নিজস্ব প্রতিবেদক, ঢাকা
তাঁরা কেউই বাঙালি নন। পেশার খাতিরে থাকেন বাংলাদেশে। তবে বাংলাদেশে থাকার সুবাদে এখানকার কৃষ্টি-সংস্কৃতির প্রতি আলাদা টান সৃষ্টি হয়েছে তাঁদের। আজ বিদেশি কোচেরা সেটিই ফুটিয়ে তুলেছেন বিএসপিএ ক্রীড়া পুরস্কারের অনুষ্ঠানে।
রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বসেছিল ক্রীড়াঙ্গনের মিলনমেলা। অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। ক্রিকেটের স্বনামধন্য কোচ নাজমুল আবেদীন গাইলেন, ‘তুমি যে আমার কবিতা, আমারও বাঁশির রাগিণী।’ বিসিবির মিডিয়া বিভাগের প্রধান তানভীর আহমেদ শোনালেন আইয়ুব বাচ্চুর জনপ্রিয় গান ‘সেই তুমি কেন এত অচেনা হলে’। তবে দর্শকদের সবচেয়ে বেশি বিনোদন দিলেন বিদেশি তিন কোচ।
সাইফ স্পোর্টিংয়ের আর্জেন্টাইন কোচ আন্দ্রেস ক্রুসিয়ানি সাজলেন বাংলার লাঠিয়াল। মুক্তিযোদ্ধার কোচ রাজা ইসা হলেন বাউল। আর লুঙ্গি, মাথায় মাথাল পরে আর্চারির জার্মান কোচ মার্টিন ফ্রেডরিখকে হলেন কৃষক। বাঙালিয়ানা সাজে করলেন ‘ক্যাট ওয়াক’। তিন বিদেশির এই সাজে শিষ বাজিয়ে উৎসাহ জোগালেন উপস্থিত শত শত দর্শক।
বাংলার বাউল পোশাক পরতে সমস্যা হয়নি?-প্রশ্ন শুনে ‘না, একদমই না’ বলে প্রাণ খুলে হাসলেন মালয়েশিয়ান রাজা ইসা। বললেন, ‘পোশাকটা খারাপ না। আরাম আছে।’
আর্চারি কোচ মার্টিন ফ্রেডরিখ দিলেন অবাক হওয়ার মতো, ‘আমার বাসায় তিনটি লুঙ্গি আছে। বাসায় গিয়েই বাইরের পোশাক ছেড়ে লুঙ্গি পরি।’ মঞ্চে লুঙি পরে হাঁটতে সমস্যা হয়েছে কি না জিজ্ঞেস করতেই হেসে গামছা দেখিয়ে বললেন, ‘কোমরে গামছা বেঁধে নিয়েছিলাম। বেল্টের কাজ দিয়েছে (হা হা হা) !’
তাঁরা কেউই বাঙালি নন। পেশার খাতিরে থাকেন বাংলাদেশে। তবে বাংলাদেশে থাকার সুবাদে এখানকার কৃষ্টি-সংস্কৃতির প্রতি আলাদা টান সৃষ্টি হয়েছে তাঁদের। আজ বিদেশি কোচেরা সেটিই ফুটিয়ে তুলেছেন বিএসপিএ ক্রীড়া পুরস্কারের অনুষ্ঠানে।
রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বসেছিল ক্রীড়াঙ্গনের মিলনমেলা। অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। ক্রিকেটের স্বনামধন্য কোচ নাজমুল আবেদীন গাইলেন, ‘তুমি যে আমার কবিতা, আমারও বাঁশির রাগিণী।’ বিসিবির মিডিয়া বিভাগের প্রধান তানভীর আহমেদ শোনালেন আইয়ুব বাচ্চুর জনপ্রিয় গান ‘সেই তুমি কেন এত অচেনা হলে’। তবে দর্শকদের সবচেয়ে বেশি বিনোদন দিলেন বিদেশি তিন কোচ।
সাইফ স্পোর্টিংয়ের আর্জেন্টাইন কোচ আন্দ্রেস ক্রুসিয়ানি সাজলেন বাংলার লাঠিয়াল। মুক্তিযোদ্ধার কোচ রাজা ইসা হলেন বাউল। আর লুঙ্গি, মাথায় মাথাল পরে আর্চারির জার্মান কোচ মার্টিন ফ্রেডরিখকে হলেন কৃষক। বাঙালিয়ানা সাজে করলেন ‘ক্যাট ওয়াক’। তিন বিদেশির এই সাজে শিষ বাজিয়ে উৎসাহ জোগালেন উপস্থিত শত শত দর্শক।
বাংলার বাউল পোশাক পরতে সমস্যা হয়নি?-প্রশ্ন শুনে ‘না, একদমই না’ বলে প্রাণ খুলে হাসলেন মালয়েশিয়ান রাজা ইসা। বললেন, ‘পোশাকটা খারাপ না। আরাম আছে।’
আর্চারি কোচ মার্টিন ফ্রেডরিখ দিলেন অবাক হওয়ার মতো, ‘আমার বাসায় তিনটি লুঙ্গি আছে। বাসায় গিয়েই বাইরের পোশাক ছেড়ে লুঙ্গি পরি।’ মঞ্চে লুঙি পরে হাঁটতে সমস্যা হয়েছে কি না জিজ্ঞেস করতেই হেসে গামছা দেখিয়ে বললেন, ‘কোমরে গামছা বেঁধে নিয়েছিলাম। বেল্টের কাজ দিয়েছে (হা হা হা) !’
অফ স্টাম্পের কিছুটা বাইরে পিচ করেছিল বল। ভেতরে ঢুকে মুখে লাইনে না গিয়েই খেলতে গেলেন ক্রেইগ ব্র্যাথওয়েট। ব্যাটকে ফাঁকি দিয়ে তাসকিনের সেই বল লাগল ব্যাটারের প্যাডে।
২ ঘণ্টা আগেপ্রথম সেশন বেশ ভালো কাটল বাংলাদেশের। মধ্যাহ্নভোজের আগে নিয়েছে ২ উইকেট। দুটি উইকেটই নিয়েছেন পেসার তাসকিন আহমেদ।
৪ ঘণ্টা আগেপেপ গার্দিওলাকে প্রধান কোচের দায়িত্ব দিতে চেয়েছিল ইংল্যান্ড। কদিন আগে রোনালদো নাজারিও জানিয়েছিলেন, ব্রাজিল ফুটবল ফেডারেশনের আগামী নির্বাচনে সভাপতি হলে সেলেসাওদের জন্য নিয়ে আসবেন স্প্যানিশ কোচকে। তবে আপাতত কোথাও যাচ্ছেন না গার্দিওলা। থাকছেন ইংলিশ প্রিমিয়ার লিগেই।
৫ ঘণ্টা আগেউয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে পেল গতবারের চ্যাম্পিয়ন স্পেন। মুখোমুখি হবে চারবারের দুই বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি-জার্মানি।
৫ ঘণ্টা আগে