Ajker Patrika

আবারও জোকোভিচকে থামিয়ে উইম্বলডনের রাজা আলকারাস

ক্রীড়া ডেস্ক
আবারও জোকোভিচকে থামিয়ে উইম্বলডনের রাজা আলকারাস

কোর্টে বিভিন্ন অঙ্গভঙ্গি করে মজা করেন বলে অনেকে নোভাক জোকোভিচকে ডাকেন ‘জোকার’ নামে। সেই জোকারকে আজ দেখা গেল অশ্রুসজল। একটু আগেই যে ১৬ বছর বয়সী কার্লোস আলকারাসের বিপক্ষে হেরে বসেছেন! সেটিও মাত্র তৃতীয় সেটে!

৬-২, ৬-২ ও ৭-৬ (৭-৪) গেমে জিতে নতুন কীর্তিও গড়লেন আলকারাস। তৃতীয় বাছাই এই স্প্যানিশ ষষ্ঠ খেলোয়াড় হিসেবে টানা জিতলেন ফ্রেঞ্চ ওপেন ও উইম্বলডন। ২১ বছর বয়সী তারকার এটি চতুর্থ গ্র্যান্ড স্ল্যাম ও দ্বিতীয় উইম্বলডন।

গত বছর সেন্টার কোর্টে ফাইনালে জোকোভিচকে মহাকাব্যিক লড়াইয়ে হারিয়েছিলেন আলকারাস। এ বছর ঘাসের কোর্টে সেই কষ্ট করতে হয়নি নাদালের একাডেমি থেকে উঠে আসা এই তারকার। কখনো ব্যাকহ্যান্ড, কখনো মাটি ছোঁয়া শটে মুগ্ধ করেছেন।

জোকোভিচ জিতলে নতুন গড়ে ফেলতেন দুই নতুন কীর্তি। ছুঁয়ে ফেলতেন সর্বোচ্চ আটবারের উইম্বলডন চ্যাম্পিয়ন রজার ফেদেরারকে। ছাড়িয়ে যেতেন নারী ও পুরুষ এককে সর্বোচ্চ ২৫ গ্র্যান্ড স্ল্যামের মালিক মার্গারেট কোর্টকে। তবে এই বছর প্রথম গ্ল্যান্ড স্ল্যামে উঠে সেই কীর্তি গড়া হলো না তাঁর।

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নয়াদিল্লিতে নতুন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ, ৩ মাস সময় নিল ভারত

খেজুরে অতি মুনাফা, হতাশ ক্রেতা

চাপে পড়ে ৫টি বাস রিকুইজিশন দিয়েছেন পিরোজপুরের ডিসি, সরকারের হস্তক্ষেপ নেই: প্রেস সচিব

কলাবাগানে সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেলের মরদেহ উদ্ধার

রাতে স্বামীর জন্মদিন উদ্‌যাপন, সকালে নদীতে মিলল নববধূর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত