নাজিম আল শমষের, ঢাকা
বেলা ৩টায় শুরু হবে আন্তর্জাতিক রেটিং দাবার অষ্টম রাউন্ড। দুই মেয়েকে নিয়ে বেশ তাড়াহুড়ো করে দাবা ফেডারেশনে এলেন মা তাসলিমা খাতুন। দুই জাতীয় চ্যাম্পিয়ন মেয়েকে নিয়ে তাঁর এই ব্যস্ততা যেন মধুর যন্ত্রণার।
তাসলিমার দুই কন্যা ওয়ালিজা আহমেদ ও ওয়াদিফা আহমেদ বাংলাদেশের দাবায় বিরল এক ইতিহাস গড়েছেন। দুজনেই অনূর্ধ্ব-২০ জাতীয় জুনিয়র দাবার নারী বিভাগে চ্যাম্পিয়ন। সেটিও টানা দুই বছর। ২০২২ সালে ওয়ালিজা জুনিয়র দাবায় মেয়েদের সেরা হয়েছিলেন। বড় বোনের দেখানো পথে পরের বছর ৪১তম জাতীয় দাবায় চ্যাম্পিয়ন হয়েছেন ওয়াদিফা। ৯ ম্যাচে ৮.৫ পয়েন্টে অপরাজিত চ্যাম্পিয়ন তিনি।
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী ওয়ালিজা বাংলাদেশের দাবায় বেশ পরিচিত মুখ। ২০১৬ সালে দাবা শুরু করে ২০১৮ সালে মহিলা ক্যান্ডিডেট মাস্টারের খেতাবও পেয়ে গেছেন। ওয়াদিফাও রেটিংধারী খেলোয়াড়। গত বছর এশিয়ান জোনাল চ্যাম্পিয়নশিপে পেয়েছেন মহিলা ফিদে মাস্টারের খেতাব এবং সেটি নিজের বড় বোনকেই হারিয়ে!
ওয়ালিজা-ওয়াদিফার দাবাপ্রীতি জড়িয়ে আছে রক্তেই। বাবা মইনউদ্দিন আহমেদ ১৯৯০ সালে খেলেছেন জাতীয় দাবায়। দাদাও দাবা খেলতেন। পরের বছর জীবিকার টানে চলে যান ইতালিতে। দুই বোনের জন্ম ইতালির মিলানে। ২০১৫ সালে দুই মেয়েকে নিয়ে দেশে ফেরেন তাসলিমা। দাবা নিয়ে বাবা-মেয়েদের সঙ্গে যোগাযোগ হয় অনলাইনে। গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীবের ছাত্রী দুজনেই। ছোট বোনের দাবারও দেখভাল করেন ওয়ালিজা। বড় বোনকে ক্যারিয়ারে একবারই হারাতে পেরেছেন ইস্পাহানী গার্লস স্কুলের নবম শ্রেণির ছাত্রী ওয়াদিফা। ছোট বোনকে নিয়ে মজার একটা কাহিনিও শোনালেন ওয়ালিজা, ‘সাফ জুনিয়র চ্যাম্পিয়নশিপে আমরা একে অপরের মুখোমুখি। ওয়াদিফা তখন নতুন খেলছে। হারের অবস্থা দেখে এক ঘণ্টার জন্য গায়েব হয়ে গেল। ওয়াশরুমে গিয়ে কেঁদেকেটে একাকার। মা ওকে বুঝিয়ে-শুনিয়ে পরে টেবিলে আনেন। এই এক ঘণ্টা ওর জন্য টেবিলে বসে অপেক্ষায়।’
প্রতিযোগিতামূলক দাবায় এখন প্রায়ই মুখোমুখি হন দুই বোন। বেশির ভাগ ম্যাচই হয় ড্র। বড় বোনকে একবার হারিয়েই মহিলা ফিদে মাস্টারের খেতাব ওয়াদিফার। বোনকে হারাতে কেমন লাগে সেই প্রশ্নে তাঁর হাস্যোজ্জ্বল জবাব, ‘খুব ভালো লেগেছিল। ওই ম্যাচটা জিতেই আমি ফিদে মাস্টার নর্ম পেয়েছিলাম।’
ওয়ালিজা ও ওয়াদিফা দুজনেই বাংলাদেশ নৌবাহিনীর সঙ্গে চুক্তিতে আছেন। তাঁদের স্বপ্ন গ্র্যান্ডমাস্টার হওয়া। আগামী বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা ওয়ালিজার। পড়াশোনার চাপের মধ্যে ফাঁক পেলেই দাবা নিয়ে ভাবতে ভালোবাসেন তিনি। ওয়াদিফারও স্বপ্ন গ্র্যান্ডমাস্টার হওয়া। তবে পাঁচজনে আটকে থাকা বাংলাদেশের গ্র্যান্ডমাস্টারের তালিকা নিয়ে তাঁর ভাবনা, ‘বাংলাদেশের পাইপলাইনটা আরও বড় হওয়া জরুরি। বেশি বেশি জিএম টুর্নামেন্টও হতে হবে। দেশে ১০ জন আন্তর্জাতিক মাস্টার থাকলে অন্তত দুজন গ্র্যান্ডমাস্টার তো হওয়া সম্ভব!’
বেলা ৩টায় শুরু হবে আন্তর্জাতিক রেটিং দাবার অষ্টম রাউন্ড। দুই মেয়েকে নিয়ে বেশ তাড়াহুড়ো করে দাবা ফেডারেশনে এলেন মা তাসলিমা খাতুন। দুই জাতীয় চ্যাম্পিয়ন মেয়েকে নিয়ে তাঁর এই ব্যস্ততা যেন মধুর যন্ত্রণার।
তাসলিমার দুই কন্যা ওয়ালিজা আহমেদ ও ওয়াদিফা আহমেদ বাংলাদেশের দাবায় বিরল এক ইতিহাস গড়েছেন। দুজনেই অনূর্ধ্ব-২০ জাতীয় জুনিয়র দাবার নারী বিভাগে চ্যাম্পিয়ন। সেটিও টানা দুই বছর। ২০২২ সালে ওয়ালিজা জুনিয়র দাবায় মেয়েদের সেরা হয়েছিলেন। বড় বোনের দেখানো পথে পরের বছর ৪১তম জাতীয় দাবায় চ্যাম্পিয়ন হয়েছেন ওয়াদিফা। ৯ ম্যাচে ৮.৫ পয়েন্টে অপরাজিত চ্যাম্পিয়ন তিনি।
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী ওয়ালিজা বাংলাদেশের দাবায় বেশ পরিচিত মুখ। ২০১৬ সালে দাবা শুরু করে ২০১৮ সালে মহিলা ক্যান্ডিডেট মাস্টারের খেতাবও পেয়ে গেছেন। ওয়াদিফাও রেটিংধারী খেলোয়াড়। গত বছর এশিয়ান জোনাল চ্যাম্পিয়নশিপে পেয়েছেন মহিলা ফিদে মাস্টারের খেতাব এবং সেটি নিজের বড় বোনকেই হারিয়ে!
ওয়ালিজা-ওয়াদিফার দাবাপ্রীতি জড়িয়ে আছে রক্তেই। বাবা মইনউদ্দিন আহমেদ ১৯৯০ সালে খেলেছেন জাতীয় দাবায়। দাদাও দাবা খেলতেন। পরের বছর জীবিকার টানে চলে যান ইতালিতে। দুই বোনের জন্ম ইতালির মিলানে। ২০১৫ সালে দুই মেয়েকে নিয়ে দেশে ফেরেন তাসলিমা। দাবা নিয়ে বাবা-মেয়েদের সঙ্গে যোগাযোগ হয় অনলাইনে। গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীবের ছাত্রী দুজনেই। ছোট বোনের দাবারও দেখভাল করেন ওয়ালিজা। বড় বোনকে ক্যারিয়ারে একবারই হারাতে পেরেছেন ইস্পাহানী গার্লস স্কুলের নবম শ্রেণির ছাত্রী ওয়াদিফা। ছোট বোনকে নিয়ে মজার একটা কাহিনিও শোনালেন ওয়ালিজা, ‘সাফ জুনিয়র চ্যাম্পিয়নশিপে আমরা একে অপরের মুখোমুখি। ওয়াদিফা তখন নতুন খেলছে। হারের অবস্থা দেখে এক ঘণ্টার জন্য গায়েব হয়ে গেল। ওয়াশরুমে গিয়ে কেঁদেকেটে একাকার। মা ওকে বুঝিয়ে-শুনিয়ে পরে টেবিলে আনেন। এই এক ঘণ্টা ওর জন্য টেবিলে বসে অপেক্ষায়।’
প্রতিযোগিতামূলক দাবায় এখন প্রায়ই মুখোমুখি হন দুই বোন। বেশির ভাগ ম্যাচই হয় ড্র। বড় বোনকে একবার হারিয়েই মহিলা ফিদে মাস্টারের খেতাব ওয়াদিফার। বোনকে হারাতে কেমন লাগে সেই প্রশ্নে তাঁর হাস্যোজ্জ্বল জবাব, ‘খুব ভালো লেগেছিল। ওই ম্যাচটা জিতেই আমি ফিদে মাস্টার নর্ম পেয়েছিলাম।’
ওয়ালিজা ও ওয়াদিফা দুজনেই বাংলাদেশ নৌবাহিনীর সঙ্গে চুক্তিতে আছেন। তাঁদের স্বপ্ন গ্র্যান্ডমাস্টার হওয়া। আগামী বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা ওয়ালিজার। পড়াশোনার চাপের মধ্যে ফাঁক পেলেই দাবা নিয়ে ভাবতে ভালোবাসেন তিনি। ওয়াদিফারও স্বপ্ন গ্র্যান্ডমাস্টার হওয়া। তবে পাঁচজনে আটকে থাকা বাংলাদেশের গ্র্যান্ডমাস্টারের তালিকা নিয়ে তাঁর ভাবনা, ‘বাংলাদেশের পাইপলাইনটা আরও বড় হওয়া জরুরি। বেশি বেশি জিএম টুর্নামেন্টও হতে হবে। দেশে ১০ জন আন্তর্জাতিক মাস্টার থাকলে অন্তত দুজন গ্র্যান্ডমাস্টার তো হওয়া সম্ভব!’
সব সময় যে আক্রমণভাগের খেলোয়াড়েরা ম্যাচ জেতালেন তেমনটা নয়। দলের প্রয়োজনে ডিফেন্ডাররাও হতে পারেন ‘কান্ডারি’। আজ প্রিমিয়ার লিগে যেমন রহমতগঞ্জের বিপক্ষে সেই ভূমিকায় আবাহনীর শাকিল হোসেন। মুন্সিগঞ্জে তাঁর গোলেই গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠে ছেড়েছে মারুফুল হকের শিষ্যরা।
৯ মিনিট আগেএর চেয়ে ভালো একটা দিন আর কী হতে পারত মনফিলস-সভিতোলিনা দম্পতির জন্য! অস্ট্রেলিয়ান ওপেন আজ দুজনেই জিতেছেন। আর তাঁদের জেতাটা চলতি টুর্নামেন্টের বড় দুটি অঘটনও!
২ ঘণ্টা আগেজসপ্রীত বুমরা, মোহাম্মদ শামি ও হার্দিক পান্ডিয়াকে রেখেই আজ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে ভারত। এই তিন ক্রিকেটার একই সঙ্গে ভারতীয় ওয়ানডে দলে সবশেষ খেলেছিলেন ঘরের মাঠে ২০২৩ বিশ্বকাপে।
৩ ঘণ্টা আগেঅনেক দিন ধরেই জাতীয় দলের বাইরে জামাল ভূঁইয়া। প্রিমিয়ার লিগে পাননি কোনো দলও। শেষ পর্যন্ত ডেনমার্কেই ফিরে যান। সেখানে লম্বা সময় ছুটির আমেজে থাকলেও অনুশীলন ছাড়েননি জামাল, ‘এত দিন আমি ডেনমার্কে ছিলাম, ওখানে স্থানীয় পর্যায়ে খেলেছি ক্লাবে অনুশীলন করেছি।’
৩ ঘণ্টা আগে