ক্রীড়া ডেস্ক
অলিম্পিকের ইতিহাসে প্রতিশ্রুতিশীল মেধাবী তরুণদের অংশ নেওয়ার অনেক উদাহরণ আছে। এরই ধারাবাহিকতায় এবারের টোকিও অলিম্পিকে ইতিহাস গড়ার অপেক্ষায় ১২ বছর বয়সী এক বিস্ময়কর কিশোরী হেন্ড জাজা।
সিরিয়ান টেবিল টেনিস তারকা জাজা গত বছর ফেব্রুয়ারিতেই টোকিও অলিম্পিক নিশ্চিত করেছে। ৪২ বছর বয়সী লেবানিস টেনিস খেলোয়াড় মারিয়ানা সাহাকিয়ানকে এশিয়ান বাছাই পর্বে হারিয়ে অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করে জাজা।
সিরিয়ার প্রথম টেবিল টেনিস খেলোয়াড় হিসেবে জাজা এরই মধ্যে সব ধরনের জাতীয় প্রতিযোগিতায় শিরোপা জিতেছে। এখন তার চোখ টোকিও অলিম্পিকে ভালো করা। এ প্রসঙ্গে জাজা বলেছে, ‘এটা আমার দেশ, বাবা-মা এবং আমার বন্ধুদের জন্য উপহার।’
সিরিয়ার অন্য সব শিশুর মতো জাজাও বেড়ে উঠেছে গৃহযুদ্ধের মতো প্রতিকূল পরিবেশের মধ্য দিয়ে। দেশটিতে সব সময় যুদ্ধের দামামা বাজলেও ১২ বছরের এই কিশোরী চালিয়ে গেছে টেবিল টেনিস খেলা। চার ভাইয়ের একমাত্র ছোট বোন জাজা নিজের লক্ষ্যে ছিল অবিচল।
সাবেক ফুটবলার ও জিমন্যাস্টিক শিক্ষক বাবার ঘরে জন্ম নেওয়া মেয়েটার রক্তেই খেলাধুলা ছিল। এক সাক্ষাৎকারে জাজা নিজেও বলেছে, ‘খেলা আমার রক্তে আছে। পরিবার একেবারে শুরুর দিনগুলো থেকেই আমাকে অনেক সমর্থন দিয়েছে আর পরিবারের কনিষ্ঠ সদস্য হিসেবে অনেক আদর–যত্নও করছে। তাঁরা সব সময় আমাকে সামনে এগিয়ে যেতে সহায়তা করেছেন।’
অলিম্পিকের ইতিহাসে প্রতিশ্রুতিশীল মেধাবী তরুণদের অংশ নেওয়ার অনেক উদাহরণ আছে। এরই ধারাবাহিকতায় এবারের টোকিও অলিম্পিকে ইতিহাস গড়ার অপেক্ষায় ১২ বছর বয়সী এক বিস্ময়কর কিশোরী হেন্ড জাজা।
সিরিয়ান টেবিল টেনিস তারকা জাজা গত বছর ফেব্রুয়ারিতেই টোকিও অলিম্পিক নিশ্চিত করেছে। ৪২ বছর বয়সী লেবানিস টেনিস খেলোয়াড় মারিয়ানা সাহাকিয়ানকে এশিয়ান বাছাই পর্বে হারিয়ে অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করে জাজা।
সিরিয়ার প্রথম টেবিল টেনিস খেলোয়াড় হিসেবে জাজা এরই মধ্যে সব ধরনের জাতীয় প্রতিযোগিতায় শিরোপা জিতেছে। এখন তার চোখ টোকিও অলিম্পিকে ভালো করা। এ প্রসঙ্গে জাজা বলেছে, ‘এটা আমার দেশ, বাবা-মা এবং আমার বন্ধুদের জন্য উপহার।’
সিরিয়ার অন্য সব শিশুর মতো জাজাও বেড়ে উঠেছে গৃহযুদ্ধের মতো প্রতিকূল পরিবেশের মধ্য দিয়ে। দেশটিতে সব সময় যুদ্ধের দামামা বাজলেও ১২ বছরের এই কিশোরী চালিয়ে গেছে টেবিল টেনিস খেলা। চার ভাইয়ের একমাত্র ছোট বোন জাজা নিজের লক্ষ্যে ছিল অবিচল।
সাবেক ফুটবলার ও জিমন্যাস্টিক শিক্ষক বাবার ঘরে জন্ম নেওয়া মেয়েটার রক্তেই খেলাধুলা ছিল। এক সাক্ষাৎকারে জাজা নিজেও বলেছে, ‘খেলা আমার রক্তে আছে। পরিবার একেবারে শুরুর দিনগুলো থেকেই আমাকে অনেক সমর্থন দিয়েছে আর পরিবারের কনিষ্ঠ সদস্য হিসেবে অনেক আদর–যত্নও করছে। তাঁরা সব সময় আমাকে সামনে এগিয়ে যেতে সহায়তা করেছেন।’
জয়ের জন্য রাজশাহীর দরকার ১৯২ রান। এ লক্ষ্যে পৌঁছাতে যেমনটা শুরু হওয়া দরকার, দুর্বার রাজশাহীর ইনিংসের শুরুটা তেমন হয়নি। উল্টো ২০ রানে ৩ উইকেট খুইয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে তাসকিন আহমেদের রাজশাহী। ৪ রান করে জিসান, ৯ রানে মোহাম্মদ হারিস ও ৫ রান করে ইয়াসির আলী বিদায় নিয়েছেন। শুরুর এই বিপর্যয়ের পর আর মাথা উ
৬ ঘণ্টা আগেপ্রথমবারের মতো মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছে নাইজেরিয়া। নিজেদের ঐতিহাসিক টুর্নামেন্টে দারুণ এক অঘটনও ঘটিয়ে দিল তারা। আজ মালয়েশিয়ার কুচিংয়ে তারা ২ রানে হারিয়ে দিয়েছে নিউজিল্যান্ডকে।
৭ ঘণ্টা আগেএটাই তাঁর প্রথম অস্ট্রেলিয়ান ওপেন। কিন্তু মেলবোর্ন পার্কে যেভাবে খেললেন ১৯ বছর বয়সী লারনার তিয়েন; তাতে এটা তাঁর প্রথম অস্ট্রেলিয়ান বলে মেনে নেওয়াটা কঠিন। অবাছাই প্রতিযোগী হয়ে খেলতে এসে তরতরিয়ে উঠে যান চতুর্থ রাউন্ডে।
৮ ঘণ্টা আগেচুক্তির বাইরে থাকলেও প্রিমিয়ার লিগ ও ফেডারেশন কাপের ম্যাচগুলো পর্যবেক্ষণ করেছেন হাভিয়ের কাবরেরা। যে দুই প্রতিযোগিতায় স্থানীয় ফুটবলারদের পারফরম্যান্স নিয়েও খুশি তিনি।
৮ ঘণ্টা আগে