৮ বছর যেতেই ১০ কোটি টাকার ফ্ল্যাডলাইটে ত্রুটি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image
১০ কোটি টাকার ফ্ল্যাডলাইটে ধরা পড়েছে ত্রুটি। ছবি: সংগৃহীত

২০১৬ সালের আগস্টের দিকে মওলানা ভাসানী স্টেডিয়ামে ফ্লাডলাইট স্থাপনে ১০ কোটি ১৬ লাখ টাকা বরাদ্দ দিয়েছিল অর্থ মন্ত্রণালয়। কিন্তু আট বছরেই সেই ফ্লাডলাইটে ত্রুটি ধরা পড়েছে। আর ফ্লাডলাইটে ত্রুটির কারণে আজ শুরু হওয়া বিজয় দিবস হকি টুর্নামেন্টের ম্যাচগুলো দিবারাত্রিতে আয়োজন করতে পারছে না ফেডারেশন।

ফেডারেশনের আশা ছিল, সাত মাস পর টার্ফে ফেরা হকির এ প্রতিযোগিতা দিনে ও রাতে আয়োজন করবে; কিন্তু সেটা আর হচ্ছে না। এ বিষয়ে বাংলাদেশ হকি ফেডারেশনের অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক লে. কর্নেল রিয়াজুল হাসান (অব.) সংবাদমাধ্যমকে বলেন, ‘আমাদের পরিকল্পনা ছিল এই টুর্নামেন্ট দিনে ও রাতে করব। সেভাবেই খেলার সূচি তৈরি করেছিলাম। এখন দেখবেন, সূচির ওপরে লেখা আছে সংশোধিত। দিন ও রাতে খেলা আয়োজন করতে পারছি না। ফ্লাডলাইটের কিছু বাল্ব ও লাইনে সমস্যা হয়েছে। অল্প সময়ের মধ্যে এটা ঠিক করা সম্ভব নয়। তাই সব ম্যাচ দিনে নিয়ে এসেছি। রাতে ফ্লাডলাইটে খেলা হলে আকর্ষণ বাড়ে। অনেক দিন হকির মাঠে কোনো আকর্ষণ নেই। ওই আকর্ষণ তৈরিতেই চেষ্টা করেছিলাম ফ্লাডলাইটে খেলা চালাতে।’

কবে নাগাদ ফ্লাডলাইট চালু হতে পারে—এ প্রশ্নে সাধারণ সম্পাদক বলেন, ‘ক্রীড়া পরিষদের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা চেষ্টা করবে বড় কোনো সমস্যা না থাকলে জানুয়ারির মধ্যেই ঠিক করতে।’

বিজয় দিবস হকিতে ছয় দল দুই ভাগে টুর্নামেন্টে অংশ নেবে। দুই গ্রুপের দুই শীর্ষ দল সেমিফাইনালে উঠবে। ৩০ ডিসেম্বর হবে টুর্নামেন্টের ফাইনাল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত