Ajker Patrika

আর্চারিতে আসছে সলিডারিটি গেমসের প্রথম পদক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৫ আগস্ট ২০২২, ১৮: ৩৭
আর্চারিতে আসছে সলিডারিটি গেমসের প্রথম পদক

যখন একের পর এক ডিসিপ্লিনে ব্যর্থ বাংলাদেশের অ্যাথলেটরা তখন ভরসা ছিল শুধু আর্চারিকে ঘিরে। তিরন্দাজরা হতাশ করেননি, ইসলামিক সলিডারিটি গেমসে বাংলাদেশের প্রথম পদক নিশ্চিত হয়েছে এই আর্চারিতেই।

গেমসে আর্চারির বাছাইপর্ব ছিল আজ। রিকার্ভ ও কম্পাউন্ড ইভেন্টে তিরন্দাজরা লড়েছেন পরের রাউন্ডে ওঠার লড়াইয়ে। কম্পাউন্ড ইভেন্টে সরাসরি ফাইনালে উঠেছে বাংলাদেশের নারী দল। বাছাই পর্বে কেবল বাংলাদেশ ও তুরস্কের ৩জন করে প্রতিযোগী ছিলেন বাছাইপর্বে।

 বাকি দেশগুলোতে দলগত ইভেন্টে লড়ার মতো প্রতিযোগী না থাকায় ফাইনালের টিকিট পায় বাংলাদেশ। তাতে নিশ্চিত হয়েছে পদকও। সোনার লড়াইয়ে আগামী পরশু স্বাগতিক তুরস্কের বিপক্ষে লড়বেন শ্যামলী রায়, রোকসানা আক্তার ও পুষ্পিতা জামান।

বাছাইপর্বে  ১০ প্রতিযোগীর মধ্যে ৬৮২ স্কোর করে পঞ্চম হয়েছেন রোকসানা আক্তার। ৬৮০ স্কোরে শ্যামলী রায় ষষ্ঠ ও ৬৭২ স্কোরে পুষ্পিতা জামান হয়েছেন অষ্টম। 

রিকার্ভ এককে ৬৪৫ স্কোর করে হাকিম আহমেদ রুবেল হয়েছেন দশম। ৬৪৪ স্কোরে রোমান সানা ১১ ও সাগর ইসলাম ৬২৯ স্কোরে হয়েছেন ১৬তম। নক রাউন্ডের প্রথম পর্বে বাই পেয়ে পরের রাউন্ডে উঠেছেন রোমান সানা ও হাকিম আহমেদ রুবেল। সুদানের রাশেদ খালিদকে ৬-০ সেটে হারিয়ে পরের রাউন্ড নিশ্চিত করেন সাগর ইসলাম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত