ক্রীড়া ডেস্ক
কোর্টে বিভিন্ন অঙ্গভঙ্গি করে মজা করেন বলে অনেকে নোভাক জোকোভিচকে ডাকেন ‘জোকার’ নামে। সেই জোকারকে আজ দেখা গেল অশ্রুসজল। একটু আগেই যে ১৬ বছর বয়সী কার্লোস আলকারাসের বিপক্ষে হেরে বসেছেন! সেটিও মাত্র তৃতীয় সেটে!
৬-২, ৬-২ ও ৭-৬ (৭-৪) গেমে জিতে নতুন কীর্তিও গড়লেন আলকারাস। তৃতীয় বাছাই এই স্প্যানিশ ষষ্ঠ খেলোয়াড় হিসেবে টানা জিতলেন ফ্রেঞ্চ ওপেন ও উইম্বলডন। ২১ বছর বয়সী তারকার এটি চতুর্থ গ্র্যান্ড স্ল্যাম ও দ্বিতীয় উইম্বলডন।
গত বছর সেন্টার কোর্টে ফাইনালে জোকোভিচকে মহাকাব্যিক লড়াইয়ে হারিয়েছিলেন আলকারাস। এ বছর ঘাসের কোর্টে সেই কষ্ট করতে হয়নি নাদালের একাডেমি থেকে উঠে আসা এই তারকার। কখনো ব্যাকহ্যান্ড, কখনো মাটি ছোঁয়া শটে মুগ্ধ করেছেন।
জোকোভিচ জিতলে নতুন গড়ে ফেলতেন দুই নতুন কীর্তি। ছুঁয়ে ফেলতেন সর্বোচ্চ আটবারের উইম্বলডন চ্যাম্পিয়ন রজার ফেদেরারকে। ছাড়িয়ে যেতেন নারী ও পুরুষ এককে সর্বোচ্চ ২৫ গ্র্যান্ড স্ল্যামের মালিক মার্গারেট কোর্টকে। তবে এই বছর প্রথম গ্ল্যান্ড স্ল্যামে উঠে সেই কীর্তি গড়া হলো না তাঁর।
কোর্টে বিভিন্ন অঙ্গভঙ্গি করে মজা করেন বলে অনেকে নোভাক জোকোভিচকে ডাকেন ‘জোকার’ নামে। সেই জোকারকে আজ দেখা গেল অশ্রুসজল। একটু আগেই যে ১৬ বছর বয়সী কার্লোস আলকারাসের বিপক্ষে হেরে বসেছেন! সেটিও মাত্র তৃতীয় সেটে!
৬-২, ৬-২ ও ৭-৬ (৭-৪) গেমে জিতে নতুন কীর্তিও গড়লেন আলকারাস। তৃতীয় বাছাই এই স্প্যানিশ ষষ্ঠ খেলোয়াড় হিসেবে টানা জিতলেন ফ্রেঞ্চ ওপেন ও উইম্বলডন। ২১ বছর বয়সী তারকার এটি চতুর্থ গ্র্যান্ড স্ল্যাম ও দ্বিতীয় উইম্বলডন।
গত বছর সেন্টার কোর্টে ফাইনালে জোকোভিচকে মহাকাব্যিক লড়াইয়ে হারিয়েছিলেন আলকারাস। এ বছর ঘাসের কোর্টে সেই কষ্ট করতে হয়নি নাদালের একাডেমি থেকে উঠে আসা এই তারকার। কখনো ব্যাকহ্যান্ড, কখনো মাটি ছোঁয়া শটে মুগ্ধ করেছেন।
জোকোভিচ জিতলে নতুন গড়ে ফেলতেন দুই নতুন কীর্তি। ছুঁয়ে ফেলতেন সর্বোচ্চ আটবারের উইম্বলডন চ্যাম্পিয়ন রজার ফেদেরারকে। ছাড়িয়ে যেতেন নারী ও পুরুষ এককে সর্বোচ্চ ২৫ গ্র্যান্ড স্ল্যামের মালিক মার্গারেট কোর্টকে। তবে এই বছর প্রথম গ্ল্যান্ড স্ল্যামে উঠে সেই কীর্তি গড়া হলো না তাঁর।
অ্যান্টিগা টেস্টে বাংলাদেশ দলের প্রথম দিন কাটল অম্ল-মধুর। আলোকস্বল্পতার কারণে খেলা হয়েছে ৮৪ ওভার। দিন শেষে ওয়েস্ট ইন্ডিজ তুলেছে ৫ উইকেটে ২৫০ রান।
২ ঘণ্টা আগেহচ্ছে হচ্ছে করে এখনো হয়নি। কবে হবে, বলতে পারছে না বাফুফে। তারা বলছে, আজ-কালও হামজা চৌধুরীকে নিয়ে সবুজ সংকেত দিতে পারে ফিফা। আবার এক মাস পরও এমনটি হতে পারে। তবে সর্বশেষ খবর, এখনো ফিফার টেবিলে পড়ে আছে হামজার ফাইল।
৪ ঘণ্টা আগে