১০ দিনে ৬২ কিলোমিটারের বেশি দৌড়েও ক্লান্ত হননি তিনি

ক্রীড়া ডেস্ক
আপডেট : ১১ আগস্ট ২০২৪, ২২: ২১
Thumbnail image

আজ রাতে ভাঙছে প্যারিস অলিম্পিক গেমসের ১৬ দিনের মেলা। গত ২৬ জুলাই রাতে প্যারিসের সিন নদীর দুই পারে ঝাঁকালো উদ্বোধনী অনুষ্ঠান দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছিল এবারের ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’। তারার মেলা বসবে আজ রাতেও। রাত ১টায় ফ্রান্সের জাতীয় স্টেডিয়াম স্তাদে দে ফ্রান্সে শুরু হবে সমাপনী অনুষ্ঠান। 

ঠিক ১০০ বছর পর তৃতীয়বার অলিম্পিক আয়োজন করেছে প্যারিস। অলিম্পিক ভিলেজে এসেছিলেন প্রায় ১০,৫০০ অ্যাথলেট। নিজেদের ইভেন্ট শেষে তাঁদের অনেকে ফিরে গেছেন নিজ দেশে। আজ সোনার নিষ্পত্তি হয়েছে ৯ টি। দিনের শুরুটা রাঙান সিফান হাসান। মেয়েদের ম্যারাথনে জিতেছেন সোনা। 

৫ হাজার ও ১০ হাজার মিটারে সোনা জেতা হয়নি সিফানের। দুইবারই পোডিয়ামে দাঁড়িয়েছিলেন ব্রোঞ্জ হাতে। তবে ৩১ বছর বয়সী দৌড়বিদ এবারের প্রথম সোনা জিতেছেন অলিম্পিক রেকর্ড গড়ে। ফিনিশিং লাইন ছুঁতে তাঁর লেগেছে ২ ঘণ্টা ২২ মিনিট ৫৫ সেকেন্ড। ২ ঘণ্টা ২২ মিনিট ৫৮ সেকেন্ড সময় নিয়ে রুপা জেতেন ইথিওপিয়ার টাইজেস্ট আসেফা। ব্রোঞ্জ জেতা কেনিয়ার হেলেন ওবিরির লেগেছে ২ ঘণ্টা ২৩ মিনিট ১০ সেকেন্ড। 

জন্ম ইথিওপিয়ায় হলেও সিফান প্রতিনিধিত্ব করেছেন নেদারল্যান্ডসের। ম্যারাথন জিতে ৭২ বছরের এক পুরোনো রেকর্ডও স্মরণ করিয়ে দিলেন তিনি। গেমসের কোনো এক সংস্করণে ৫ হাজার মিটার, ১০ মিটার ও ম্যারাথনে পদক জেতা দ্বিতীয় অ্যাথলেট এখন সিফান। ১৯৫২ হেলসিংকি অলিম্পিকে ছেলেদের ইভেন্টে এই কীর্তি গড়েছিলেন চেক দৌড়বিদ এমিল জাতোপেক। 

ফিনিশিং লাইন ছোঁয়ার পরই দুই হাত উপরে তুলে আনন্দে উদ্বেল হয়ে পড়েন সিফান। পরে নেদারল্যান্ডসের পতাকা গায়ে জড়িয়ে বলেন, ‘এটা সহজ ছিল না।’ প্যারিস অলিম্পিকের তিন ক্যাটাগরিতে ট্রেবল জেতার আশা জাগিয়েছিলেন তিনি। ১০ দিনে দৌড়েছেন ৬২ কিলোমিটারের বেশি! তবে তাতেও যে ক্লান্ত হননি, সেটি তো দেখিয়ে দিলেন। অবশ্য অনুশোচনাও রয়েছে তাঁর, ‘৫ হাজার ও ১০ হাজার মিটারে দৌড় নিয়ে অনুশোচনা হচ্ছিল আমার। নিজেকে বলছিলাম, যদি সেটি না করতাম তবে আজ (গতকাল) ভালো অনুভব করতাম। শুরু থেকে শেষটা বেশ কঠিন ছিল। প্রতিটি পদক্ষেপের সময় ভাবছিলাম, কেন এমন করলাম। কী ভুল ছিল আমার?’ 

অলিম্পিকে মেয়েদের ম্যারাথনে আগের সেরা টাইমিং ছিল ইথিওপিয়ার টিকি গেলানার। ২০১২ লন্ডন অলিম্পিকে তিনি সোনা জিতেছিলেন ২ ঘণ্টা ২৩ মিনিট ৭ সেকেন্ড সময় নিয়ে। সিফান ২০২৩ লন্ডন ম্যারাথনে অভিষেকেই জিতেছিলেন সোনা। এরপর শিকাগো ম্যারাথন জিতেছিলেন দ্বিতীয় সেরা ২ ঘণ্টা ১৩ মিনিট ৪৪ সেকেন্ড সময় নিয়ে। এবার প্যারিস অলিম্পিক জয়ের পর বললেন, ‘লন্ডন ম্যারাথনে আমি খুবই আনন্দিত হয়েছিলাম। তবে আজ আরও বেশি খুশি। বিশ্বাস হচ্ছে না আমি অলিম্পিক চ্যাম্পিয়ন! ম্যারাথন অন্য কিছু। যখন আপনি ২ ঘণ্টা ২০ মিনিটে ৪২ কিলোমিটারের বেশি দৌড়াবেন, প্রতিটি পদক্ষেপকে মনে হবে কঠিন ও কষ্টকর। যখন শেষ করলাম, মুহূর্তেই মিলল মুক্তি। এটা অবিশ্বাস্য। এমনকিছু আগে কখনো মনে করিনি।’ 

২০২৪ অলিম্পিক শেষ ঘণ্টা বাজার মধ্যেই ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিক নিয়ে শুরু হয়েছে জল্পনা-কল্পনা। যানজট নিরসনে পরের অলিম্পিককে ব্যক্তিগত গাড়িমুক্ত রাখার চিন্তাভাবনা করছেন আয়োজকেরা। সেটির বাস্তবায়নে দর্শকদের গণপরিবহন ব্যবহারে বাধ্য করা হতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত