পুনের প্রথম দিনের সৌন্দর্য সুন্দর

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৪, ১৮: ০৩

পুনে টেস্টের প্রথম দিন পানসে কাটল নিউজিল্যান্ডের। দুই ফিফটিতে প্রথম ইনিংসে ২৫৯ রানে গুটিয়ে গেছে সফরকারীরা। সব উইকেটই নিয়েছেন ভারতের দুই স্পিনার—ওয়াশিংটন সুন্দর ও রবিচন্দ্রন অশ্বিন। দিন পার করার আগে ভারত করেছে ১ উইকেটে ১৬ রান। 

আজ পুরো দিনে পড়েছে ১১ উইকেট। তার ৭টিই পেয়েছেন অফ স্পিনার সুন্দর। কিউইদের প্রথম তিন উইকেট গেছে অশ্বিনের ঝুলিতে। বাকি সব সুন্দরের। তার জন্য ২৩.১ ওভার হাত ঘুরিয়ে দিতে হয়েছে ৫৯ রান। প্রায় সাড়ে তিন বছর পর টেস্ট খেলতে নেমেই করলেন ক্যারিয়ারসেরা বোলিং। পেলেন প্রথমবারের মতন ৫ উইকেটের দেখা। 

সিরিজের প্রথম টেস্টে হারা ভারত দুই পরিবর্তন নিয়ে একাদশ সাজিয়েছে পুনে টেস্টে। স্পিনার কুলদীপ যাদবের পরিবর্তে সুযোগ পেয়েছেন সুন্দর। আর লোকেশ রাহুলের পরিবর্তে ঢুকেছেন শুবমান গিল। পাওয়া সুযোগ কাজে লাগাতে বেশি সময় নেননি সুন্দর। মধ্যাহ্নভোজ থেকে ফিরেই শুরু করেন উইকেট গণনা। 

টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা বেশ ভালোই করেছিল নিউজিল্যান্ড। প্রথম সেশনে ২ উইকেট হারালেও ওপেনার ডেভন কনওয়ের (৭৬) সঙ্গে তৃতীয় উইকেটে ৬২ ও চতুর্থ উইকেটে ড্যারিল মিচেলের (১৮) সঙ্গে ৫৯ রানের জুটি গড়ে দলকে বেশ ভালোভাবেই এগিয়ে নিচ্ছিলেন বেঙ্গালুরু টেস্টে ম্যাচসেরা রাচিন রবীন্দ্র (৬৫)। তবে সুন্দর তাঁদের বেশি দূর বাড়তে দেননি। আরও ভয়ংকররূপে ফিরে আসেন চা পানের পর। 

মিডলঅর্ডারদের প্রতিরোধ ভাঙতেই মিচেল স্যান্টনার (৩৩) ছাড়া কিউইদের লেজের ব্যাটারদের কেউ আর সেভাবে দাঁড়াতে পারেননি সুন্দরের সৌন্দর্যের সামনে। সফরকারীদের হয়ে যা একটু লড়াই করেছেন কনওয়ে ও রবীন্দ্র। সারা দিনের ৯০.১ ওভারের মধ্যে দিন শেষের আগে ভারত খেলেছে ১১ ওভার। তার মধ্যে আফসোস বলতে ইনিংসের তৃতীয় ওভারের শেষ বলে রোহিত শর্মার শূন্য হাতে ফেরা। বোল্ড করে ভারত অধিনায়ককে আবারও হতাশা উপহার দিয়েছেন পেসার টিম সাউদি। আগামীকাল ব্যাটিংয়ে দ্বিতীয় দিন শুরু করবেন ওপেনার যশস্বী জয়সওয়াল (৬) ও গিল (১০)।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত