টেনিস কোর্টে চলতি বছরটা খুব একটা ভালো কাটেনি সিমোনা হালেপের। গ্র্যান্ড স্লাম জয়ের ধারেকাছেও যেতে পারেননি। সদ্য সমাপ্ত ইউএস ওপেন থেকে ছিটকে গেছেন শেষ ষোলো পর্বেই। শিরোপার স্বাদ বলতে কেবল সিনসিনাটি মাস্টার্স।
কোর্টের এসব দুস্মৃতি অবশ্য কোর্টেই ফেলে আসেন হালেপ। ২৯ বছর বয়সী রোমানিয়ান তারকা বাইরের জীবনটা কাটান নিজের মতো করে। গতকাল তো নিজের জীবনটাকে আরও পূর্ণতায় ভরিয়ে দিলেন তিনি।
দীর্ঘ দিন চুটিয়ে প্রেম করার পর ভালোবাসার মানুষটিকেই বিয়ে করলেন হালেপ। তাঁর স্বামী টনি ইউরুক একজন ধনকুবের।
শুভকাজ সম্পন্ন করতে নিজ শহর কন্সতান্তাকেই বেছে নিয়েছেন হালেপ। কৃষ্ণ সাগর পাড়ের শহরটিতে কাল বেশ জাঁকালো পরিবেশেই হয়েছে নব দম্পতির বিবাহোত্তর সংবর্ধনা। উপস্থিত ছিলেন আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব থেকে শুরু করে পরিচিত সাংবাদিকরাও।
নতুন জীবনের অনুভূতি জানাতে গিয়ে হালেপ বলেছেন, ‘এটা সুন্দর মুহূর্তগুলোর একটি। আমি সত্যিই আবেগাপ্লুত। এই আবেগ গ্র্যান্ড স্লাম জয় থেকে একদম আলাদা। টেনিস আমার জীবনের অংশ, বিয়েটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সেটা হওয়ায় খুব খুশি।’
টেনিস কোর্টে চলতি বছরটা খুব একটা ভালো কাটেনি সিমোনা হালেপের। গ্র্যান্ড স্লাম জয়ের ধারেকাছেও যেতে পারেননি। সদ্য সমাপ্ত ইউএস ওপেন থেকে ছিটকে গেছেন শেষ ষোলো পর্বেই। শিরোপার স্বাদ বলতে কেবল সিনসিনাটি মাস্টার্স।
কোর্টের এসব দুস্মৃতি অবশ্য কোর্টেই ফেলে আসেন হালেপ। ২৯ বছর বয়সী রোমানিয়ান তারকা বাইরের জীবনটা কাটান নিজের মতো করে। গতকাল তো নিজের জীবনটাকে আরও পূর্ণতায় ভরিয়ে দিলেন তিনি।
দীর্ঘ দিন চুটিয়ে প্রেম করার পর ভালোবাসার মানুষটিকেই বিয়ে করলেন হালেপ। তাঁর স্বামী টনি ইউরুক একজন ধনকুবের।
শুভকাজ সম্পন্ন করতে নিজ শহর কন্সতান্তাকেই বেছে নিয়েছেন হালেপ। কৃষ্ণ সাগর পাড়ের শহরটিতে কাল বেশ জাঁকালো পরিবেশেই হয়েছে নব দম্পতির বিবাহোত্তর সংবর্ধনা। উপস্থিত ছিলেন আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব থেকে শুরু করে পরিচিত সাংবাদিকরাও।
নতুন জীবনের অনুভূতি জানাতে গিয়ে হালেপ বলেছেন, ‘এটা সুন্দর মুহূর্তগুলোর একটি। আমি সত্যিই আবেগাপ্লুত। এই আবেগ গ্র্যান্ড স্লাম জয় থেকে একদম আলাদা। টেনিস আমার জীবনের অংশ, বিয়েটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সেটা হওয়ায় খুব খুশি।’
শেষ মুহূর্তে রক্ষণ সামলাতে না পারার পুরোনো রোগই আবার কাল হয়ে দাঁড়াল। বাংলাদেশের মুখের কাছ থেকে জয়ের সমান এক ড্র কেড়ে নিয়ে দিনশেষে উৎসবে মেতে উঠল হংকং। এক হিসেবে জয়টা বরং উপহার দিয়েছে বাংলাদেশই। রক্ষণের ভুলগুলো তাই মেনে নিতে পারছেন না কোচ হাভিয়ের কাবরেরা।
৫ ঘণ্টা আগেঘরের মাঠে পয়েন্ট হারাতে হলো আবারও। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি যদি আক্ষেপ হয়ে থাকে, তাহলে গতকাল হংকংয়ের বিপক্ষে ৪–৩ গোলের হারটি চরম হতাশার। দুই গোলের ব্যবধানে পিছিয়ে থেকে বাংলাদেশ যেভাবে ঘুরে দাঁড়িয়েছিল তাতে ড্র মনে হচ্ছিল অবশ্যম্ভাবী। কিন্তু শেষ মুহূর্তে বাংলাদেশের ভেঙে পড়ার অভ্যাস আর গেল কই।
৬ ঘণ্টা আগেফুটবলে ভালো করার পূর্বশর্ত দলগত পারফরম্যান্স। বৈশ্বিক টুর্নামেন্টের ক্ষেত্রে কথাটি আরও বেশি প্রযোজ্য। তাই ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে ফুটবলারদের ঐক্যের ডাক দিয়েছেন ইংল্যান্ডের কোচ টমাস টুখেল। তাঁর বিশ্বাস, দলীয় বন্ধন থাকলে বিশ্বকাপে দারুণ কিছু করতে পারবে ইংলিশরা।
৭ ঘণ্টা আগেপ্রথমার্ধের উত্তাপ দ্বিতীয়ার্ধে বেড়ে উঠল আরও। হামজা-শমিতদের ঘাড়ে চড়ে জয়ের স্বপ্নই দেখছিল বাংলাদেশ। সেই স্বপ্ন দিন শেষে রূপ নিল চরম হতাশায়। হামজা চৌধুরী হয়ে পড়লেন বিমর্ষ, শমিত শোমও যেন বলার কিছু খুঁজে পাচ্ছিলেন না। ফাহামিদুল ইসলাম তো কেঁদেই ফেললেন। এভাবেও হারা যায়!
৮ ঘণ্টা আগে