ক্রীড়া ডেস্ক
প্যারিস অলিম্পিক গেমসের জিমন্যাস্টিকসের তিন ইভেন্টে সোনা জিতেছিলেন সিমোন বাইলস। আর্টিস্টিক জিমন্যাস্টিকসের দলগত এবং অল-অ্যারাউন্ড ইভেন্টে জয়ের পর ভল্টের ফাইনালে জিতেও সোনা জয়ের হ্যাটট্রিক করেছিলেন যুক্তরাষ্ট্রের এই জিমন্যাস্ট। এই সাফল্যে তাঁর বাকি দুটি ইভেন্ট ব্যালান্স বিম এবং ফ্লোর এক্সারসাইজেও তাঁর সাফল্যে নিয়ে আশাবাদী হয়ে উঠেছিলেন সমর্থকেরা। তবে নিজের শেষ দুটি ইভেন্টে সোনা জিততে পারেননি সর্বকালের অন্যতম সেরা এই জিমন্যাস্ট। ব্যালান্স বিমে পঞ্চম হওয়া বাইল নিজের শেষ ইভেন্ট ফ্লোর এক্সারসাইজে জিতেছে রুপা।
মেয়েদের ব্যালান্স বিমে সোনা জিতেছেন ইতালির এলিস ডি’আমাতো। মেয়েদের জিমন্যাস্টিকসে এটাই কোনো ইতালিয়ান প্রতিযোগীর সোনা জয়। স্কোর করেছেন ১৪.৩৬৬। ১৪.১০০ স্কোর করে রুপা জিতেছেন চীনের ঝাউ ইয়াকিন। ১৪.০০০ স্কোর নিয়ে ব্রোঞ্জ ইতালির মানোলো এসপোসিতো।
মেয়েদের ব্যালান্স বিমে নিজের সেরাটা দিতে বাইলস তো পারেননি। একবার তো লাফ দিয়ে ঠিকমতো নামতেও ব্যর্থ। এই ইভেন্টে পঞ্চম হওয়া বাইলসের স্কোর ১৩.১০০।
তবে শেষটা এতটা খারাপ হয়নি বাইলসের। সোনা জিততে না পারলেও ফ্লোর এক্সারসাইজে জিতেছেন রুপা। ১৪.১৬৬ স্কোর গড়ে সোনা জিতেছেন ব্রাজিলের রেবেকা আন্দ্রাদে। এই ইভেন্টে এটাই প্রথম সোনা কোনো ব্রাজিলিয়ান প্রতিযোগীর। দ্বিতীয় হওয়া বাইলসের স্কোর ১৪.১৩৩। ব্রোঞ্জ জিতেছেন বাইলসের স্বদেশি জর্ডান চিলেস (১৩.৭৬৬)।
রুপা জিতে প্যারিস অভিযান শেষ করা বাইলসের অলিম্পিক পদকের সংখ্যা দাঁড়াল ১১—যার ৭টি সোনা, ২টি রুপা ও ২টি ব্রোঞ্জ
প্যারিস অলিম্পিক গেমসের জিমন্যাস্টিকসের তিন ইভেন্টে সোনা জিতেছিলেন সিমোন বাইলস। আর্টিস্টিক জিমন্যাস্টিকসের দলগত এবং অল-অ্যারাউন্ড ইভেন্টে জয়ের পর ভল্টের ফাইনালে জিতেও সোনা জয়ের হ্যাটট্রিক করেছিলেন যুক্তরাষ্ট্রের এই জিমন্যাস্ট। এই সাফল্যে তাঁর বাকি দুটি ইভেন্ট ব্যালান্স বিম এবং ফ্লোর এক্সারসাইজেও তাঁর সাফল্যে নিয়ে আশাবাদী হয়ে উঠেছিলেন সমর্থকেরা। তবে নিজের শেষ দুটি ইভেন্টে সোনা জিততে পারেননি সর্বকালের অন্যতম সেরা এই জিমন্যাস্ট। ব্যালান্স বিমে পঞ্চম হওয়া বাইল নিজের শেষ ইভেন্ট ফ্লোর এক্সারসাইজে জিতেছে রুপা।
মেয়েদের ব্যালান্স বিমে সোনা জিতেছেন ইতালির এলিস ডি’আমাতো। মেয়েদের জিমন্যাস্টিকসে এটাই কোনো ইতালিয়ান প্রতিযোগীর সোনা জয়। স্কোর করেছেন ১৪.৩৬৬। ১৪.১০০ স্কোর করে রুপা জিতেছেন চীনের ঝাউ ইয়াকিন। ১৪.০০০ স্কোর নিয়ে ব্রোঞ্জ ইতালির মানোলো এসপোসিতো।
মেয়েদের ব্যালান্স বিমে নিজের সেরাটা দিতে বাইলস তো পারেননি। একবার তো লাফ দিয়ে ঠিকমতো নামতেও ব্যর্থ। এই ইভেন্টে পঞ্চম হওয়া বাইলসের স্কোর ১৩.১০০।
তবে শেষটা এতটা খারাপ হয়নি বাইলসের। সোনা জিততে না পারলেও ফ্লোর এক্সারসাইজে জিতেছেন রুপা। ১৪.১৬৬ স্কোর গড়ে সোনা জিতেছেন ব্রাজিলের রেবেকা আন্দ্রাদে। এই ইভেন্টে এটাই প্রথম সোনা কোনো ব্রাজিলিয়ান প্রতিযোগীর। দ্বিতীয় হওয়া বাইলসের স্কোর ১৪.১৩৩। ব্রোঞ্জ জিতেছেন বাইলসের স্বদেশি জর্ডান চিলেস (১৩.৭৬৬)।
রুপা জিতে প্যারিস অভিযান শেষ করা বাইলসের অলিম্পিক পদকের সংখ্যা দাঁড়াল ১১—যার ৭টি সোনা, ২টি রুপা ও ২টি ব্রোঞ্জ
আয়োজক হয়েও চ্যাম্পিয়নস ট্রফিতে আশানুরূপ পারফর্ম করতে পারেনি পাকিস্তান। গ্রুপ পর্ব থেকেই বিদায় ঘণ্টা বেজে গেছে মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্বাধীন পাকিস্তানের। তবে এই হতাশা নিয়ে বসে থাকলে তো চলবে না। তাদের এখন প্রস্তুত হতে হবে নিউজিল্যান্ড সিরিজের জন্য।
১৮ মিনিট আগেতেহরানের আজাদি স্পোর্টস কমপ্লেক্সে আজ রাতে মুখোমুখি হবে আল নাসর ও এস্তেগলাল। এএফসি চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোর প্রথম লেগের এই ম্যাচ শুরু হবে রাত ১০টায়। তবে এই ম্যাচে খেলছেন না ক্রিস্টিয়ানো রোনালদো। আল নাসর গতকাল ইরানে পৌঁছালেও...
১ ঘণ্টা আগে২০২৪-২৫ মৌসুমের ঢাকা প্রিমিয়ার লিগে(ডিপিএল) আজ শুরুর দিনেই বেঁধে গেল ঝামেল। যার ফলে ম্যাচ ৩০ মিনিট বন্ধ রাখতে হয়েছে। ঝামেলা বেঁধেছে বিকেএসপির চার নম্বর মাঠে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব-প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের ম্যাচে। প্রাইম ব্যাংকের ইনিংসের তৃতীয় ওভারের পঞ্চম বলে ফাহাদ হোসেনকে এক্সট্রা...
২ ঘণ্টা আগেঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ২০২৪-২৫ মৌসুমের শুরুতেই সেঞ্চুরি করেছেন ইফতেখার হোসেন ইফতি। তিন অঙ্ক ছুঁয়েছেন তামিম ইকবালের নেতৃত্বাধীন মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে।
৩ ঘণ্টা আগে