ক্রীড়া ডেস্ক
বক্সিং রিংয়ে ইভান্ডার হলিফিল্ডের কান কামড়ে দিয়ে পেয়েছিলেন বিশ্বের সবচেয়ে ‘খারাপ’ মানুষের তকমা। সেই মাইক টাইসনকে উত্ত্যক্ত করা আর বাঘের লেজ দিয়ে কান চুলকানো তো প্রায় একই কথা!
কিন্তু বিমানে এক যাত্রী এমন দুঃসাহসই দেখাতে গিয়েছিলেন। অতিরিক্ত সাহস দেখাতে গিয়ে করেছেন টাইসনকে বিরক্ত। এবং ফল যা হওয়ার তাই হয়েছে, সাবেক হেভিওয়েট চ্যাম্পিয়নের হাতে খেয়েছেন বেধড়ক ঘুষি।
সান ফ্রানসিসকো থেকে বিমানে চড়ে ফ্লোরিডায় যাওয়ার কথা ছিল সর্বকালের অন্যতম সেরা বক্সার টাইসনের। বিমান উড্ডয়নের আগেই এক মাতাল যাত্রী ক্রমাগত উত্ত্যক্ত করেছেন টাইসনকে। একপর্যায়ে সেই মাতাল ব্যক্তি টাইসনকে বোতলের পানি ছুড়েছেন বলেও জানা গেছে।
ফোনের এক ভিডিওতে দেখা গেছে, শুরুতে শান্তই ছিলেন টাইসন। এমনকি সেই যাত্রীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণও করেছেন। কিন্তু একের পর এক কাণ্ডে শেষ পর্যন্ত মেজাজ হারিয়ে উত্ত্যক্তকারী যাত্রীর মুখে কয়েকটি ঘুষি চালিয়ে বিমান থেকে নেমে যান টাইসন।
টাইসনের ঘুষি খেয়ে শেষ পর্যন্ত হুঁশ ফিরেছে সেই যাত্রীর। তার মুখে কয়েকটি আঘাতের চিহ্ন পেয়েছে পুলিশ। বিষয়টি তদন্তও শুরু করেছে তারা। পরে বিবৃতিতে টাইসনের প্রতিনিধি থেকে বলা হয়েছে, ‘দুর্ভাগ্যবশত টাইসন একজন আগ্রাসী যাত্রীর পাল্লায় পড়েছিলেন, যিনি কিনা টাইসনকে যাত্রী সিটে ক্রমাগত বিরক্ত করেছেন এবং একপর্যায়ে পানিও ছুড়েছেন।’
বক্সিং রিংয়ে ইভান্ডার হলিফিল্ডের কান কামড়ে দিয়ে পেয়েছিলেন বিশ্বের সবচেয়ে ‘খারাপ’ মানুষের তকমা। সেই মাইক টাইসনকে উত্ত্যক্ত করা আর বাঘের লেজ দিয়ে কান চুলকানো তো প্রায় একই কথা!
কিন্তু বিমানে এক যাত্রী এমন দুঃসাহসই দেখাতে গিয়েছিলেন। অতিরিক্ত সাহস দেখাতে গিয়ে করেছেন টাইসনকে বিরক্ত। এবং ফল যা হওয়ার তাই হয়েছে, সাবেক হেভিওয়েট চ্যাম্পিয়নের হাতে খেয়েছেন বেধড়ক ঘুষি।
সান ফ্রানসিসকো থেকে বিমানে চড়ে ফ্লোরিডায় যাওয়ার কথা ছিল সর্বকালের অন্যতম সেরা বক্সার টাইসনের। বিমান উড্ডয়নের আগেই এক মাতাল যাত্রী ক্রমাগত উত্ত্যক্ত করেছেন টাইসনকে। একপর্যায়ে সেই মাতাল ব্যক্তি টাইসনকে বোতলের পানি ছুড়েছেন বলেও জানা গেছে।
ফোনের এক ভিডিওতে দেখা গেছে, শুরুতে শান্তই ছিলেন টাইসন। এমনকি সেই যাত্রীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণও করেছেন। কিন্তু একের পর এক কাণ্ডে শেষ পর্যন্ত মেজাজ হারিয়ে উত্ত্যক্তকারী যাত্রীর মুখে কয়েকটি ঘুষি চালিয়ে বিমান থেকে নেমে যান টাইসন।
টাইসনের ঘুষি খেয়ে শেষ পর্যন্ত হুঁশ ফিরেছে সেই যাত্রীর। তার মুখে কয়েকটি আঘাতের চিহ্ন পেয়েছে পুলিশ। বিষয়টি তদন্তও শুরু করেছে তারা। পরে বিবৃতিতে টাইসনের প্রতিনিধি থেকে বলা হয়েছে, ‘দুর্ভাগ্যবশত টাইসন একজন আগ্রাসী যাত্রীর পাল্লায় পড়েছিলেন, যিনি কিনা টাইসনকে যাত্রী সিটে ক্রমাগত বিরক্ত করেছেন এবং একপর্যায়ে পানিও ছুড়েছেন।’
বাংলাদেশ ম্যাচ শুরুর দুই ঘণ্টা আগেও একাদশ প্রকাশের ‘সাহস’ দেখায় না। তবে এখন বেশির ভাগ টেস্ট দল খেলা শুরুর একদিন আগেই টেস্ট একাদশ জানিয়ে দেয়। আজ ওয়েস্ট ইন্ডিজ জানিয়ে দিয়েছে কাল অ্যান্টিগা টেস্টে বাংলাদেশের বিপক্ষে একাদশটা কেমন হবে।
৮ ঘণ্টা আগেঅ্যাশেজ শুরুর আগে সিরিজের ফলাফল নিয়ে বরাবরই পূর্বানুমান করেন অস্ট্রেলিয়ার সাবেক তারকারা। সেই অভ্যাসের বশেই কিনা আজ থেকে শুরু হতে যাওয়া পাঁচ টেস্টের বোর্ডার-গাভাস্কার ট্রফি নিয়ে রিকি পন্টিং বলে বসলেন—অস্ট্রেলিয়া সিরিজ জিতবে ৩-১ ব্যবধানে।
১০ ঘণ্টা আগেবিনা যুদ্ধে নাহি দিব সূচ্যগ্র মেদিনী—চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান যা শুরু করেছে, তাতে এই কথাটা মনে পড়া স্বাভাবিক। কারণ দুই পক্ষই যার যার সিদ্ধান্তে অনড়। এমন পরিস্থিতিতে পাকিস্তানে যাওয়ার চিন্তাভাবনা করছে ক্রিকেটের অভিভাবক সংস্থা (আইসিসি)।
১১ ঘণ্টা আগেব্যাটিংয়ে নামার সুযোগ হয়নি সাকিব আল হাসানের। তবে বোলিং ও ফিল্ডিংয়ে ভেলকি দেখিয়েছেন তিনি। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে তাঁর দুর্দান্ত পারফরম্যান্সও জেতাতে পারল না বাংলা টাইগার্সকে।
১২ ঘণ্টা আগে