অবসর ভেঙে ফিরতে চান রোমান সানা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

গত ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক আর্চারি থেকে রোমান সানার হঠাৎ অবসরে সরগরম হয়ে উঠেছিল ক্রীড়াঙ্গন। রোমান বনাম আর্চারি ফেডারেশনের পাল্টাপাল্টি কথা চালাচালিতে উঠেছিল বিতর্কের ঢেউ। সেই ফেডারেশনের কাছেই ক্ষমা চেয়ে আবারও আর্চারিতে ফিরে আসতে চান রোমান। ফেরার জন্য আর্চারি ফেডারেশনকে চিঠিও দিয়েছেন তিনি।

রোমানের চিঠি প্রাপ্তি নিশ্চিত করেছে আর্চারি ফেডারেশন। গত ২ মে ফেডারেশন বরাবর ক্ষমা চেয়ে চিঠি দিয়েছেন বলে জানিয়েছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল। তিনি বলেন, ‘রোমান সানার চিঠি আমরা পেয়েছি। জাতীয় দলে ফেরার ইচ্ছা প্রকাশ করে সে চিঠিটি দিয়েছে। আমরা এই চিঠি সভাপতির কাছে পাঠিয়েছি। তিনি পুরো বিষয়টি দেখবেন।’

অবসরের পর তিরন্দাজদের দাবি-দাওয়া নিয়ে ফেডারেশনকে এক হাত নিয়েছিলেন রোমান। একাধিক গণমাধ্যমে আসা তাঁর সেসব বক্তব্য উসকে দিয়েছিল বিতর্কের আগুন। জবাবে পাল্টা বক্তব্য এসেছিল ফেডারেশনের সাধারণ সম্পাদকের কাছ থেকেও। রোমানকে পাগলও বলেছিলেন রাজীব উদ্দিন।

ফেডারেশনকে পাঠানো চিঠিতে রোমান ফেডারেশন সংক্রান্ত অযাচিত মন্তব্যে ভাবমূর্তি ক্ষুণ্নের জন্য দুঃখ প্রকাশ করেছেন। নিজের মন্তব্যের জন্য ভুল স্বীকার করে ফেডারেশনের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন দেশসেরা এই আর্চার। একই সঙ্গে জাতীয় দলে না খেলার সিদ্ধান্ত থেকে ফিরে এসে আবার দেশের হয়ে আন্তর্জাতিক অঙ্গনে সুনাম বয়ে আনার জন্য ফেডারেশনের কাছে সুযোগও চেয়েছেন।

কিন্তু ক্ষমা চাওয়ার পরও রোমানকে নিয়ে যে রাজীব উদ্দিনের ক্ষোভ কমছে না এবং দ্রুত রোমানের ক্ষমা মুক্তি ঘটবে এমন ইঙ্গিতই মিলছে সাধারণ সম্পাদকের পরবর্তী কথায়। রাজীব উদ্দিন বলেছেন, ‘সভাপতি মহোদয় চিঠি দেখবেন। এরপর তিনি প্রয়োজনবোধে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন। রোমানের বিষয়ে কারও কোনো একক সিদ্ধান্ত নেই, যা হয়েছিল ফেডারেশনের নির্বাহী সভায় এবং সামনে কিছু হলেও সেটা সভার মাধ্যমেই হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত