নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ইন্ট্রো-ক্লাব কাপ শুরুর আগে থেকেই হকি অঙ্গনে চলছিল উত্তেজনা। দলবদল নিয়ে সে সময় সংঘর্ষে জড়িয়ে পড়েছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব ও মেরিনার ইয়াং ক্লাব।
টুর্নামেন্ট শুরুর পর মাঠেই মারামারিতে জড়ান মোহামেডান ও পুলিশ এফসির খেলোয়াড়েরা। সেই ঘটনার জেরে এবার ক্লাব কাপ হকি বর্জনের ঘোষণা দিয়েছে মোহামেডান। সাদা-কালোরা সরে দাঁড়ানোয় না খেলেই ফাইনালে উঠে গেল মেরিনার্স।
সেই মারামারির ঘটনায় এক ম্যাচ নিষিদ্ধের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয় মোহামেডান স্ট্রাইকার রাসেল মাহমুদ জিমিকে। যার প্রতিবাদে আজ টুর্নামেন্ট বর্জনের কথা জানায় মোহামেডান।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে মোহামেডানের পক্ষ থেকে বলা হয়, ‘ক্যামেরায় স্পষ্ট দেখা গেছে পুলিশ এফসির খেলোয়াড়রা রেফারির ওপর চড়াও হয়ে আক্রমণ করে। কিন্তু হকি ফেডারেশন পুলিশ এফসিকে বড় কোনো শাস্তি না দিয়ে অন্যায়ভাবে মোহামেডানের অধিনায়ক রাসেল মাহমুদ জিমিকে ১ ম্যাচ সাসপেন্ড ও ৫০০০০ টাকা জরিমানা করে। এ বিষয়ে মোহামেডানের পক্ষ থেকে হকি ফেডারেশনের কাছে চিঠি দেওয়া হয়। হকি ফেডারেশনের পক্ষ থেকে স্পষ্ট ও সঠিক সমাধান না পাওয়ায় মোহামেডানের পক্ষ থেকে ক্লাব কাপ হকি ২০২১ টুর্নামেন্ট বয়কট করা হয়েছে।’
পক্ষপাতমূলক আচরণের নিন্দা জানিয়ে বিবৃতিতে আরও বলা হয়, ‘মোহামেডানের সকল সাপোর্টারদের পক্ষ থেকে হকি ফেডারেশন ও রেফারিদের এমন পক্ষপাতমূলক আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’
ইন্ট্রো-ক্লাব কাপ শুরুর আগে থেকেই হকি অঙ্গনে চলছিল উত্তেজনা। দলবদল নিয়ে সে সময় সংঘর্ষে জড়িয়ে পড়েছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব ও মেরিনার ইয়াং ক্লাব।
টুর্নামেন্ট শুরুর পর মাঠেই মারামারিতে জড়ান মোহামেডান ও পুলিশ এফসির খেলোয়াড়েরা। সেই ঘটনার জেরে এবার ক্লাব কাপ হকি বর্জনের ঘোষণা দিয়েছে মোহামেডান। সাদা-কালোরা সরে দাঁড়ানোয় না খেলেই ফাইনালে উঠে গেল মেরিনার্স।
সেই মারামারির ঘটনায় এক ম্যাচ নিষিদ্ধের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয় মোহামেডান স্ট্রাইকার রাসেল মাহমুদ জিমিকে। যার প্রতিবাদে আজ টুর্নামেন্ট বর্জনের কথা জানায় মোহামেডান।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে মোহামেডানের পক্ষ থেকে বলা হয়, ‘ক্যামেরায় স্পষ্ট দেখা গেছে পুলিশ এফসির খেলোয়াড়রা রেফারির ওপর চড়াও হয়ে আক্রমণ করে। কিন্তু হকি ফেডারেশন পুলিশ এফসিকে বড় কোনো শাস্তি না দিয়ে অন্যায়ভাবে মোহামেডানের অধিনায়ক রাসেল মাহমুদ জিমিকে ১ ম্যাচ সাসপেন্ড ও ৫০০০০ টাকা জরিমানা করে। এ বিষয়ে মোহামেডানের পক্ষ থেকে হকি ফেডারেশনের কাছে চিঠি দেওয়া হয়। হকি ফেডারেশনের পক্ষ থেকে স্পষ্ট ও সঠিক সমাধান না পাওয়ায় মোহামেডানের পক্ষ থেকে ক্লাব কাপ হকি ২০২১ টুর্নামেন্ট বয়কট করা হয়েছে।’
পক্ষপাতমূলক আচরণের নিন্দা জানিয়ে বিবৃতিতে আরও বলা হয়, ‘মোহামেডানের সকল সাপোর্টারদের পক্ষ থেকে হকি ফেডারেশন ও রেফারিদের এমন পক্ষপাতমূলক আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’
হচ্ছে হচ্ছে করে এখনো হয়নি। কবে হবে, বলতে পারছে না বাফুফে। তারা বলছে, আজ-কালও হামজা চৌধুরীকে নিয়ে সবুজ সংকেত দিতে পারে ফিফা। আবার এক মাস পরও এমনটি হতে পারে। তবে সর্বশেষ খবর, এখনো ফিফার টেবিলে পড়ে আছে হামজার ফাইল।
৪ মিনিট আগেঅফ স্টাম্পের কিছুটা বাইরে পিচ করেছিল বল। ভেতরে ঢুকে মুখে লাইনে না গিয়েই খেলতে গেলেন ক্রেইগ ব্র্যাথওয়েট। ব্যাটকে ফাঁকি দিয়ে তাসকিনের সেই বল লাগল ব্যাটারের প্যাডে।
১০ ঘণ্টা আগেপ্রথম সেশন বেশ ভালো কাটল বাংলাদেশের। মধ্যাহ্নভোজের আগে নিয়েছে ২ উইকেট। দুটি উইকেটই নিয়েছেন পেসার তাসকিন আহমেদ।
১২ ঘণ্টা আগেপেপ গার্দিওলাকে প্রধান কোচের দায়িত্ব দিতে চেয়েছিল ইংল্যান্ড। কদিন আগে রোনালদো নাজারিও জানিয়েছিলেন, ব্রাজিল ফুটবল ফেডারেশনের আগামী নির্বাচনে সভাপতি হলে সেলেসাওদের জন্য নিয়ে আসবেন স্প্যানিশ কোচকে। তবে আপাতত কোথাও যাচ্ছেন না গার্দিওলা। থাকছেন ইংলিশ প্রিমিয়ার লিগেই।
১২ ঘণ্টা আগে