ক্রীড়া ডেস্ক
ক্রীড়াঙ্গনের সুখী দম্পতিদের সংক্ষিপ্ত তালিকা করলে শোয়েব মালিক-সানিয়া মির্জার নাম ওপরের দিকেই থাকার কথা। গত পরশু পাকিস্তানি ক্রিকেটার আর ভারতীয় টেনিস তারকা সংসার জীবনের এক যুগ পূরণ করেছেন।
৪০ পেরিয়েও শোয়েব এখনো খেলে চলেছেন। ৩৫ বছর বয়সী সানিয়া অবশ্য এ মৌসুম শেষেই টেনিসকে বিদায় বলবেন। পরিবারকে সময় দিতেই তাঁর এ সিদ্ধান্ত।
২০১৮ সালে শোয়েব-সানিয়ার ঘর আলোকিত করেছে ছেলে ইজহান মালিক মির্জা। সাড়ে তিন বছর বয়সী সন্তানের জন্ম নিয়ে শোয়েব এবার দিলেন মজার তথ্য। ইজহান যাতে ফর্সা হয়, সে জন্য গর্ভাবস্থায় সানিয়াকে নাকি বেশি বেশি আপেল খাওয়াতেন তাঁর মা (শোয়েবের শাশুড়ি)।
পাকিস্তানের টিভি উপস্থাপিকা নিদা ইয়াসিরের অনুষ্ঠান ‘শান-ই-সুহুরে’ কদিন আগে অভিনেত্রী উশনা শাহের উপস্থিতিতে শোয়েব এ কথা বলেন। সেখানে সৌন্দর্যের ক্ষেত্রে ফর্সা ত্বকের গুরুত্ব সম্পর্কে সমাজের ধারণা নিয়ে আলোচনা উঠলে তিনি বলেন, ‘আমার শাশুড়ি আমার স্ত্রীকে প্রচুর আপেল খেতে বাধ্য করেছেন, যাতে আমাদের সন্তান ফর্সা হয়।’
এ সময় উশনা বলেন, ‘কিন্তু তোমার ছেলে তো ফর্সা।’ জবাবে শোয়েব হেসে বলেন, ‘হ্যাঁ, খুবই ফর্সা। সব কৃতিত্ব আপেলের।’
শোয়েবের এমন মন্তব্যের বিরোধিতা করে উশানা বলেন, ‘কালো ত্বককে অবজ্ঞা করে ফর্সা ত্বককে চূড়ান্ত সৌন্দর্যের মান হিসেবে বিবেচনা করা অযৌক্তিক। আমি মনে করি কালো মানুষও সুদর্শন। আমার ক্রাশ কোবে ব্রায়ান্টও (প্রয়াত বাস্কেটবল কিংবদন্তি) কালো ছিলেন।’
ব্রিটিশ শাসনামল থেকে ফর্সা ত্বককে সৌন্দর্যের মানদণ্ড ধরা হলেও পাকিস্তানে এ ধারণা বদলাতে শুরু করেছে। এখন অনেকেই মনে করেন, সৌন্দর্যের সঙ্গে গায়ের রঙের কোনো যোগসূত্র নেই।
ক্রীড়াঙ্গনের সুখী দম্পতিদের সংক্ষিপ্ত তালিকা করলে শোয়েব মালিক-সানিয়া মির্জার নাম ওপরের দিকেই থাকার কথা। গত পরশু পাকিস্তানি ক্রিকেটার আর ভারতীয় টেনিস তারকা সংসার জীবনের এক যুগ পূরণ করেছেন।
৪০ পেরিয়েও শোয়েব এখনো খেলে চলেছেন। ৩৫ বছর বয়সী সানিয়া অবশ্য এ মৌসুম শেষেই টেনিসকে বিদায় বলবেন। পরিবারকে সময় দিতেই তাঁর এ সিদ্ধান্ত।
২০১৮ সালে শোয়েব-সানিয়ার ঘর আলোকিত করেছে ছেলে ইজহান মালিক মির্জা। সাড়ে তিন বছর বয়সী সন্তানের জন্ম নিয়ে শোয়েব এবার দিলেন মজার তথ্য। ইজহান যাতে ফর্সা হয়, সে জন্য গর্ভাবস্থায় সানিয়াকে নাকি বেশি বেশি আপেল খাওয়াতেন তাঁর মা (শোয়েবের শাশুড়ি)।
পাকিস্তানের টিভি উপস্থাপিকা নিদা ইয়াসিরের অনুষ্ঠান ‘শান-ই-সুহুরে’ কদিন আগে অভিনেত্রী উশনা শাহের উপস্থিতিতে শোয়েব এ কথা বলেন। সেখানে সৌন্দর্যের ক্ষেত্রে ফর্সা ত্বকের গুরুত্ব সম্পর্কে সমাজের ধারণা নিয়ে আলোচনা উঠলে তিনি বলেন, ‘আমার শাশুড়ি আমার স্ত্রীকে প্রচুর আপেল খেতে বাধ্য করেছেন, যাতে আমাদের সন্তান ফর্সা হয়।’
এ সময় উশনা বলেন, ‘কিন্তু তোমার ছেলে তো ফর্সা।’ জবাবে শোয়েব হেসে বলেন, ‘হ্যাঁ, খুবই ফর্সা। সব কৃতিত্ব আপেলের।’
শোয়েবের এমন মন্তব্যের বিরোধিতা করে উশানা বলেন, ‘কালো ত্বককে অবজ্ঞা করে ফর্সা ত্বককে চূড়ান্ত সৌন্দর্যের মান হিসেবে বিবেচনা করা অযৌক্তিক। আমি মনে করি কালো মানুষও সুদর্শন। আমার ক্রাশ কোবে ব্রায়ান্টও (প্রয়াত বাস্কেটবল কিংবদন্তি) কালো ছিলেন।’
ব্রিটিশ শাসনামল থেকে ফর্সা ত্বককে সৌন্দর্যের মানদণ্ড ধরা হলেও পাকিস্তানে এ ধারণা বদলাতে শুরু করেছে। এখন অনেকেই মনে করেন, সৌন্দর্যের সঙ্গে গায়ের রঙের কোনো যোগসূত্র নেই।
ঝামেলা, জটিলতা, বিতর্ক থেকে যেন বেরই হতে পারছে না ফারুক আহমেদের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএলের নানা বিতর্কের মধ্যে আরেক জটিলতা। প্রথম বিভাগ ক্রিকেটের ট্রফি উন্মোচন হওয়ার কথা ছিল আজ। সেটি স্থগিত করতে বাধ্য হয়েছে বিসিবির ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। পরশু থেকে শুর
১২ ঘণ্টা আগেবাংলাদেশে ক্রিকেটের আরেক নাম যেন আবেগ। আর তা এমনই যে, আগের ম্যাচে সেঞ্চুরি করে পরের ম্যাচে ব্যর্থ হওয়ায় লিটন দাসকে শুনতে হয় দুয়ো। চট্টগ্রামে ফরচুন বরিশালের বিপক্ষে ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন। পরে ফিল্ডিং করতে সীমানা দড়ির কাছাকাছি দাঁড়ালে গ্যালারি থেকে দুয়োধ্বনি দিতে থাকে দর্শকদের একাংশ।
১২ ঘণ্টা আগেসব সময় যে আক্রমণভাগের খেলোয়াড়েরা ম্যাচ জেতালেন তেমনটা নয়। দলের প্রয়োজনে ডিফেন্ডাররাও হতে পারেন ‘কান্ডারি’। আজ প্রিমিয়ার লিগে যেমন রহমতগঞ্জের বিপক্ষে সেই ভূমিকায় আবাহনীর শাকিল হোসেন। মুন্সিগঞ্জে তাঁর গোলেই গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠে ছেড়েছে মারুফুল হকের শিষ্যরা।
১৪ ঘণ্টা আগেএর চেয়ে ভালো একটা দিন আর কী হতে পারত মনফিলস-সভিতোলিনা দম্পতির জন্য! অস্ট্রেলিয়ান ওপেন আজ দুজনেই জিতেছেন। আর তাঁদের জেতাটা চলতি টুর্নামেন্টের বড় দুটি অঘটনও!
১৬ ঘণ্টা আগে