে পরিণত হয়। কারণ, তিনি সংকেত দিয়েছেন যে ক্যাচটা তিনি মিস করেছেন। এমন লোপ্পা ক্যাচ কোহলির হাতছাড়া করাটা বিশ্বাসই করতে পারেননি জসপ্রীত বুমরা-লোকেশ রাহুলরা।
৩ ঘণ্টা আগেচোটে পড়ায় মুশফিকুর রহিম নেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে। সাকিব আল হাসানের ঘটনা আবার ভিন্ন। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেও পাওয়া যাবে না টেস্ট সিরিজে। একগাদা তারকা খেলোয়াড় না থাকার পরও দুশ্চিন্তা নেই বাংলাদেশের নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজের।
৪ ঘণ্টা আগে