Ajker Patrika

জোকোভিচের ভিসা আবারও বাতিল

ক্রীড়া ডেস্ক
আপডেট : ১৪ জানুয়ারি ২০২২, ১৬: ০৩
জোকোভিচের ভিসা আবারও বাতিল

নোভাক জোকোভিচের ভিসা-সংক্রান্ত জটিলতার মধ্যেই গতকাল অনুষ্ঠিত হয়েছে অস্ট্রেলিয়ান ওপেনের ড্র। নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর অনুষ্ঠিত ড্রয়ে সার্বিয়ান তারকাকে অবশ্য অন্তর্ভুক্ত করা হয়েছিল। তবে এর ২৪ ঘণ্টা না পেরোতেই আবারও জোকারের ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়া সরকার। 

এই নিয়ে দ্বিতীয়বারের মতো জোকোভিচের অস্ট্রেলিয়ার ভিসা বাতিল করল দেশটির সরকার। এর আগে আদালতের রায় অবশ্য জোকোভিচের পক্ষেই গিয়েছিল। তাঁকে মুক্তির নির্দেশের সঙ্গে অস্ট্রেলিয়া সরকারকে তখন তাঁর যাবতীয় খরচ বহনের আদেশও দেওয়া হয়েছিল। একই সঙ্গে জানানো হয়েছিল, অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় চাইলে নিজস্ব ক্ষমতাবলে এখনো জোকোভিচের ভিসা বাতিল করে দিতে পারে। কিন্তু এবার অস্ট্রেলিয়ার অভিবাসনমন্ত্রী অ্যালেক্স হক তার ক্ষমতাবলে জোকোভিচের অস্ট্রেলিয়ান ভিসা বাতিল করেছেন। 

এর আগে গত ৬ জানুয়ারি টিকা না নেওয়ার অভিযোগে জোকোভিচের অস্ট্রেলিয়ায় ভিসা বাতিল করা হয়েছিল। এখন দ্বিতীয়বার ভিসা বাতিলে অস্ট্রেলিয়ান ওপেনে জোকারের খেলা নিয়ে আবারও সংশয় তৈরি হয়েছে। সব আশা অবশ্য এখনই শেষ হয়ে যাচ্ছে না। সার্বিয়ান তারকার আপিলের সুযোগ অবশ্য এখনো আছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত