ক্রীড়া ডেস্ক
ক্রিকেট যাঁর নেশা, তাঁকে কি ব্যাট-বল থেকে দূরে রাখা যায়? যায়ওনি। বিশ্ব র্যাংকিংয়ের শীর্ষ নারী টেনিস তারকা অ্যাশলে বার্টি অস্ট্রেলিয়ান ওপেনের মাঝেই ব্যাট-বল নিয়ে মজে গেছেন। আজ সকালে মেলবোর্ন পার্কের করিডোরেই নিজের সাপোর্ট টিমের সদস্যদের সঙ্গে ক্রিকেট খেলায় মেতে ওঠেন তিনি।
দুটি গ্র্যান্ড স্লাম জয়ী বার্টি টেনিসের পাশাপাশি পেশাদার ক্রিকেটার ছিলেন। ব্রিসবেন হিটের হয়ে নারী বিগ ব্যাশ লিগে খেলেছেন তিনি। ক্রিকেটের প্রতি সেই টানটা এখনো রয়ে গেছে ২৫ বছর বয়সী তারকার। সুযোগ পেলেই তাই ব্যাট-বল হাতে তুলে নেন।
অস্ট্রেলিয়ান ওপেনে এরই মধ্যে সেমিফাইনালে উঠেছেন বার্টি। আগামীকাল ফাইনালে ওঠার লড়াইয়ে যুক্তরাষ্ট্রের ম্যাডিসন কিসের মুখোমুখি হবেন তিনি। গতকাল কোয়ার্টার ফাইনালেও আরেক মার্কিনি জেসিকা পেগুলাকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছিলেন বার্টি। পেগুলাকে পাত্তাই দেননি তিনি, জিতেছেন ৬-২,৬-০ গেমে। এমনকি ম্যাচ চলাকালিন টেনিস র্যাকেট নিয়ে লেগ গ্লান্স করার ঢংয়ে বল কোর্টের বাইরে পাঠিয়েছেন বার্টি।
বার্টি যেভাবে এগিয়ে চলেছেন, তাতে ‘ঘরের মেয়ে’ প্রথমবার গ্র্যান্ড স্লাম শিরোপা ঘরেই রাখতে যাচ্ছেন বলে মনে করছেন অনেকে। শেষ চারের লড়াইয়ে নামার আগে নিজেকে যেন নির্ভার রাখতে চাইছেন বার্টি। সে কারণেই টেনিস র্যাকেট রেখে ক্রিকেট স্কিলে শান দিতে দেখা গেছে তাঁকে।
আজ অস্ট্রেলিয়ান ওপেন কর্তৃপক্ষ নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যম পেজে বেশ কয়েকটি ভিডিও পোস্ট করেছে, যেখানে বার্টিকে ব্যাটিং-বোলিংয়ের পাশাপাশি উইকেটকিপিং করতে দেখা গেছে। এ সময় নিজের কিট ব্যাগটিকে স্টাম্প হিসেবে ব্যবহার করেছেন তিনি।
ক্রিকেট যাঁর নেশা, তাঁকে কি ব্যাট-বল থেকে দূরে রাখা যায়? যায়ওনি। বিশ্ব র্যাংকিংয়ের শীর্ষ নারী টেনিস তারকা অ্যাশলে বার্টি অস্ট্রেলিয়ান ওপেনের মাঝেই ব্যাট-বল নিয়ে মজে গেছেন। আজ সকালে মেলবোর্ন পার্কের করিডোরেই নিজের সাপোর্ট টিমের সদস্যদের সঙ্গে ক্রিকেট খেলায় মেতে ওঠেন তিনি।
দুটি গ্র্যান্ড স্লাম জয়ী বার্টি টেনিসের পাশাপাশি পেশাদার ক্রিকেটার ছিলেন। ব্রিসবেন হিটের হয়ে নারী বিগ ব্যাশ লিগে খেলেছেন তিনি। ক্রিকেটের প্রতি সেই টানটা এখনো রয়ে গেছে ২৫ বছর বয়সী তারকার। সুযোগ পেলেই তাই ব্যাট-বল হাতে তুলে নেন।
অস্ট্রেলিয়ান ওপেনে এরই মধ্যে সেমিফাইনালে উঠেছেন বার্টি। আগামীকাল ফাইনালে ওঠার লড়াইয়ে যুক্তরাষ্ট্রের ম্যাডিসন কিসের মুখোমুখি হবেন তিনি। গতকাল কোয়ার্টার ফাইনালেও আরেক মার্কিনি জেসিকা পেগুলাকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছিলেন বার্টি। পেগুলাকে পাত্তাই দেননি তিনি, জিতেছেন ৬-২,৬-০ গেমে। এমনকি ম্যাচ চলাকালিন টেনিস র্যাকেট নিয়ে লেগ গ্লান্স করার ঢংয়ে বল কোর্টের বাইরে পাঠিয়েছেন বার্টি।
বার্টি যেভাবে এগিয়ে চলেছেন, তাতে ‘ঘরের মেয়ে’ প্রথমবার গ্র্যান্ড স্লাম শিরোপা ঘরেই রাখতে যাচ্ছেন বলে মনে করছেন অনেকে। শেষ চারের লড়াইয়ে নামার আগে নিজেকে যেন নির্ভার রাখতে চাইছেন বার্টি। সে কারণেই টেনিস র্যাকেট রেখে ক্রিকেট স্কিলে শান দিতে দেখা গেছে তাঁকে।
আজ অস্ট্রেলিয়ান ওপেন কর্তৃপক্ষ নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যম পেজে বেশ কয়েকটি ভিডিও পোস্ট করেছে, যেখানে বার্টিকে ব্যাটিং-বোলিংয়ের পাশাপাশি উইকেটকিপিং করতে দেখা গেছে। এ সময় নিজের কিট ব্যাগটিকে স্টাম্প হিসেবে ব্যবহার করেছেন তিনি।
অনেক দিন ধরেই জাতীয় দলের বাইরে জামাল ভূঁইয়া। প্রিমিয়ার লিগে পাননি কোনো দলও। শেষ পর্যন্ত ডেনমার্কেই ফিরে যান। সেখানে লম্বা সময় ছুটির আমেজে থাকলেও অনুশীলন ছাড়েননি জামাল, ‘এত দিন আমি ডেনমার্কে ছিলাম, ওখানে স্থানীয় পর্যায়ে খেলেছি ক্লাবে অনুশীলন করেছি।’
৯ মিনিট আগেনেপালকে ৫ উইকেটে হারিয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ শুরু পেয়েছে বাংলাদেশের মেয়েরা। প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা নেপালের বিপক্ষে ব্যাটিংটা ততটা ভালো না হলেও বোলিং ও ফিল্ডিংয়ে অসাধারণ ছিল বাংলাদেশ। টস জিতে নেপালকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক সুমাইয়া আক্তার।
১১ মিনিট আগেওয়েস্ট ইন্ডিজ সফরে কিংসটাউনে সিরিজের দ্বিতীয় টোয়েন্টিতে চোটে পড়েন সৌম্য সরকার। ফিল্ডিং করার সময় ডান তর্জনী কেটে মারাত্মক চোট পেয়েছিলেন, লেগেছিল পাঁচটি সেলাইও। চার সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে, তখনই বিসিবির চিকিৎসা বিভাগ জানিয়েছিল। সৌম্য এখন সুস্থতার দিকে। চলছে পুনর্বাসন প্রক্রিয়া।
৩ ঘণ্টা আগেআক্রমণের পর আক্রমণ, দিশেহারা হয়ে ওঠে আল-তাউনের রক্ষণ। কিন্তু ফুটবল তো গোলের খেলা। আক্রমণ যেমনই হোক, কাঙ্ক্ষিত গোলই তো মুখ্য। উল্টো নিজেরাই প্রথমার্ধে গোল হজম করে পিছিয়ে যায় আল নাসর। সফল হতে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদোও, আইমেরিক লাপোর্তের গোলে কোনোরকম হার এড়ায় তারা।
৩ ঘণ্টা আগে