Ajker Patrika

ফেদেরার ও নাদালের পর ইউএস ওপেন থেকে সরে এলেন থিয়েমও

ক্রীড়া ডেস্ক, ঢাকা
আপডেট : ১৯ আগস্ট ২০২১, ১৩: ৪৬
ফেদেরার ও নাদালের পর ইউএস ওপেন থেকে সরে এলেন থিয়েমও

বছরের শেষ গ্র্যান্ড স্লাম ইউএস ওপেন থেকে এবার নাম প্রত্যাহার করে নিলেন ডমিনিক থিয়েম। কবজির চোটে মৌসুমের বাকি সময় আর কোর্টে ফিরতে পারবেন না থিয়েম। বাছাইয়ের ৬ নম্বরে থাকা এই অস্ট্রিয়ান টেনিস তারকা নিজেই টুইটে বিষয়টি নিশ্চিত করেছেন। 

এর আগে হাঁটুর অপারেশনের পর ইউএস ওপেন থেকে আগেই ছিটকে গিয়েছিলেন রজার ফেদেরার। রাফায়েল নাদালও আগেই জানিয়েছেন চোটের কারণে ইউএস ওপেনে তিনি এবার অংশ নিচ্ছেন না। গত জুনে ম্যালোরকা ওপেনে চোট পাওয়ার পর শঙ্কা ছিল থিয়েমকে নিয়েও। শেষ পর্যন্ত সেই চোটেই সরে যেতে বাধ্য হলেন ২৭ বছর বয়সী এই টেনিস তারকা।

গত ছয় মাস ধরেই ডাক্তারের পরামর্শ মেনে কবজিতে স্প্লিন্ট পরে খেলে আসছিলেন থিয়েম। এর মধ্যে গত সপ্তাহে অনুশীলনে চোট পেয়েছিলেন। শেষ মুহূর্তে তাই ইউএস ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন। থিয়েম এক টুইট বার্তায় লিখেছেন, ‘দুর্ভাগ্যবশত আমাকে ইউএস ওপেন থেকে সরে আসতে হচ্ছে। মৌসুমের বাকি সময়ও হাতছাড়া করব। নিউইয়র্কে শিরোপা জিততে না পেরে আমি সত্যিই হতাশ। আর জুন মাসে ম্যালোরকা ওপেনে কবজিতে আঘাত পেয়েছিলাম, যা এখনো সেরে ওঠেনি।’ 

সিদ্ধান্তটা কঠিন ছিল থিয়েমের জন্য। তবে কঠিন হলেও ক্যারিয়ার আরও লম্বা করতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন, `এটা কঠিন সিদ্ধান্ত ছিল। কিন্তু আমি জানি এটা আমাকে করতেই হতো। সামনে লম্বা ক্যারিয়ার পড়ে আছে, তাই ঝুঁকি না নেওয়া ও তাড়াহুড়া না করা গুরুত্বপূর্ণ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত