ফেদেরারের অবসরের ঘোষণায় মেসি-শচীনদের শুভেচ্ছা

ক্রীড়া ডেস্ক
Thumbnail image

টেনিসের কিংবদন্তি রজার ফেদেরার। যাঁর রয়েছে শুধু অগণিত ভক্ত। টেনিস থেকে এমন একজন ব্যক্তিত্বের অবসরের ঘোষণায় ক্রীড়াঙ্গনে শুরু হয়েছে হাহাকার। ক্রীড়াঙ্গন বলার কারণ, তিনি শুধু টেনিস খেলোয়াড়দের আদর্শ নন, অন্যান্য খেলোয়াড়দেরও আদর্শ। বিশ্ব ক্রীড়াঙ্গনের উদীয়মান থেকে কিংবদন্তি সবার আদর্শ তিনি। বিদায়বেলায় তাঁকে সামাজিক মাধ্যমে অনিঃশেষ শ্রদ্ধা, প্রশংসা ও শুভকামনায় ভাসিয়ে দিচ্ছেন অন্য খেলার তারকারা। 

ফুটবলের কিংবদন্তি লিওনেল মেসি লিখেছেন, ‘একজন প্রতিভাবান, টেনিস ইতিহাসে অদ্বিতীয় ও যেকোনো ক্রীড়াবিদের জন্য উদাহরণ। নতুন অধ্যায়ের জন্য শুভকামনা। কোর্টের আনন্দগুলো মিস করব।’ 

ক্রিকেটের কিংবদন্তি শচীন টেন্ডুলকার লিখেছেন, ‘রজার ফেদেরার, কি দুর্দান্ত এক ক্যারিয়ার। আমরা তোমার ব্র্যান্ড টেনিসের প্রেমে পড়েছিলাম। ধীরে ধীরে তোমার টেনিস অভ্যাসে পরিণত হয়েছে। অভ্যাস কখনো অবসরে যায় না, আমাদের অংশ হয়ে যায়।’ 

ইউরোপা লিগে প্রথম গোল করার পর গতকাল সংবাদ সম্মেলনের মুখোমুখি হয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। তাঁকে অবসর নিয়ে প্রশ্ন করলে ফুটবল কিংবদন্তি বলেছেন, ‘শরীর কোনো সমস্যা নয় মনের জোরেই বড়। রজার ফেদেরার এ ক্ষেত্রে বড় উদাহরণ। উনি আমার আদর্শ।’ 
 
কিছুদিন আগে অবসরের ইঙ্গিত দেওয়া নারী টেনিসের লিজেন্ড সেরানা উইলিয়ামস বলেছেন, ‘আমি সর্বদা তোমার দিকে তাকিয়েছি এবং প্রশংসা করেছি। তোমাকে অভিনন্দন জানাই। ভবিষ্যতে যা করবে তার জন্য অপেক্ষা করছি। আমাদের দুজনের পথ একই।’ 

বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বলেছন, ‘কিংবদন্তির বিদায়। শুধু খেলা নয়, ব্যক্তিগত জীবনেও আপনি অনুকরণীয়। এ জীবনে আপনার মতো স্পোর্টসম্যান আর হয়তো দেখবো না।’ 

ক্যারিয়ারে ২০টি গ্র্যান্ড স্লাম জিতেছেন ফেদেরার। অবসরের ঘোষণা দিলেও তিনি বিদায় নেবেন আগামী মাসে রড লেভার টুর্নামেন্ট খেলে। প্রতিযোগিতাটিতে একই দলের হয়ে খেলবেন টেনিসের অন্য দুই নক্ষত্র রাফায়েল নাদাল ও নোভাক জোকোভিচের সঙ্গে। টুর্নামেন্টটি শুরু হবে ২৩ সেপ্টেম্বরে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত