নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কাজাখস্তানে ৬০ মিটার স্প্রিন্টে গত বছর সোনা জিতে এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসে বাংলাদেশকে প্রথম পদক এনে দিয়েছিলেন ইমরানুর রহমান। বছর না ঘুরতেই এই এশিয়ান ইনডোর থেকে বাংলাদেশকে দ্বিতীয় পদক এনে দিলেন জহির রায়হান। দৌড়ের ৪০০ মিটারে ৪৮.১০ সেকেন্ড সময় নিয়ে আজ রুপা জিতেছেন জহির।
জহির জিততে পারতেন সোনাও। ইরানের সাজ্জাদ আঘাইয়ের সঙ্গে শেষ পর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে বাংলাদেশি স্প্রিন্টারের। একটা সময় পর্যন্ত এগিয়েই ছিলেন জহির, সাজ্জাদ এগিয়ে যেন শেষ সময়ে গিয়ে। শেষ পর্যন্ত জহিরের চেয়ে ১৫ মাইক্রো সেকেন্ড কম নিয়ে ৪৭.৯৫ সেকেন্ডে সোনা জিতেছেন স্বাগতিক স্প্রিন্টার।
এশিয়ান ইনডোরে আগামীকাল আরেকটি পদক জেতার সুযোগ রয়েছে বাংলাদেশের। যার হাত ধরে গতবার সোনা জিতেছিল বাংলাদেশ, সেই ইমরান আবারও উঠেছেন ৬০ মিটারের ফাইনালে। ৬০ মিটার স্প্রিন্টের সেমিফাইনালের আজ প্রথম হিটে ৬.৬০ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হয়ে ফাইনাল নিশ্চিত করেন ইমরান। এর আগে বাছাইপর্বের তৃতীয় হিটে ৬.৬২ সেকেন্ড সময় নিয়ে সেমিতে উঠেছিলেন বাংলাদেশের দ্রুতমানব। আগামীকাল বাংলাদেশ সময় রাত ৮.৫৫ মিনিটে সোনা ধরে রাখার লড়াইয়ে ট্র্যাকে নামবেন ইমরান।
এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসে আজ বাংলাদেশের শুরুটা হয়েছিল দ্রুততম মানবী শিরিন আক্তারের ১৩ তম হওয়ার খবরে। শিরিন না পারলেও এশিয়ান ইনডোরে গতকাল বাংলাদেশের শেষটা হয়েছে একটি পদকের সুসংবাদ আর আরেক পদকের সম্ভাবনা নিয়ে।
কাজাখস্তানে ৬০ মিটার স্প্রিন্টে গত বছর সোনা জিতে এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসে বাংলাদেশকে প্রথম পদক এনে দিয়েছিলেন ইমরানুর রহমান। বছর না ঘুরতেই এই এশিয়ান ইনডোর থেকে বাংলাদেশকে দ্বিতীয় পদক এনে দিলেন জহির রায়হান। দৌড়ের ৪০০ মিটারে ৪৮.১০ সেকেন্ড সময় নিয়ে আজ রুপা জিতেছেন জহির।
জহির জিততে পারতেন সোনাও। ইরানের সাজ্জাদ আঘাইয়ের সঙ্গে শেষ পর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে বাংলাদেশি স্প্রিন্টারের। একটা সময় পর্যন্ত এগিয়েই ছিলেন জহির, সাজ্জাদ এগিয়ে যেন শেষ সময়ে গিয়ে। শেষ পর্যন্ত জহিরের চেয়ে ১৫ মাইক্রো সেকেন্ড কম নিয়ে ৪৭.৯৫ সেকেন্ডে সোনা জিতেছেন স্বাগতিক স্প্রিন্টার।
এশিয়ান ইনডোরে আগামীকাল আরেকটি পদক জেতার সুযোগ রয়েছে বাংলাদেশের। যার হাত ধরে গতবার সোনা জিতেছিল বাংলাদেশ, সেই ইমরান আবারও উঠেছেন ৬০ মিটারের ফাইনালে। ৬০ মিটার স্প্রিন্টের সেমিফাইনালের আজ প্রথম হিটে ৬.৬০ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হয়ে ফাইনাল নিশ্চিত করেন ইমরান। এর আগে বাছাইপর্বের তৃতীয় হিটে ৬.৬২ সেকেন্ড সময় নিয়ে সেমিতে উঠেছিলেন বাংলাদেশের দ্রুতমানব। আগামীকাল বাংলাদেশ সময় রাত ৮.৫৫ মিনিটে সোনা ধরে রাখার লড়াইয়ে ট্র্যাকে নামবেন ইমরান।
এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসে আজ বাংলাদেশের শুরুটা হয়েছিল দ্রুততম মানবী শিরিন আক্তারের ১৩ তম হওয়ার খবরে। শিরিন না পারলেও এশিয়ান ইনডোরে গতকাল বাংলাদেশের শেষটা হয়েছে একটি পদকের সুসংবাদ আর আরেক পদকের সম্ভাবনা নিয়ে।
প্রথম দিন সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপে পুড়েছেন দুই ক্যারিবীয় ব্যাটার মিকাইল লুইস ও আলিক আথানেজ। আশা জাগিয়েও দুজনে আউট হয়েছেন নড়বড়ে নব্বইয়ে। তবে লুইস ও আথানেজের পথে হাঁটেননি জাস্টিন গ্রিভস। বাংলাদেশ বোলারদের হতাশ করে সেঞ্চুরি তুলে নিয়েছেন ক্যারিবীয় এই অলরাউন্ডার। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১০২ রানে ব্যাট
৬ ঘণ্টা আগেব্যাটিংয়ে পাঁচে নেমে ১২ বলে ১ চার ও ১ ছয়ে ১৯ রান। বোলিংয়ে ১ ওভারে ১ রান দিয়ে ২ উইকেট। এমন অলরাউন্ড পারফরম্যান্সের পরও হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে সাকিব আল হাসানকে। আজ আবুধাবি টি-টেনে নিউইয়র্ক স্ট্রাইকার্সের বিপক্ষে ৭ উইকেটে হেরেছে তাঁর দল বাংলা টাইগার্স।
৯ ঘণ্টা আগেআফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় বাঁ হাতের আঙুলে চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে যান বাংলাদেশ দলের অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিম। বর্তমানে পুনর্বাসনে আছেন তিনি। চিকিৎসকের পরামর্শে চলছে নিয়মিত ট্রেনিং। তবে তাঁর মাঠে ফেরার জন্য আরও সময় লাগবে—এমনটা জানিয়েছে বিসিবি।
৯ ঘণ্টা আগেআন্তর্জাতিক বিরতি থেকে ফেরার প্রথম ম্যাচেই জয় পেয়েছে চেলসি। আজ ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটিকে তাদের মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামে ২-১ গোলে হারিয়েছে ব্লুজরা।
১০ ঘণ্টা আগে