ক্রীড়া ডেস্ক
নোভাক জোকোভিচের ভিসাসংক্রান্ত জটিলতা যেন শেষ হওয়ার নয়। সাম্প্রতিক সময়ে আলোচনার কেন্দ্রে থাকা এই ইস্যু প্রতিদিনই নতুন বাঁক নিচ্ছে। গতকাল দ্বিতীয়বারের মতো বাতিল হলো জোকোভিচের ভিসা। বিষয়টি সমর্থন করে এক বার্তা দিয়েছেন অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী স্কট মরিসন।
দ্বিতীয়বার ভিসা বাতিলের এক দিন আগে জোকোভিচকে নিয়ে অনুষ্ঠিত হয়েছে অস্ট্রেলিয়ান ওপেনের ড্র। নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর অনুষ্ঠিত ড্রয়ে শেষ পর্যন্ত অন্তর্ভুক্ত করা হয়েছিল সার্বিয়ান তারকাকে। তবে এর ২৪ ঘণ্টা না পেরোতেই আবারও ভিসা হারাতে হলো জোকোকে।
এর আগে প্রথমবার আদালতের রায় অবশ্য জোকোভিচের পক্ষেই গিয়েছিল। সব আশা অবশ্য এখনই শেষ হয়ে যাচ্ছে না। সার্বিয়ান তারকার আপিলের সুযোগ অবশ্য এখনো আছে। শুক্রবার আচমকাই ব্যক্তিগত ক্ষমতা প্রয়োগ করে জোকোভিচের ভিসা বাতিল করে দেন অস্ট্রেলিয়ার অভিবাসনমন্ত্রী অ্যালেক্স হক!
অ্যালেক্সের এই সিদ্ধান্তকে সমর্থন করে মরিসন বলেছেন, ‘সাধারণ মানুষের স্বার্থের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুব ভাবনাচিন্তা করেই এই সিদ্ধান্ত নিয়েছেন মন্ত্রী অ্যালেক্স হক। মহামারিতে অস্ট্রেলিয়ার প্রত্যেক মানুষের কঠিন সময় গেছে। কিন্তু আমরা অনেক জীবন ও জীবিকা বাঁচিয়ে দিয়েছি।’
জোকোভিচ ইতিমধ্যে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন করেছেন, যার শুনানি চলছে অস্ট্রেলিয়ার ফেডারেল সার্কিট আদালতে। মরিসন বলেছেন, ‘আমাদের দেশে মৃত্যুহার অনেক কম, আর্থিকভাবেও আমরা শক্তিশালী এবং টিকাদানের ক্ষেত্রেও বাকি বিশ্বের থেকে অনেক এগিয়ে। এই মহামারিতে অস্ট্রেলিয়ার মানুষ অনেক আত্মত্যাগ করেছে। তাদের অবদানকে সম্মান জানানোর জন্যই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। সমস্ত অস্ট্রেলীয়কে নিরাপদে রাখাই আমাদের একমাত্র দায়িত্ব।’
নোভাক জোকোভিচের ভিসাসংক্রান্ত জটিলতা যেন শেষ হওয়ার নয়। সাম্প্রতিক সময়ে আলোচনার কেন্দ্রে থাকা এই ইস্যু প্রতিদিনই নতুন বাঁক নিচ্ছে। গতকাল দ্বিতীয়বারের মতো বাতিল হলো জোকোভিচের ভিসা। বিষয়টি সমর্থন করে এক বার্তা দিয়েছেন অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী স্কট মরিসন।
দ্বিতীয়বার ভিসা বাতিলের এক দিন আগে জোকোভিচকে নিয়ে অনুষ্ঠিত হয়েছে অস্ট্রেলিয়ান ওপেনের ড্র। নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর অনুষ্ঠিত ড্রয়ে শেষ পর্যন্ত অন্তর্ভুক্ত করা হয়েছিল সার্বিয়ান তারকাকে। তবে এর ২৪ ঘণ্টা না পেরোতেই আবারও ভিসা হারাতে হলো জোকোকে।
এর আগে প্রথমবার আদালতের রায় অবশ্য জোকোভিচের পক্ষেই গিয়েছিল। সব আশা অবশ্য এখনই শেষ হয়ে যাচ্ছে না। সার্বিয়ান তারকার আপিলের সুযোগ অবশ্য এখনো আছে। শুক্রবার আচমকাই ব্যক্তিগত ক্ষমতা প্রয়োগ করে জোকোভিচের ভিসা বাতিল করে দেন অস্ট্রেলিয়ার অভিবাসনমন্ত্রী অ্যালেক্স হক!
অ্যালেক্সের এই সিদ্ধান্তকে সমর্থন করে মরিসন বলেছেন, ‘সাধারণ মানুষের স্বার্থের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুব ভাবনাচিন্তা করেই এই সিদ্ধান্ত নিয়েছেন মন্ত্রী অ্যালেক্স হক। মহামারিতে অস্ট্রেলিয়ার প্রত্যেক মানুষের কঠিন সময় গেছে। কিন্তু আমরা অনেক জীবন ও জীবিকা বাঁচিয়ে দিয়েছি।’
জোকোভিচ ইতিমধ্যে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন করেছেন, যার শুনানি চলছে অস্ট্রেলিয়ার ফেডারেল সার্কিট আদালতে। মরিসন বলেছেন, ‘আমাদের দেশে মৃত্যুহার অনেক কম, আর্থিকভাবেও আমরা শক্তিশালী এবং টিকাদানের ক্ষেত্রেও বাকি বিশ্বের থেকে অনেক এগিয়ে। এই মহামারিতে অস্ট্রেলিয়ার মানুষ অনেক আত্মত্যাগ করেছে। তাদের অবদানকে সম্মান জানানোর জন্যই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। সমস্ত অস্ট্রেলীয়কে নিরাপদে রাখাই আমাদের একমাত্র দায়িত্ব।’
২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বের জন্য আজ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জ্যোতির নেতৃত্বাধীন দলের সহ অধিনায়ক নাহিদা আকতার।
৬ ঘণ্টা আগেমাহমুদউল্লাহ রিয়াদ—বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সফল ও দীর্ঘ ক্যারিয়ার গড়া এক ক্রিকেটার। সে স্থিতিশীলতার প্রতীক। যখনই দল চাপে পড়েছে, মাহমুদউল্লাহ ছিল এক ভরসার নাম যে সামনে থেকে দলকে টেনে তুলত। তার ব্যাটিং শুধুই রান করা নয়, বরং দলকে গুরুত্বপূর্ণ...
৬ ঘণ্টা আগেটেস্ট ও আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে আগেই অবসর নিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। বাকি ছিল শুধু ওয়ানডে। বাংলাদেশের জার্সিতে এবার আর কোনো সংস্করণেই দেখা যাবে না মাহমুদউল্লাহকে। সামাজিক মাধ্যমে আজ এক পোস্টে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ৩৯ বছর বয়সী এই ক্রিকেটার।
৬ ঘণ্টা আগেকদিন আগে মুশফিকুর রহিম ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। আজ মাহমুদউল্লাহ আন্তর্জাতিক ক্রিকেট থেকেই অবসর ঘোষণা করলেন। রাত সাড়ে ৮টার দিকে ফেসবুকে নিজের অফিশিয়াল পেজে এই ঘোষণা দেন মাহমুদউল্লাহ।
৮ ঘণ্টা আগে