ইউএস ওপেনের নতুন রানি সিয়াতেক

ক্রীড়া ডেস্ক
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২২, ১২: ২৯
Thumbnail image

পোল্যান্ডের প্রথম নারী হিসেবে ইউএস ওপেন জেতার রেকর্ড গড়লেন ইগা সিয়াতেক। বছরের শেষ গ্র্যান্ড স্লামে ওনস জাবিরকে সরাসরি ৬-২, ৭-৬ (৭-৫) গেমে হারিয়েছেন তিনি।

সিয়াতেক আর্থার অ্যাশ স্টেডিয়ামে শিরোপার লক্ষ্যে নেমে প্রথম সেটে লড়াইয়ের কোনো সুযোগই দেননি জাবিরকে। তিনি ৬-২ গেমে জিতে নেন প্রথম সেট। দ্বিতীয় সেটে বেশ প্রতিদ্বন্দ্বিতা হয়েছে দুই ফাইনালিস্টের মধ্যে। তবে ম্যাচে ঘুরে দাঁড়াতে পারেননি জাবির। তিউনিসিয়ার নারী টেনিস তারকা টাইব্রেকারে ৭-৬ (৭-৫) গেমে হেরে যান সিয়াতেকের কাছে। সরাসরি সেটে জিতে ইউএস ওপেনের নতুন রানি হলেন সিয়াতেক।

ফ্ল্যাশিং মিডোতে জেতার পর ২১ বছর বয়সী সিয়াতেক বলেছেন, ‘এটি এমন কিছু, যা আশা করিনি। আমি গর্বিত, একটু অবাকও। তবে এটি জিততে পেরে খুশি। কারণ টুর্নামেন্ট শুরুর আগে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম।’

দ্বিতীয়বারের মতো গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠেছিলেন জাবির। কিন্তু দুবারেই হতাশা সঙ্গী হয়েছে তাঁর। বছরের শেষ গ্র্যান্ড স্লামে হেরে তিনি বলেছেন, ‘সিয়াতেক সত্যি নিজের মানকে অনেক উঁচুতে নিয়েছে। এটা আমাদের খেলার জন্য ভালো। আমার কাজ চালিয়ে যাব এবং আশা করি তাকে ধরতে পারব। নতুন মৌসুমের জন্য নিজেকে তৈরি করব। আর মনে হচ্ছে, নতুন মৌসুমে ভালো কিছু করতে পারব।’

পোল্যান্ডের নারী টেনিস ইতিহাসের অনেক প্রথমের সঙ্গেই সিয়াতেকের নাম জড়িয়ে রয়েছে। ২০২০ সালে দেশটির প্রথম নারী হিসেবে জিতেছিলেন টেনিস গ্র্যান্ড স্লাম। ক্যারিয়ারের প্রথম অ্যালবামটি জিতেছিলেন ফরাসি ওপেনে। এরপর এ বছর দ্বিতীয়বারের মতো জেতেন লাল দুর্গে। পোল্যান্ডের প্রথম নারী হিসেবে এবার ইউএস ওপেনের ফাইনালে খেলার রেকর্ড গড়েছিলেন। তবে সেখানেই থেমে থাকেননি সিয়াতেক। ফাইনালে জাবিরকে হারিয়ে জিতলেন ক্যারিয়ারের তৃতীয় গ্র্যান্ড স্লামও।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত