ক্রীড়া ডেস্ক
মাত্র ৩৬ বছর বয়সে মারা গেছেন তিনবারের ডব্লিউডব্লিউই বিশ্ব চ্যাম্পিয়ন ব্রে ওয়েট। তাঁর স্বাস্থ্যগত সমস্যার বিষয়টি প্রকাশ করা হয়নি। গত ফেব্রুয়ারিতে শেষবার তাঁকে রিংয়ে দেখা গেছে। তবে ওয়েটের পরিবার বলছেন, এই মৃত্যু আকস্মিক।
ওয়েটের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন ডব্লিউডব্লিউই কনটেন্ট কর্মকর্তা ট্রিপল এইচ। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে জানান, ওয়েট অপ্রত্যাশিতভাবে চলে গেছেন। এই রেসলারের আসল নাম উইন্দাম রটুন্ডা।
ওয়েটের মৃত্যুতে শোক জানিয়েছেন ‘আকা দ্য রক’ নামে পরিচিত ডোয়াইন জনসন। টুইটারের নতুন নামকৃত এক্স-এ তিনি তিনি লিখেছেন, ‘হৃদয়বিদারক। তাঁর প্রতি সব সময় শ্রদ্ধা ও ভালোবাসা ছিল। তাঁর উপস্থিতি, প্রোমো ও রিংয়ে তাঁর কাজ ভালো লাগত।’
ডব্লিউডব্লিউই কমেন্টেটর মিক ফোলি লিখেছেন, ‘ব্রে ওয়েটকে নিয়ে আমার উচ্চাশা ছিল। তিনি সত্যিকারের স্বপ্নদর্শী ছিলেন।’
ওয়েটের বেড়ে ওঠা রেসলার পরিবারে। তাঁর পিতামহ ছিলেন আমেরিকান রেসলার ব্ল্যাকজ্যাক মুলিগান। ২০১৬ সালে তিনি মারা যান। ওয়েটের বাবা মাইক রটুন্ডাও ছিলেন রেসলার। ছোট ভাই বো ডালাসও ডব্লিউডব্লিউইর পরিচিত মুখ। নিজের চেষ্টাতে খ্যাতি পেয়েছেন ওয়েট, হয়েছেন কিংবদন্তি।
তাঁর জন্ম ১৯৮৭ সালের ২৩ মে, ফ্লোরিডার ব্রুকসভিলে। স্কুল পর্যায়ে ওয়েট রাজ্য রেসলিং চ্যাম্পিয়ন হোন এবং ট্রয় বিশ্ববিদ্যালয়ে ফুটবল নিয়ে বৃত্তি পান। তবে স্নাতক হওয়ার আগেই কোর্স ছেড়ে পেশাদারী রেসলার হওয়ার দিকে মনোযোগ দেন। ২০০৯ সারে পেশাদার রেসলার হিসেবে অভিষেক হয় তাঁর।
মাত্র ৩৬ বছর বয়সে মারা গেছেন তিনবারের ডব্লিউডব্লিউই বিশ্ব চ্যাম্পিয়ন ব্রে ওয়েট। তাঁর স্বাস্থ্যগত সমস্যার বিষয়টি প্রকাশ করা হয়নি। গত ফেব্রুয়ারিতে শেষবার তাঁকে রিংয়ে দেখা গেছে। তবে ওয়েটের পরিবার বলছেন, এই মৃত্যু আকস্মিক।
ওয়েটের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন ডব্লিউডব্লিউই কনটেন্ট কর্মকর্তা ট্রিপল এইচ। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে জানান, ওয়েট অপ্রত্যাশিতভাবে চলে গেছেন। এই রেসলারের আসল নাম উইন্দাম রটুন্ডা।
ওয়েটের মৃত্যুতে শোক জানিয়েছেন ‘আকা দ্য রক’ নামে পরিচিত ডোয়াইন জনসন। টুইটারের নতুন নামকৃত এক্স-এ তিনি তিনি লিখেছেন, ‘হৃদয়বিদারক। তাঁর প্রতি সব সময় শ্রদ্ধা ও ভালোবাসা ছিল। তাঁর উপস্থিতি, প্রোমো ও রিংয়ে তাঁর কাজ ভালো লাগত।’
ডব্লিউডব্লিউই কমেন্টেটর মিক ফোলি লিখেছেন, ‘ব্রে ওয়েটকে নিয়ে আমার উচ্চাশা ছিল। তিনি সত্যিকারের স্বপ্নদর্শী ছিলেন।’
ওয়েটের বেড়ে ওঠা রেসলার পরিবারে। তাঁর পিতামহ ছিলেন আমেরিকান রেসলার ব্ল্যাকজ্যাক মুলিগান। ২০১৬ সালে তিনি মারা যান। ওয়েটের বাবা মাইক রটুন্ডাও ছিলেন রেসলার। ছোট ভাই বো ডালাসও ডব্লিউডব্লিউইর পরিচিত মুখ। নিজের চেষ্টাতে খ্যাতি পেয়েছেন ওয়েট, হয়েছেন কিংবদন্তি।
তাঁর জন্ম ১৯৮৭ সালের ২৩ মে, ফ্লোরিডার ব্রুকসভিলে। স্কুল পর্যায়ে ওয়েট রাজ্য রেসলিং চ্যাম্পিয়ন হোন এবং ট্রয় বিশ্ববিদ্যালয়ে ফুটবল নিয়ে বৃত্তি পান। তবে স্নাতক হওয়ার আগেই কোর্স ছেড়ে পেশাদারী রেসলার হওয়ার দিকে মনোযোগ দেন। ২০০৯ সারে পেশাদার রেসলার হিসেবে অভিষেক হয় তাঁর।
ঝামেলা, জটিলতা, বিতর্ক থেকে যেন বেরই হতে পারছে না ফারুক আহমেদের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএলের নানা বিতর্কের মধ্যে আরেক জটিলতা। প্রথম বিভাগ ক্রিকেটের ট্রফি উন্মোচন হওয়ার কথা ছিল আজ। সেটি স্থগিত করতে বাধ্য হয়েছে বিসিবির ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। পরশু থেকে শুর
১২ ঘণ্টা আগেবাংলাদেশে ক্রিকেটের আরেক নাম যেন আবেগ। আর তা এমনই যে, আগের ম্যাচে সেঞ্চুরি করে পরের ম্যাচে ব্যর্থ হওয়ায় লিটন দাসকে শুনতে হয় দুয়ো। চট্টগ্রামে ফরচুন বরিশালের বিপক্ষে ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন। পরে ফিল্ডিং করতে সীমানা দড়ির কাছাকাছি দাঁড়ালে গ্যালারি থেকে দুয়োধ্বনি দিতে থাকে দর্শকদের একাংশ।
১২ ঘণ্টা আগেসব সময় যে আক্রমণভাগের খেলোয়াড়েরা ম্যাচ জেতালেন তেমনটা নয়। দলের প্রয়োজনে ডিফেন্ডাররাও হতে পারেন ‘কান্ডারি’। আজ প্রিমিয়ার লিগে যেমন রহমতগঞ্জের বিপক্ষে সেই ভূমিকায় আবাহনীর শাকিল হোসেন। মুন্সিগঞ্জে তাঁর গোলেই গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠে ছেড়েছে মারুফুল হকের শিষ্যরা।
১৪ ঘণ্টা আগেএর চেয়ে ভালো একটা দিন আর কী হতে পারত মনফিলস-সভিতোলিনা দম্পতির জন্য! অস্ট্রেলিয়ান ওপেন আজ দুজনেই জিতেছেন। আর তাঁদের জেতাটা চলতি টুর্নামেন্টের বড় দুটি অঘটনও!
১৬ ঘণ্টা আগে