ক্রীড়া সংগঠক টিপু আর নেই 

ক্রীড়া ডেস্ক
আপডেট : ২৫ জুলাই ২০২৩, ১৮: ১৪
Thumbnail image

আগের দিন সিঁড়ি ভাঙতে গিয়ে পড়ে গিয়েছিলেন। ওই দুর্ঘটনায় মাথায় গুরুতর আঘাত পেয়েছিলেন বটে, কিন্তু কেউ কল্পনাও করেননি সবাইকে ছেড়ে চলে যাবেন রফিকুল ইসলাম টিপু। কিন্তু এক দিন পরই আজ না ফেরার দেশে পাড়ি জমালেন বিশিষ্ট এই ক্রীড়া সংগঠক। দুপুর ৩টা ৩ মিনিটে  আজগর আলী হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা গেছেন ক্রীড়াঙ্গনে সবার পরিচিত ‘টিপু ভাই’।

আর্চারি ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য রফিকুল ইসলাম টিপুর মৃত্যুতে দেশের ক্রীড়াঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। শোক প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। এক শোকবার্তায় প্রতিমন্ত্রী  টিপুর আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান। শোকবার্তায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আরও বলেন, ‘রফিকুল ইসলাম টিপু ছিলেন একজন সফল ক্রীড়া সংগঠক। ক্রীড়াঙ্গনের জন্য নিবেদিতপ্রাণ এক মহান ব্যক্তিত্ব ছিলেন। তিনি দেশের টেবিল টেনিস ও আর্চারিসহ অন্যান্য খেলার উন্নয়নে বিশেষ অবদান রেখেছেন। তাঁর মৃত্যু দেশের ক্রীড়াঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি। তিনি তাঁর কর্মের মধ্য দিয়েই ক্রীড়াঙ্গনে স্মরণীয় হয়ে থাকবেন।’

আর্চারির সঙ্গে যুক্ত হওয়ার আগে বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনে  সাধারণ সম্পাদক হিসেবে কাজ করেছিলেন টিপু। রফিকুল ইসলাম টিপুর  নামাজে জানাজা শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্স আজ বিকেল ৫টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত