নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঈদের ছুটি কাটিয়ে ক্রিকেটাররা আবারও ফিরতে শুরু করেছেন মাঠে। প্রায় দেড় সপ্তাহের বিরতির পর প্রাণচঞ্চল হয়ে উঠেছে মিরপুরে শেরেবাংলা। ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) দলগুলো আগামীকাল থেকে শুরু করবে অনুশীলন। দলের সঙ্গে যোগ দিতে ক্রিকেটাররা ফিরছেন ঢাকায়।
গত দুই দিন মিরপুরের একাডেমি ভবনে দেখা গেছে সাইফ হাসান, নাহিদ রানা, শেখ মেহেদি, শামসুর রহমান শুভ ও রিশাদ হোসেনদের মতো ঢাকার বাইরে থাকা ক্রিকেটারদের। আজ দুপুরে মাঠে গিয়ে দেখা গেছে, মাঠকর্মীরা ব্যস্ত উইকেটের বাড়তি ঘাস কাটায় ও মাঠ প্রস্তুতে।
টেবিলের শীর্ষে থাকা আবাহনী, গাজী গ্রুপ ক্রিকেটার্স, মোহামেডান স্পোর্টিং ক্লাব ও লিজেন্ডস অব রূপগঞ্জসহ শীর্ষ দলগুলো কাল থেকে অনুশীলন শুরু করবে। তবে আনুষ্ঠানিক প্রস্তুতির আগেই কয়েকজন ক্রিকেটার আজ মিরপুরের একাডেমি মাঠে ব্যক্তিগতভাবে ব্যাটিং অনুশীলন করেছেন সিমেন্টের উইকেটে।
সকালে মোহামেডানের অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনকে দেখা গেছে একাডেমি জিমে। ফিটনেস ট্রেইনারের তত্ত্বাবধানে আরও কয়েকজন ক্রিকেটারও অংশ নিয়েছেন ফিটনেস অনুশীলনে।
বিকেলে মিরপুরে সাংবাদিকদের মুখোমুখি হন মোহামেডান স্পোর্টিং ক্লাবের ম্যানেজার সাজ্জাদ আহমেদ শিপন। তামিম ইকবালের অনুপস্থিতি এবং নতুন নেতৃত্ব প্রসঙ্গে তিনি বলেন, ‘চলতি প্রিমিয়ার লিগে তামিম ইকবালের অনুপস্থিতিতে দলের নেতৃত্ব দিয়েছে তাওহীদ হৃদয়। শেষ ম্যাচেও দায়িত্ব পালন করেছে সে। আগামীকাল আমাদের অফিশিয়াল অনুশীলন রয়েছে, সেখান থেকেই মূল সিদ্ধান্ত জানানো হবে।’
তবে হৃদয়ের ওপরই নেতৃত্বের দায়িত্ব বর্তানোর সম্ভাবনা সবচেয়ে বেশি—ইঙ্গিত দিলেন শিপন। তাঁর ভাষায়, ‘হৃদয়ের কাঁধেই নেতৃত্ব আসার সম্ভাবনা বেশি। তবে চূড়ান্ত সিদ্ধান্ত ক্লাব থেকেই নেওয়া হবে। তামিমের জায়গায় এখনো কাউকে নেওয়া হয়নি। সবাই মিলে বসে সিদ্ধান্ত নেওয়া হবে। তামিমের মতো খেলোয়াড়ের জায়গা পূরণ করা সত্যিই কঠিন।’
ঈদের ছুটি কাটিয়ে ক্রিকেটাররা আবারও ফিরতে শুরু করেছেন মাঠে। প্রায় দেড় সপ্তাহের বিরতির পর প্রাণচঞ্চল হয়ে উঠেছে মিরপুরে শেরেবাংলা। ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) দলগুলো আগামীকাল থেকে শুরু করবে অনুশীলন। দলের সঙ্গে যোগ দিতে ক্রিকেটাররা ফিরছেন ঢাকায়।
গত দুই দিন মিরপুরের একাডেমি ভবনে দেখা গেছে সাইফ হাসান, নাহিদ রানা, শেখ মেহেদি, শামসুর রহমান শুভ ও রিশাদ হোসেনদের মতো ঢাকার বাইরে থাকা ক্রিকেটারদের। আজ দুপুরে মাঠে গিয়ে দেখা গেছে, মাঠকর্মীরা ব্যস্ত উইকেটের বাড়তি ঘাস কাটায় ও মাঠ প্রস্তুতে।
টেবিলের শীর্ষে থাকা আবাহনী, গাজী গ্রুপ ক্রিকেটার্স, মোহামেডান স্পোর্টিং ক্লাব ও লিজেন্ডস অব রূপগঞ্জসহ শীর্ষ দলগুলো কাল থেকে অনুশীলন শুরু করবে। তবে আনুষ্ঠানিক প্রস্তুতির আগেই কয়েকজন ক্রিকেটার আজ মিরপুরের একাডেমি মাঠে ব্যক্তিগতভাবে ব্যাটিং অনুশীলন করেছেন সিমেন্টের উইকেটে।
সকালে মোহামেডানের অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনকে দেখা গেছে একাডেমি জিমে। ফিটনেস ট্রেইনারের তত্ত্বাবধানে আরও কয়েকজন ক্রিকেটারও অংশ নিয়েছেন ফিটনেস অনুশীলনে।
বিকেলে মিরপুরে সাংবাদিকদের মুখোমুখি হন মোহামেডান স্পোর্টিং ক্লাবের ম্যানেজার সাজ্জাদ আহমেদ শিপন। তামিম ইকবালের অনুপস্থিতি এবং নতুন নেতৃত্ব প্রসঙ্গে তিনি বলেন, ‘চলতি প্রিমিয়ার লিগে তামিম ইকবালের অনুপস্থিতিতে দলের নেতৃত্ব দিয়েছে তাওহীদ হৃদয়। শেষ ম্যাচেও দায়িত্ব পালন করেছে সে। আগামীকাল আমাদের অফিশিয়াল অনুশীলন রয়েছে, সেখান থেকেই মূল সিদ্ধান্ত জানানো হবে।’
তবে হৃদয়ের ওপরই নেতৃত্বের দায়িত্ব বর্তানোর সম্ভাবনা সবচেয়ে বেশি—ইঙ্গিত দিলেন শিপন। তাঁর ভাষায়, ‘হৃদয়ের কাঁধেই নেতৃত্ব আসার সম্ভাবনা বেশি। তবে চূড়ান্ত সিদ্ধান্ত ক্লাব থেকেই নেওয়া হবে। তামিমের জায়গায় এখনো কাউকে নেওয়া হয়নি। সবাই মিলে বসে সিদ্ধান্ত নেওয়া হবে। তামিমের মতো খেলোয়াড়ের জায়গা পূরণ করা সত্যিই কঠিন।’
বিসিবি সভাপতি হিসেবে ফারুক আহমেদ গত আগস্টে দায়িত্ব নেওয়ার পর আর সব খাতের মতো সংস্কারের ঘোষণা দিয়েছিলেন। প্রায় আট মাস আগে দায়িত্ব নিয়ে তিনি সংবাদমাধ্যমে জানিয়েছিলেন, আগের বোর্ড পরিচালনায় পাওয়া কিছু অসংগতির তদন্তে একটি বেসরকারি নিরীক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে অডিট করাবেন।
১ ঘণ্টা আগেএকের পর এক রেকর্ড গড়েই চলেছেন নিগার সুলতানা জ্যোতিরা। আর তাতে বিশ্বকাপ বাছাইয়ে নতুন উচ্চতায় দল। প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ দলীয় স্কোর, রানের হিসাবে সবচেয়ে বড় জয়ের পর দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়েন মেয়েরা। রেকর্ড গড়ার এই জয়ের ধারা ধরে রেখে
৭ ঘণ্টা আগেস্টেডিয়ামের উন্নয়ন ও সংস্কার প্রকল্পের জন্য এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) কাছ থেকে বাড়তি ২৫ লাখ ডলার (৩০ কোটি ৪০ লাখ টাকা) পাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। মালয়েশিয়ার কুয়ালালামপুরে গত ১২ এপ্রিল হয়েছে এএফসির কংগ্রেস। সেখানে অংশ নিয়েছিলেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল...
৮ ঘণ্টা আগেরিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ নিয়ে যতটা হাইপ—ইন্টার মিলান ঠিক বিপরীত মেরুতে। নিভৃতে যেন বাধা ডিঙিয়ে ডিঙিয়ে ছুটছে সিমোন ইনজাঘির ‘আন্ডাররেটেড মাস্টারপিস’। যারা ২০২৪-২৫ মৌসুমে ইন্টারের খেলা দেখেন তাঁরা হয়তো ইনজাঘির মধ্যে বিশ্বচ্যাম্পিয়ন লিওনেল স্কালোনিরও মাঝে মাঝে সমন্বয়ও খুঁজে পেতে পারেন।
৯ ঘণ্টা আগে