নিজস্ব প্রতিবেদক, ঢাকা
যখন একের পর এক ডিসিপ্লিনে ব্যর্থ বাংলাদেশের অ্যাথলেটরা তখন ভরসা ছিল শুধু আর্চারিকে ঘিরে। তিরন্দাজরা হতাশ করেননি, ইসলামিক সলিডারিটি গেমসে বাংলাদেশের প্রথম পদক নিশ্চিত হয়েছে এই আর্চারিতেই।
গেমসে আর্চারির বাছাইপর্ব ছিল আজ। রিকার্ভ ও কম্পাউন্ড ইভেন্টে তিরন্দাজরা লড়েছেন পরের রাউন্ডে ওঠার লড়াইয়ে। কম্পাউন্ড ইভেন্টে সরাসরি ফাইনালে উঠেছে বাংলাদেশের নারী দল। বাছাই পর্বে কেবল বাংলাদেশ ও তুরস্কের ৩জন করে প্রতিযোগী ছিলেন বাছাইপর্বে।
বাকি দেশগুলোতে দলগত ইভেন্টে লড়ার মতো প্রতিযোগী না থাকায় ফাইনালের টিকিট পায় বাংলাদেশ। তাতে নিশ্চিত হয়েছে পদকও। সোনার লড়াইয়ে আগামী পরশু স্বাগতিক তুরস্কের বিপক্ষে লড়বেন শ্যামলী রায়, রোকসানা আক্তার ও পুষ্পিতা জামান।
বাছাইপর্বে ১০ প্রতিযোগীর মধ্যে ৬৮২ স্কোর করে পঞ্চম হয়েছেন রোকসানা আক্তার। ৬৮০ স্কোরে শ্যামলী রায় ষষ্ঠ ও ৬৭২ স্কোরে পুষ্পিতা জামান হয়েছেন অষ্টম।
রিকার্ভ এককে ৬৪৫ স্কোর করে হাকিম আহমেদ রুবেল হয়েছেন দশম। ৬৪৪ স্কোরে রোমান সানা ১১ ও সাগর ইসলাম ৬২৯ স্কোরে হয়েছেন ১৬তম। নক রাউন্ডের প্রথম পর্বে বাই পেয়ে পরের রাউন্ডে উঠেছেন রোমান সানা ও হাকিম আহমেদ রুবেল। সুদানের রাশেদ খালিদকে ৬-০ সেটে হারিয়ে পরের রাউন্ড নিশ্চিত করেন সাগর ইসলাম।
যখন একের পর এক ডিসিপ্লিনে ব্যর্থ বাংলাদেশের অ্যাথলেটরা তখন ভরসা ছিল শুধু আর্চারিকে ঘিরে। তিরন্দাজরা হতাশ করেননি, ইসলামিক সলিডারিটি গেমসে বাংলাদেশের প্রথম পদক নিশ্চিত হয়েছে এই আর্চারিতেই।
গেমসে আর্চারির বাছাইপর্ব ছিল আজ। রিকার্ভ ও কম্পাউন্ড ইভেন্টে তিরন্দাজরা লড়েছেন পরের রাউন্ডে ওঠার লড়াইয়ে। কম্পাউন্ড ইভেন্টে সরাসরি ফাইনালে উঠেছে বাংলাদেশের নারী দল। বাছাই পর্বে কেবল বাংলাদেশ ও তুরস্কের ৩জন করে প্রতিযোগী ছিলেন বাছাইপর্বে।
বাকি দেশগুলোতে দলগত ইভেন্টে লড়ার মতো প্রতিযোগী না থাকায় ফাইনালের টিকিট পায় বাংলাদেশ। তাতে নিশ্চিত হয়েছে পদকও। সোনার লড়াইয়ে আগামী পরশু স্বাগতিক তুরস্কের বিপক্ষে লড়বেন শ্যামলী রায়, রোকসানা আক্তার ও পুষ্পিতা জামান।
বাছাইপর্বে ১০ প্রতিযোগীর মধ্যে ৬৮২ স্কোর করে পঞ্চম হয়েছেন রোকসানা আক্তার। ৬৮০ স্কোরে শ্যামলী রায় ষষ্ঠ ও ৬৭২ স্কোরে পুষ্পিতা জামান হয়েছেন অষ্টম।
রিকার্ভ এককে ৬৪৫ স্কোর করে হাকিম আহমেদ রুবেল হয়েছেন দশম। ৬৪৪ স্কোরে রোমান সানা ১১ ও সাগর ইসলাম ৬২৯ স্কোরে হয়েছেন ১৬তম। নক রাউন্ডের প্রথম পর্বে বাই পেয়ে পরের রাউন্ডে উঠেছেন রোমান সানা ও হাকিম আহমেদ রুবেল। সুদানের রাশেদ খালিদকে ৬-০ সেটে হারিয়ে পরের রাউন্ড নিশ্চিত করেন সাগর ইসলাম।
ভারতের চ্যাম্পিয়নস ট্রফির প্রাথমিক দলেই ছিলেন না বরুণ চক্রবর্তী। উদ্বোধনী ব্যাটার যশস্বী জয়সয়ালকে বাদ দিয়ে নাটকীয়ভাবেই মূল দলে জায়গা হয়েছিল এ লেগ স্পিনারের। এর আগে মাত্র একটি ওয়ানডে খেলা বরুণকে হঠাৎ বড় টুর্নামেন্টের দলে রাখায় সমালোচনাও হয়েছিল ব্যাপক।
১১ ঘণ্টা আগেদুই দল সেমিফাইনাল নিশ্চিত করেছে আগেই। তবে লড়াইটা গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে ২৫০ রানের লক্ষ্য দিয়েছে ভারত। টস হেরে আগে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ২৪৯ রান করেছে তারা।
১৪ ঘণ্টা আগেঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) দলবদলে ১৭০ ক্রিকেটার নতুন দল পেলেও টপ অর্ডার ব্যাটার লিটন দাসকে নিয়ে ছিল অনিশ্চয়তা। অবশেষে সেই জটিলতা কাটল। তামিম ইকবালের মালিকানাধীন গুলশান ক্রিকেট ক্লাব নিয়েছে লিটনকে।
১৬ ঘণ্টা আগেহাইব্রিড মডেলে হওয়া চ্যাম্পিয়নস ট্রফির শেষ অংশে বাদ সাধে আবহাওয়া। পাকিস্তানে অনুষ্ঠিত তিন ম্যাচে বেরসিক বৃষ্টির বাগড়ায় ফলই আসেনি। যার মধ্যে রয়েছে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ। এই ম্যাচের টিকিটের টাকা দর্শকদের ফেরত দেওয়া হবে।
১৭ ঘণ্টা আগে