ক্রীড়া ডেস্ক
জয় দিয়ে অস্ট্রেলিয়ান ওপেন শুরু করলেন রাফায়েল নাদাল। জ্যাক ড্রেপারের বিপক্ষে এক সেট হাতে রেখেই জয় পেয়েছেন নাদাল। তবে স্প্যানিশ এই তারকার জয় পেতে একটু কষ্টই হয়েছে। ডিফেন্ডিং চ্যাম্পিয়নের এমন খেলা দেখে অবাক হয়েছেন ধারাভাষ্যকারেরাও।
মেলবোর্ন ওপেনের প্রথম দিনেই খেলতে নেমেছিলেন নাদাল। ড্রেপারকে প্রথম সেটে ৭-৫ গেমে হারিয়ে দিয়েছেন। তবে দ্বিতীয় সেটে দুইবার পয়েন্ট হারান স্প্যানিশ টেনিস তারকা। হতাশায় কপালে হাত দিয়েছেন বাছাইয়ের দুই নম্বর টেনিস তারকা। কিছুটা অসুস্থও বোধ করছিলেন ২২ বারের গ্র্যান্ডস্লামজয়ী এই তারকা। আর ৬-২ গেমে সেট জিতেছিলেন ড্রেপার। ধারাভাষ্যকার জন ফিটজার্যাল্ড এমন অবস্থা দেখে বলেন, ‘এটা আশ্চর্যের বিষয়। আমি এভাবে রাফাকে কখনো দেখিনি। তার চেহারা দেখেই বোঝা গিয়েছিল সে ধাক্কা খেয়েছে।’
৭-৫ গেমে এগিয়ে থেকে দ্বিতীয় সেটে ৬-২ গেমে হেরে যান নাদাল। প্রথম দুই সেট সমতা হওয়ার পর পরের দুই সেটে জিতে যান স্প্যানিশ টেনিস তারকা। ড্রেপারকে ৬-৪ ও ৬-১ গেমে হারিয়ে দেন ২২ বারের গ্র্যান্ডস্লামজয়ী তারকা।
ক্যারিয়ারের ২২ গ্র্যান্ডস্লামের মধ্যে দুবার অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন নাদাল। সবচেয়ে বেশি জিতেছেন ফ্রেঞ্চ ওপেন। ১৪ বার ফ্রেঞ্চ ওপেন জিতেছেন তিনি। এছাড়া দুবার জিতেছেন উইম্বলডন এবং চারবার জিতেছেন ইউএস ওপেন। ২০২২ সালে ফ্রেঞ্চ ওপেন ও অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন স্প্যানিশ এই টেনিস তারকা।
জয় দিয়ে অস্ট্রেলিয়ান ওপেন শুরু করলেন রাফায়েল নাদাল। জ্যাক ড্রেপারের বিপক্ষে এক সেট হাতে রেখেই জয় পেয়েছেন নাদাল। তবে স্প্যানিশ এই তারকার জয় পেতে একটু কষ্টই হয়েছে। ডিফেন্ডিং চ্যাম্পিয়নের এমন খেলা দেখে অবাক হয়েছেন ধারাভাষ্যকারেরাও।
মেলবোর্ন ওপেনের প্রথম দিনেই খেলতে নেমেছিলেন নাদাল। ড্রেপারকে প্রথম সেটে ৭-৫ গেমে হারিয়ে দিয়েছেন। তবে দ্বিতীয় সেটে দুইবার পয়েন্ট হারান স্প্যানিশ টেনিস তারকা। হতাশায় কপালে হাত দিয়েছেন বাছাইয়ের দুই নম্বর টেনিস তারকা। কিছুটা অসুস্থও বোধ করছিলেন ২২ বারের গ্র্যান্ডস্লামজয়ী এই তারকা। আর ৬-২ গেমে সেট জিতেছিলেন ড্রেপার। ধারাভাষ্যকার জন ফিটজার্যাল্ড এমন অবস্থা দেখে বলেন, ‘এটা আশ্চর্যের বিষয়। আমি এভাবে রাফাকে কখনো দেখিনি। তার চেহারা দেখেই বোঝা গিয়েছিল সে ধাক্কা খেয়েছে।’
৭-৫ গেমে এগিয়ে থেকে দ্বিতীয় সেটে ৬-২ গেমে হেরে যান নাদাল। প্রথম দুই সেট সমতা হওয়ার পর পরের দুই সেটে জিতে যান স্প্যানিশ টেনিস তারকা। ড্রেপারকে ৬-৪ ও ৬-১ গেমে হারিয়ে দেন ২২ বারের গ্র্যান্ডস্লামজয়ী তারকা।
ক্যারিয়ারের ২২ গ্র্যান্ডস্লামের মধ্যে দুবার অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন নাদাল। সবচেয়ে বেশি জিতেছেন ফ্রেঞ্চ ওপেন। ১৪ বার ফ্রেঞ্চ ওপেন জিতেছেন তিনি। এছাড়া দুবার জিতেছেন উইম্বলডন এবং চারবার জিতেছেন ইউএস ওপেন। ২০২২ সালে ফ্রেঞ্চ ওপেন ও অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন স্প্যানিশ এই টেনিস তারকা।
বাংলাদেশ ম্যাচ শুরুর দুই ঘণ্টা আগেও একাদশ প্রকাশের ‘সাহস’ দেখায় না। তবে এখন বেশির ভাগ টেস্ট দল খেলা শুরুর একদিন আগেই টেস্ট একাদশ জানিয়ে দেয়। আজ ওয়েস্ট ইন্ডিজ জানিয়ে দিয়েছে কাল অ্যান্টিগা টেস্টে বাংলাদেশের বিপক্ষে একাদশটা কেমন হবে।
৯ ঘণ্টা আগেঅ্যাশেজ শুরুর আগে সিরিজের ফলাফল নিয়ে বরাবরই পূর্বানুমান করেন অস্ট্রেলিয়ার সাবেক তারকারা। সেই অভ্যাসের বশেই কিনা আজ থেকে শুরু হতে যাওয়া পাঁচ টেস্টের বোর্ডার-গাভাস্কার ট্রফি নিয়ে রিকি পন্টিং বলে বসলেন—অস্ট্রেলিয়া সিরিজ জিতবে ৩-১ ব্যবধানে।
১১ ঘণ্টা আগেবিনা যুদ্ধে নাহি দিব সূচ্যগ্র মেদিনী—চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান যা শুরু করেছে, তাতে এই কথাটা মনে পড়া স্বাভাবিক। কারণ দুই পক্ষই যার যার সিদ্ধান্তে অনড়। এমন পরিস্থিতিতে পাকিস্তানে যাওয়ার চিন্তাভাবনা করছে ক্রিকেটের অভিভাবক সংস্থা (আইসিসি)।
১২ ঘণ্টা আগেব্যাটিংয়ে নামার সুযোগ হয়নি সাকিব আল হাসানের। তবে বোলিং ও ফিল্ডিংয়ে ভেলকি দেখিয়েছেন তিনি। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে তাঁর দুর্দান্ত পারফরম্যান্সও জেতাতে পারল না বাংলা টাইগার্সকে।
১৩ ঘণ্টা আগে