Ajker Patrika

গ্র্যান্ড স্লাম জয়ের চেয়েও বড় সুখবর নাদালের

ক্রীড়া ডেস্ক
আপডেট : ১৫ জুন ২০২২, ২২: ২২
গ্র্যান্ড স্লাম জয়ের চেয়েও বড় সুখবর নাদালের

পয়মন্ত রোলাঁ গারোয় কদিন আগেই নিজের ১৪ তম ফ্রেঞ্চ ওপেন ও ২২ তম গ্র্যান্ড স্লাম জিতেছেন রাফায়েল নাদাল। প্যারিসের প্রতীক আইফেল টাওয়ারে স্ত্রী জিসকা পেরেল্লোর হাতে শিরোপা তুলে দিয়ে ফ্রেমবন্দীও হয়েছেন।

এবার নাদালকে জীবনের সবচেয়ে বড় উপহার দিতে যাচ্ছেন জিসকা। প্রথমবার বাবা হতে যাচ্ছেন ৩৬ বছর বয়সী টেনিস নক্ষত্র। স্পেনের ম্যাগাজিন হোলা তেমনি বার্তা দিয়েছে। 

স্ত্রী জিসকা ও বন্ধুদের নিয়ে এখন মায়োর্কায় ছুটি কাটাচ্ছেন নাদাল। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের সঙ্গে ছবি পোস্ট করেছেন তিনি। সেখানে জিসকাকে ঢিলেঢালা পোশাকে দেখতে পাওয়ায় গুঞ্জন উঠেছে তিনি মা হতে চলেছেন। 

হোলা তাদের প্রতিবেদনে লিখেছে, ‘প্যারিসের ফাইনালে (চ্যাম্পিয়নস লিগে রিয়াল-লিভারপুল মহারণ) জিসকা আরামদায়ক পোশাক পরেছিলেন। এবার তিনি ঢিলেঢালা পোশাকে মাতৃত্বের ইঙ্গিত দিয়েছেন।’ 

সম্প্রতি নাদালের স্ত্রীকে ঢিলেঢালা পোশাকে দেখা গেছে। নাদাল ও জিসকা ১৪ বছর চুটিয়ে প্রেম করার পর ২০১৯ সালের অক্টোবরে বিয়ে করেন। ২০১৭ সালে নাদাল বলেছিলেন, ‘আমার পরিবার গঠনের ইচ্ছে আছে। শিশুদের আমি ভালোবাসি। আমার সন্তানেরা তাই করবে, যা তারা করতে চাইবে।’

তবে নাদাল বাবা হওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন খেলোয়াড়ি জীবনকে বিদায় বলার পর। এর আগেই অবশ্য ঘর আলোকিত করতে আসছে নতুন সদস্য। 

লাল দুর্গের রাজা নাদাল কদিন পরেই উইম্বলডনের প্রস্তুতি শুরু করবেন। তবে লন্ডনের সবুজ গালিচায় তাঁর খেলা নিয়ে সন্দেহ আছে। পায়ের চোটকে সঙ্গী করে ফ্রেঞ্চ ওপেন জেতা নাদাল পুরোপুরি সেরে উঠতে চাইলে নিতে হবে ইনজেকশন। সেটি করলে তাঁর পা অবশ হয়ে থাকতে পারে। সে কারণেই নাদাল বলেছিলেন, ‘শরীর ভালো থাকলে উইম্বলডনে খেলব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

পাগল বেশে রাস্তায় মেয়েদের উত্ত্যক্ত করা কন্টেন্ট ক্রিয়েটর সম্পর্কে যা জানা গেল

হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা

প্রধান উপদেষ্টার নতুন বিশেষ সহকারী কে এই আনিসুজ্জামান চৌধুরী

সেনাবাহিনীর ভূমিকা নিয়ে জাতিসংঘের ফলকার তুর্কের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল আইএসপিআর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত