টেনিসকে বিদায় জানালেন ফেদেরার

ক্রীড়া ডেস্ক
Thumbnail image

চোটের সঙ্গে লড়ছিলেন অনেক দিন হলো। অবশেষে টেনিসকে বিদায়ই জানিয়ে দিলেন রজার ফেদেরার। ২০টি গ্র্যান্ড স্ল্যামজয়ী ফেদেরার এ মাসের লেভার কাপ খেলেই বিদায় জানাবেন টেনিসকে। আজ আনুষ্ঠানিকভাবেই অবসরের ঘোষণা দিয়েছেন সুইস তারকা। 

২০২১ উইম্বলডনের পর থেকে আর টেনিস খেলছেন না ফেদেরার। এই সময়ে তৃতীয়বারের মতো হাঁটুতে অস্ত্রোপচার করতে হয়েছে। শরীর আর সমর্থন না করায় অবশেষে থামতেই হচ্ছে ফেডেক্সকে। সামাজিক মাধ্যমে এক চিঠি পোস্ট করে ফেদেরার লিখেছেন, ‘গত কিছুদিনে আমার শরীর আমাকে পরিষ্কার বার্তা দিয়েছে। গত ২৪ বছরে ১৫০০ ম্যাচের বেশি খেলেছি। এখন আমাকে স্বীকার করতেই হচ্ছে প্রতিযোগিতামূলক ক্যারিয়ারটা শেষ করতে হচ্ছে। টেনিস খেলাকে বলব, তোমাকে অনেক ভালোবাসি, কখনোই তোমাকে ছেড়ে যাব না।’ 

বিদায়ী বার্তায় ফেদেরার তাঁর পরিবার, বন্ধু, কোচ, প্রতিদ্বন্দ্বী, পৃষ্ঠপোষক, ভক্ত-সমর্থক—সবাইকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন ফেদেরার। ১৯৯৮ সালে মাত্র ১৬ বছর বয়সে পেশাদার টেনিসে অভিষেক। ২০০৩ সালে প্রথম গ্র্যান্ড স্লাম জয়। এরপর টেনিসকে শিল্পে রূপ দিয়ে জিতেছেন ৬টি অস্ট্রেলিয়ান ওপেন, ১টি ফ্রেঞ্চ ওপেন, ৮ উইম্বলডন আর ৫টি ইউএস ওপেন। গ্র্যান্ড স্লাম জেতার দিক দিয়ে তাঁর ওপরে আছে শুধু রাফায়েল নাদাল (২২) আর নোভাক ুজোকোভিচ (২১)। 

ফেদেরের এই বিদায়ে একটি বড় অধ্যায়ই শেষ হতে চলেছে টেনিসের ইতিহাসে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত