নিজস্ব প্রতিবেদক
পুরো দেশ যেখানে লকডাউন নিয়ে দুর্ভাবনায়, সেখানে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের(বিওএ) যেন ঘাম দিয়ে জ্বর ছেড়েছে। এক সপ্তাহের লকডাউনে সারাদেশ থমকে গেলেও বাতিল হওয়ার শঙ্কায় থাকা বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস চলবে আরও কিছু দিন।
বাতিল হতে পারে বাংলাদেশ গেমস, এমন শঙ্কায় তাড়াহুড়ো করে বেশ কিছু ইভেন্টের সূচি এগিয়ে এনেছিল বিওএ। দ্রুত শেষ করা হয় ১০০ মিটার স্প্রিন্টসহ অ্যাথলেটিকসের কিছু ডিসিপ্লিনও। তবে শেষ পর্যন্ত স্বস্তিতে বিওএ, সরকারের কাছ থেকে গেমসের ব্যাপারে কড়াকড়ি কোনো বার্তা না আসায় আপাতত গেমস চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত গেমসের স্টিয়ারিং কমিটির।
বিশেষ ব্যবস্থাপনায় অ্যাথলেটদের অংশগ্রহণ নিশ্চিত করা হবে বলে আজকের পত্রিকাকে জানিয়েছেন গেমসের স্টিয়ারিং কমিটির কো-চেয়ারম্যান আসাদুজ্জামান কোহিনূর। বিওএয়ের ব্যবস্থায় ভেন্যুতে যাতায়াত করবেন অ্যাথলেটরা। কড়াকড়ি থাকবে স্বাস্থ্যবিধিতে। টুর্নামেন্ট শেষে পৌঁছে দেওয়া হবে নিজ নিজ শহরে। একই কথা জানালেন বিওএ মহাসচিব সৈয়দ শাহেদ রেজা, ‘গেমস আমাদের চলবে। যেসব খেলোয়াড়রা এখানে থাকবে বিওএ তাঁদের পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দেবে। তাঁরা যাতে নিরাপদে পৌঁছে যেতে পারে আমরা সেই ব্যবস্থা করে দেব। এই ব্যাপারে প্রশাসন আমাদের পূর্ণ সহযোগিতা করবে। সবার সাথে কথা হয়েছে, তাঁরা আশ্বাসও দিয়েছেন গেমস চলার ব্যাপারে।’
আজ শেষ হচ্ছে না বলে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে অ্যাথলেটদের বিদায় দেওয়া হবে, এমনও ভাবছে না বিওএ। বরং সমাপনী অনুষ্ঠান না হওয়ার সম্ভাবনাই বেশি বলে জানা গেছে। দ্রুত ৮০ শতাংশ খেলা শেষ করে ৯ এপ্রিলের মধ্যে তাড়াহুড়োয় পর্দা নামতে পারে বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের।
লকডাউনের মধ্যেই গেমস চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে সমালোচনা তৈরি হয়েছে বিওএকে ঘিরে। অ্যাথলেটদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি তেমন গুরুত্বের সঙ্গে নেওয়া হয়নি বলেও অভিযোগ আছে। গেমসের চার দিন হয়ে গেলেও এখন পর্যন্ত কোনো পরীক্ষা হয়নি বলে এই প্রতিবেদককে জানিয়েছেন একাধিক অ্যাথলেট। বিষয়টি নিশ্চিত করেছেন অলিম্পিক অ্যাসোসিয়েশনের একজন কর্মকর্তাও।
করোনা হুমকি মাথায় রেখে স্মরণীয় সময় পার করেছেন সেনাবাহিনীর সৈনিক সাইক্লিষ্ট বিশ্বাস ফয়সাল হোসাইন। একাই তিনটি নতুন জাতীয় রেকর্ড গড়েছেন তিনি, যা বাংলাদেশ গেমস ইতিহাসে প্রথম। আর্মি স্টেডিয়ামে পুরুষদের শনিবার ১০০০ মিটার টাইম ট্রায়াল ব্যক্তিগত ইভেন্টে ১ মিনিট ২০.৪০ সেকেন্ডে নতুন রেকর্ড গড়েন ফয়সাল। আগের রেকর্ডটি ছিল ২০১৭ সালে, ১ মিনিট ২৬.১০ সেকেন্ডের।
একই দিনে পুরুষদের ১২০০ মিটার দলীয় অলিম্পিক স্প্রিন্টে ১ মিনিট ৩৬.২২ সেকেন্ডে সতীর্থ আলমগীর হোসেন ও মুক্তাদুর আল হাসানের সঙ্গে রেকর্ড গড়েন ফয়সাল। আগের রেকর্ডটি ছিল ২০১৮ সালে ১ মিনিট ৪০.৬৬ সেকেন্ডের।
কাল ১০০০ মিটার ব্যক্তিগত স্প্রিন্টে ১৩.৬০ সেকেন্ডে নতুন রেকর্ড গড়েন ফয়সাল। তিনি ভেঙে দেন ২০১৩ সালে অষ্টম বাংলাদেশ গেমসে ১৫.১০ সেকেন্ডে আনসারের তরিকুল ইসলামের রেকর্ড। হ্যাটট্রিক রেকর্ড গড়ে ফয়সাল বললেন, ‘জীবনের প্রথম স্বর্ণপদক পেয়েছি বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসে এসে। এবার হ্যাটট্রিক রেকর্ড গড়ে আমার আশা পূর্ণ হলো। আমার আরও দুটি ইভেন্ট রয়েছে। আশা করি আরও দুটি স্বর্ণপদক জিততে পারবে।’
পুরো দেশ যেখানে লকডাউন নিয়ে দুর্ভাবনায়, সেখানে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের(বিওএ) যেন ঘাম দিয়ে জ্বর ছেড়েছে। এক সপ্তাহের লকডাউনে সারাদেশ থমকে গেলেও বাতিল হওয়ার শঙ্কায় থাকা বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস চলবে আরও কিছু দিন।
বাতিল হতে পারে বাংলাদেশ গেমস, এমন শঙ্কায় তাড়াহুড়ো করে বেশ কিছু ইভেন্টের সূচি এগিয়ে এনেছিল বিওএ। দ্রুত শেষ করা হয় ১০০ মিটার স্প্রিন্টসহ অ্যাথলেটিকসের কিছু ডিসিপ্লিনও। তবে শেষ পর্যন্ত স্বস্তিতে বিওএ, সরকারের কাছ থেকে গেমসের ব্যাপারে কড়াকড়ি কোনো বার্তা না আসায় আপাতত গেমস চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত গেমসের স্টিয়ারিং কমিটির।
বিশেষ ব্যবস্থাপনায় অ্যাথলেটদের অংশগ্রহণ নিশ্চিত করা হবে বলে আজকের পত্রিকাকে জানিয়েছেন গেমসের স্টিয়ারিং কমিটির কো-চেয়ারম্যান আসাদুজ্জামান কোহিনূর। বিওএয়ের ব্যবস্থায় ভেন্যুতে যাতায়াত করবেন অ্যাথলেটরা। কড়াকড়ি থাকবে স্বাস্থ্যবিধিতে। টুর্নামেন্ট শেষে পৌঁছে দেওয়া হবে নিজ নিজ শহরে। একই কথা জানালেন বিওএ মহাসচিব সৈয়দ শাহেদ রেজা, ‘গেমস আমাদের চলবে। যেসব খেলোয়াড়রা এখানে থাকবে বিওএ তাঁদের পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দেবে। তাঁরা যাতে নিরাপদে পৌঁছে যেতে পারে আমরা সেই ব্যবস্থা করে দেব। এই ব্যাপারে প্রশাসন আমাদের পূর্ণ সহযোগিতা করবে। সবার সাথে কথা হয়েছে, তাঁরা আশ্বাসও দিয়েছেন গেমস চলার ব্যাপারে।’
আজ শেষ হচ্ছে না বলে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে অ্যাথলেটদের বিদায় দেওয়া হবে, এমনও ভাবছে না বিওএ। বরং সমাপনী অনুষ্ঠান না হওয়ার সম্ভাবনাই বেশি বলে জানা গেছে। দ্রুত ৮০ শতাংশ খেলা শেষ করে ৯ এপ্রিলের মধ্যে তাড়াহুড়োয় পর্দা নামতে পারে বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের।
লকডাউনের মধ্যেই গেমস চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে সমালোচনা তৈরি হয়েছে বিওএকে ঘিরে। অ্যাথলেটদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি তেমন গুরুত্বের সঙ্গে নেওয়া হয়নি বলেও অভিযোগ আছে। গেমসের চার দিন হয়ে গেলেও এখন পর্যন্ত কোনো পরীক্ষা হয়নি বলে এই প্রতিবেদককে জানিয়েছেন একাধিক অ্যাথলেট। বিষয়টি নিশ্চিত করেছেন অলিম্পিক অ্যাসোসিয়েশনের একজন কর্মকর্তাও।
করোনা হুমকি মাথায় রেখে স্মরণীয় সময় পার করেছেন সেনাবাহিনীর সৈনিক সাইক্লিষ্ট বিশ্বাস ফয়সাল হোসাইন। একাই তিনটি নতুন জাতীয় রেকর্ড গড়েছেন তিনি, যা বাংলাদেশ গেমস ইতিহাসে প্রথম। আর্মি স্টেডিয়ামে পুরুষদের শনিবার ১০০০ মিটার টাইম ট্রায়াল ব্যক্তিগত ইভেন্টে ১ মিনিট ২০.৪০ সেকেন্ডে নতুন রেকর্ড গড়েন ফয়সাল। আগের রেকর্ডটি ছিল ২০১৭ সালে, ১ মিনিট ২৬.১০ সেকেন্ডের।
একই দিনে পুরুষদের ১২০০ মিটার দলীয় অলিম্পিক স্প্রিন্টে ১ মিনিট ৩৬.২২ সেকেন্ডে সতীর্থ আলমগীর হোসেন ও মুক্তাদুর আল হাসানের সঙ্গে রেকর্ড গড়েন ফয়সাল। আগের রেকর্ডটি ছিল ২০১৮ সালে ১ মিনিট ৪০.৬৬ সেকেন্ডের।
কাল ১০০০ মিটার ব্যক্তিগত স্প্রিন্টে ১৩.৬০ সেকেন্ডে নতুন রেকর্ড গড়েন ফয়সাল। তিনি ভেঙে দেন ২০১৩ সালে অষ্টম বাংলাদেশ গেমসে ১৫.১০ সেকেন্ডে আনসারের তরিকুল ইসলামের রেকর্ড। হ্যাটট্রিক রেকর্ড গড়ে ফয়সাল বললেন, ‘জীবনের প্রথম স্বর্ণপদক পেয়েছি বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসে এসে। এবার হ্যাটট্রিক রেকর্ড গড়ে আমার আশা পূর্ণ হলো। আমার আরও দুটি ইভেন্ট রয়েছে। আশা করি আরও দুটি স্বর্ণপদক জিততে পারবে।’
মুলতানে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্টে উইকেট পড়ছে মুড়ি-মুড়কির মতো। আজ চলছে তৃতীয় দিনের খেলা। এরই মধ্যে পড়েছে ৩১ উইকেট। ২৫১ রানের লক্ষ্যে নেমে ওয়েস্ট ইন্ডিজ হারিয়েছে ১ উইকেট। ক্যারিবীয়দের জিততে এখনো প্রয়োজন ২৩০ রান। এছাড়া বিপিএলের দুটি ম্যাচ রয়েছে। ফুটবলে ইংলিশ প্রিমিয়ার লিগ, বুন্দেসলিগার...
১ ঘণ্টা আগেলিওনেল মেসিদের হারটা ছিল সময়ের ব্যাপার মাত্র। কিন্তু মেসি যে ম্যাচে থাকবেন, সেখানে ম্যাজিক না হয়ে কী করে পারে! জাদুটা মেসি দেখাননি। ম্যাচের শেষের দিকে দুর্দান্ত এক গোল করেন ইন্টার মায়ামির টমাস আভিলেস। পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচে শেষ হাসি হেসেছে মায়ামি।
১ ঘণ্টা আগেইউরোপীয় ফুটবলে বর্ণবাদী আক্রমণ তো নতুন কিছু নয়। চোখ কান খোলা রাখলেই এসব ঘটনা জানা যায়। লা লিগায় গত রাতে বার্সেলোনার ফুটবলার বর্ণবাদী আক্রমণের শিকার হয়েছেন। কলিসিয়াম স্টেডিয়ামে গত রাতে লা লিগায় ম্যাচে মুখোমুখি হয়েছে হেতাফে ও বার্সেলোনা। হেতাফে-বার্সা ম্যাচে দ্বিতীয়ার্ধে খেলা....
২ ঘণ্টা আগে