ফেদেরারের সঙ্গে তুলনা নিয়ে আলকারাস বললেন ‘অসম্ভব’

ক্রীড়া ডেস্ক
Thumbnail image

এবারই প্রথম খেলতে নেমেছিলেন লেভার কাপ। আর তাতেই বাজিমাত কার্লোস আলকারাসের। লেভার কাপ একক পারফরম্যান্সের টুর্নামেন্ট না হলেও ইউরোপকে শিরোপা জেতাতে কোর্টে নেতৃত্ব দিয়েছেন ২১ বছর বয়সী এই স্প্যানিয়ার্ডই। একক ও দ্বৈত মিলিয়ে মোট ৯টি ম্যাচ খেলেছেন—জিতেছেন আটটিতেই। বাকি বিশ্ব দলের টেলর ফ্রিটজকে ৬-২, ৭-৫ গেমে হারিয়ে পরশু যখন শিরোপা নিয়ে উদ্‌যাপনে মত্ত আলকারাস, তখন তাঁর দিকে তাকিয়ে হয়তো অনেকেরই তিনটি শব্দ মনে পড়েছে—ভিনি, ভিডি, ভিসি। যার অর্থ—এলেন, দেখলেন, জয় করলেন! 

ফর্মে শীর্ষে থাকা এই স্প্যানিয়ার্ডের মধ্যে অনেকেই ছায়া দেখেন টেনিস কিংবদন্তি রজার ফেদেরারের। লেভার কাপ শেষে প্রসঙ্গটা সামনে এলে ‘অসম্ভব’ বলে তা উড়িয়েই দিলেন আলকারাস, ‘সেই পর্যায়ে যাওয়ার এখনো অনেক দূরে অবস্থান আমার। তবে একদিন যাওয়ার আশা রাখি। কিন্তু এটা (ফেদেরারের সঙ্গে তুলনা) সত্যিই সম্ভব।’ 

২০১৭ সালে প্রবর্তিত লেভার কাপের প্রথম তিন আসরে চ্যাম্পিয়ন হয়েছিল ইউরোপ। তবে ২০২২ ও ২০২৩ সালে ঘুরে দাঁড়িয়ে শিরোপা জেতে বিশ্ব দল। দুই বছর বিরতি দিয়ে এবার সাফল্যের ধারায় ফিরেছে ইউরোপ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত