ক্রীড়া ডেস্ক
ঢাকা: গত বছরের মার্চে হাঁটুতে অস্ত্রোপচারের পর অনেকেই ভেবেছিলেন, এই বুঝি শেষ রজার ফেদেরার। ৩৯ বছর বয়সী একজন খেলোয়াড়ের পক্ষে চোট সয়ে আর কতোই বা খেলা সম্ভব! কিন্তু নামটা যদি ফেদেরার হয়, সবকিছুই অসম্ভব নয়। সমস্ত জল্পনা-কল্পনা থামিয়ে ২০ গ্র্যান্ডস্লামজয়ী সুইস কিংবদন্তি জানিয়ে রাখলেন, এখনই থামছেন না তিনি।
অস্ত্রোপচারের পর টেনিস থেকে একরকম দূরেই ছিলেন ফেদেরার। তাঁর অনুপস্থিতিতে তরতর করে নিজেদের গ্র্যান্ডস্লাম সংখ্যা বাড়িয়েছেন নাদাল-জোকোভিচ। প্রিয় ‘রোলাঁ গারোঁ’তে নিজের ১৩তম ট্রফি জিতে স্প্যানিশ নাদাল ভাগ বসিয়েছেন ফেদেরারের ২০ গ্র্যান্ডস্লাম জয়ের রেকর্ডেও। খুব বেশি দূরে নন জোকোভিচও। তাঁর গ্র্যান্ডস্লামের সংখ্যা ১৮।
দুই প্রতিদ্বন্দ্বীর হুমকির মুখে আবার কোর্টে ফিরছেন ফেদেরার। যদিও গত মার্চে কাতার ওপেনে দ্বিতীয় রাউন্ড থেকে পড়েছিলেন বাদ ‘ফেড এক্সপ্রেস।’ সেই দুঃখ ভুলতে জুনে শুরু হওয়া ফ্রেঞ্চ ওপেনে চোখ তাঁর। নাদালের লাল দুর্গে নামার আগে গা গরম করার জন্য কেবল জেনেভা ওপেনকেই সামনে পাচ্ছেন ফেডেক্স। ১৬ মে থেকে শুরু হবে টুর্নামেন্টটি।
জার্মান শোয়েজার ফ্যামিলি ম্যাগাজিনকে দেয়া সাক্ষাৎকারে ফেদেরার বলছেন, ‘অস্ত্রোপচারের পর নিজের সেরা অবস্থানে ফিরতে যা করা লাগবে তার সবই করবো। যতদিন শরীর কথা শুনবে ও আমার ভালো লাগা কাজ করবে ততদিন পর্যন্ত খেলে যাবো। এরপরও যারা জিজ্ঞেস করবেন আর কতদিন খেলবো, তাঁদের জন্য বলতে হচ্ছে এই উত্তর জানা নেই।’
কেবল ফ্রেঞ্চ ওপেনই নয়, উইম্বলডন ও টোকিও অলিম্পিকেও খেলার ইচ্ছা আছে ফেদেরারের। তবে ক্যারিয়ার লম্বা করতে তাঁকে বেছে বেছে টুর্নামেন্ট খেলার পরামর্শ দিয়েছেন কিংবদন্তি টেনিস তারকা বোরিস বেকার।
ঢাকা: গত বছরের মার্চে হাঁটুতে অস্ত্রোপচারের পর অনেকেই ভেবেছিলেন, এই বুঝি শেষ রজার ফেদেরার। ৩৯ বছর বয়সী একজন খেলোয়াড়ের পক্ষে চোট সয়ে আর কতোই বা খেলা সম্ভব! কিন্তু নামটা যদি ফেদেরার হয়, সবকিছুই অসম্ভব নয়। সমস্ত জল্পনা-কল্পনা থামিয়ে ২০ গ্র্যান্ডস্লামজয়ী সুইস কিংবদন্তি জানিয়ে রাখলেন, এখনই থামছেন না তিনি।
অস্ত্রোপচারের পর টেনিস থেকে একরকম দূরেই ছিলেন ফেদেরার। তাঁর অনুপস্থিতিতে তরতর করে নিজেদের গ্র্যান্ডস্লাম সংখ্যা বাড়িয়েছেন নাদাল-জোকোভিচ। প্রিয় ‘রোলাঁ গারোঁ’তে নিজের ১৩তম ট্রফি জিতে স্প্যানিশ নাদাল ভাগ বসিয়েছেন ফেদেরারের ২০ গ্র্যান্ডস্লাম জয়ের রেকর্ডেও। খুব বেশি দূরে নন জোকোভিচও। তাঁর গ্র্যান্ডস্লামের সংখ্যা ১৮।
দুই প্রতিদ্বন্দ্বীর হুমকির মুখে আবার কোর্টে ফিরছেন ফেদেরার। যদিও গত মার্চে কাতার ওপেনে দ্বিতীয় রাউন্ড থেকে পড়েছিলেন বাদ ‘ফেড এক্সপ্রেস।’ সেই দুঃখ ভুলতে জুনে শুরু হওয়া ফ্রেঞ্চ ওপেনে চোখ তাঁর। নাদালের লাল দুর্গে নামার আগে গা গরম করার জন্য কেবল জেনেভা ওপেনকেই সামনে পাচ্ছেন ফেডেক্স। ১৬ মে থেকে শুরু হবে টুর্নামেন্টটি।
জার্মান শোয়েজার ফ্যামিলি ম্যাগাজিনকে দেয়া সাক্ষাৎকারে ফেদেরার বলছেন, ‘অস্ত্রোপচারের পর নিজের সেরা অবস্থানে ফিরতে যা করা লাগবে তার সবই করবো। যতদিন শরীর কথা শুনবে ও আমার ভালো লাগা কাজ করবে ততদিন পর্যন্ত খেলে যাবো। এরপরও যারা জিজ্ঞেস করবেন আর কতদিন খেলবো, তাঁদের জন্য বলতে হচ্ছে এই উত্তর জানা নেই।’
কেবল ফ্রেঞ্চ ওপেনই নয়, উইম্বলডন ও টোকিও অলিম্পিকেও খেলার ইচ্ছা আছে ফেদেরারের। তবে ক্যারিয়ার লম্বা করতে তাঁকে বেছে বেছে টুর্নামেন্ট খেলার পরামর্শ দিয়েছেন কিংবদন্তি টেনিস তারকা বোরিস বেকার।
দুই দল সেমিফাইনাল নিশ্চিত করেছে আগেই। তবে লড়াইটা গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে ২৫০ রানের লক্ষ্য দিয়েছে ভারত। টস হেরে আগে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ২৪৯ রান করেছে তারা।
২ ঘণ্টা আগেঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) দলবদলে ১৭০ ক্রিকেটার নতুন দল পেলেও টপ অর্ডার ব্যাটার লিটন দাসকে নিয়ে ছিল অনিশ্চয়তা। অবশেষে সেই জটিলতা কাটল। তামিম ইকবালের মালিকানাধীন গুলশান ক্রিকেট ক্লাব নিয়েছে লিটনকে।
৪ ঘণ্টা আগেহাইব্রিড মডেলে হওয়া চ্যাম্পিয়নস ট্রফির শেষ অংশে বাদ সাধে আবহাওয়া। পাকিস্তানে অনুষ্ঠিত তিন ম্যাচে বেরসিক বৃষ্টির বাগড়ায় ফলই আসেনি। যার মধ্যে রয়েছে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ। এই ম্যাচের টিকিটের টাকা দর্শকদের ফেরত দেওয়া হবে।
৫ ঘণ্টা আগেভারত, নিউজিল্যান্ড দুই দলই আছে দারুণ ছন্দে। দুটি দলই চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল নিশ্চিত করেছে। দুবাইয়ে আজ হতে যাওয়া ভারত-নিউজিল্যান্ড ম্যাচটি হচ্ছে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হওয়ার লড়াই। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার।
৬ ঘণ্টা আগে