ক্রীড়া ডেস্ক
টানা ৩৪ ম্যাচে জয়। নারীদের সাম্প্রতিক টেনিসে অবিশ্বাস্যই বটে। যেখানে শ্রেষ্ঠত্বের মসনদ দুই দিনেই বদলে যায়, সেখানে এভাবে ছন্দ ধরে রেখে বাড়তি কৃতিত্ব দাবি করতেই পারেন ইগা সিয়াতেক। টেনিস দুনিয়ায় এই মুহূর্তে সবচেয়ে আলোচিত নাম। দাপট ধরে রেখে উঠেছেন ফ্রেঞ্চ ওপেনের ফাইনালেও। ফাইনালে মার্কিন টিনএজ তারকা কোকো গাফকে হারাতে পারলেই জিতে নেবেন নিজের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম শিরোপাও।
সেমিফাইনালে রাশিয়ান প্রতিপক্ষ দারিয়া কাসাতকিনাকে হারিয়ে সিয়াতেক ছুঁয়েছেন ২০১৩ সালে সেরেনা উইলিয়ামসের গড়া টানা ৩৪ ম্যাচ জয়ের রেকর্ড। ফাইনালে শিরোপা জিততে পারলে ছুঁয়ে ফেলবেন ২০০০ সালে সেরেনার বোন ভেনাসের গড়া টানা ৩৫ ম্যাচ জয়ের রেকর্ড। তবে সিয়াতেকের স্বপ্নের আকাশটা যে আরও উঁচুতে। জয়ের ধারাটা এখনই থামাতে চান না তিনি।
ফাইনালে সিয়াতেকের কাজটা অবশ্য সহজ হবে না। দারুণ নৈপুণ্য দেখিয়ে ফাইনালে উঠেছেন গাফ। বয়স ১৮ পেরোনোর আগেই টেনিসের ভবিষ্যৎ হিসেবে ভাবা হচ্ছে গাফকে। যেকোনো গ্র্যান্ড স্লামে তৃতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ফাইনালে উঠেছেন গাফ। এই মার্কিন তারকাকে শুধু ফাইনালের জন্যই নয়, লম্বা সময়ের জন্য প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছেন সিয়াতেক। বিবিসির এক কলামে সিয়াতেক লিখেছেন, ‘ফাইনালের প্রতিপক্ষ কোকো গাফের খেলা দেখতে আমি পছন্দ করি। সম্ভবত সামনের বছরগুলো এই দ্বৈরথ (সিয়াতেক-গাফ দ্বৈরথ) বিশেষ কিছু হতে যাচ্ছে।’
সিয়াতেক আরও যোগ করে বলেন, ‘কোকো একজন দারুণ সম্ভাবনাময় খেলোয়াড়। আমি আশা করি, সে আরও উন্নতি করবে। আমার মনে হয়, এই টুর্নামেন্ট দেখিয়েছে সে সঠিক পথেই আছে।’
প্রতিপক্ষ সিয়াতেকের প্রশংসায় ভাসলেও ফাইনাল নিয়ে যথেষ্ট সতর্ক গাফ। অবিশ্বাস্য সিয়াতেককে থামাতে হলে যে নিজের সেরাটা উজাড় করে দিতে হবে তা জানা আছে গাফেরও।
টানা ৩৪ ম্যাচে জয়। নারীদের সাম্প্রতিক টেনিসে অবিশ্বাস্যই বটে। যেখানে শ্রেষ্ঠত্বের মসনদ দুই দিনেই বদলে যায়, সেখানে এভাবে ছন্দ ধরে রেখে বাড়তি কৃতিত্ব দাবি করতেই পারেন ইগা সিয়াতেক। টেনিস দুনিয়ায় এই মুহূর্তে সবচেয়ে আলোচিত নাম। দাপট ধরে রেখে উঠেছেন ফ্রেঞ্চ ওপেনের ফাইনালেও। ফাইনালে মার্কিন টিনএজ তারকা কোকো গাফকে হারাতে পারলেই জিতে নেবেন নিজের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম শিরোপাও।
সেমিফাইনালে রাশিয়ান প্রতিপক্ষ দারিয়া কাসাতকিনাকে হারিয়ে সিয়াতেক ছুঁয়েছেন ২০১৩ সালে সেরেনা উইলিয়ামসের গড়া টানা ৩৪ ম্যাচ জয়ের রেকর্ড। ফাইনালে শিরোপা জিততে পারলে ছুঁয়ে ফেলবেন ২০০০ সালে সেরেনার বোন ভেনাসের গড়া টানা ৩৫ ম্যাচ জয়ের রেকর্ড। তবে সিয়াতেকের স্বপ্নের আকাশটা যে আরও উঁচুতে। জয়ের ধারাটা এখনই থামাতে চান না তিনি।
ফাইনালে সিয়াতেকের কাজটা অবশ্য সহজ হবে না। দারুণ নৈপুণ্য দেখিয়ে ফাইনালে উঠেছেন গাফ। বয়স ১৮ পেরোনোর আগেই টেনিসের ভবিষ্যৎ হিসেবে ভাবা হচ্ছে গাফকে। যেকোনো গ্র্যান্ড স্লামে তৃতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ফাইনালে উঠেছেন গাফ। এই মার্কিন তারকাকে শুধু ফাইনালের জন্যই নয়, লম্বা সময়ের জন্য প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছেন সিয়াতেক। বিবিসির এক কলামে সিয়াতেক লিখেছেন, ‘ফাইনালের প্রতিপক্ষ কোকো গাফের খেলা দেখতে আমি পছন্দ করি। সম্ভবত সামনের বছরগুলো এই দ্বৈরথ (সিয়াতেক-গাফ দ্বৈরথ) বিশেষ কিছু হতে যাচ্ছে।’
সিয়াতেক আরও যোগ করে বলেন, ‘কোকো একজন দারুণ সম্ভাবনাময় খেলোয়াড়। আমি আশা করি, সে আরও উন্নতি করবে। আমার মনে হয়, এই টুর্নামেন্ট দেখিয়েছে সে সঠিক পথেই আছে।’
প্রতিপক্ষ সিয়াতেকের প্রশংসায় ভাসলেও ফাইনাল নিয়ে যথেষ্ট সতর্ক গাফ। অবিশ্বাস্য সিয়াতেককে থামাতে হলে যে নিজের সেরাটা উজাড় করে দিতে হবে তা জানা আছে গাফেরও।
ঝামেলা, জটিলতা, বিতর্ক থেকে যেন বেরই হতে পারছে না ফারুক আহমেদের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএলের নানা বিতর্কের মধ্যে আরেক জটিলতা। প্রথম বিভাগ ক্রিকেটের ট্রফি উন্মোচন হওয়ার কথা ছিল আজ। সেটি স্থগিত করতে বাধ্য হয়েছে বিসিবির ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। পরশু থেকে শুর
৪ ঘণ্টা আগেবাংলাদেশে ক্রিকেটের আরেক নাম যেন আবেগ। আর তা এমনই যে, আগের ম্যাচে সেঞ্চুরি করে পরের ম্যাচে ব্যর্থ হওয়ায় লিটন দাসকে শুনতে হয় দুয়ো। চট্টগ্রামে ফরচুন বরিশালের বিপক্ষে ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন। পরে ফিল্ডিং করতে সীমানা দড়ির কাছাকাছি দাঁড়ালে গ্যালারি থেকে দুয়োধ্বনি দিতে থাকে দর্শকদের একাংশ।
৪ ঘণ্টা আগেসব সময় যে আক্রমণভাগের খেলোয়াড়েরা ম্যাচ জেতালেন তেমনটা নয়। দলের প্রয়োজনে ডিফেন্ডাররাও হতে পারেন ‘কান্ডারি’। আজ প্রিমিয়ার লিগে যেমন রহমতগঞ্জের বিপক্ষে সেই ভূমিকায় আবাহনীর শাকিল হোসেন। মুন্সিগঞ্জে তাঁর গোলেই গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠে ছেড়েছে মারুফুল হকের শিষ্যরা।
৬ ঘণ্টা আগেএর চেয়ে ভালো একটা দিন আর কী হতে পারত মনফিলস-সভিতোলিনা দম্পতির জন্য! অস্ট্রেলিয়ান ওপেন আজ দুজনেই জিতেছেন। আর তাঁদের জেতাটা চলতি টুর্নামেন্টের বড় দুটি অঘটনও!
৭ ঘণ্টা আগে