ক্রীড়া ডেস্ক
ফ্রেঞ্চ ওপেনের শেষ আটেই থেমে গেল আরব কন্যা ওনস জাবিরের দৌড়। প্রথম সেটে হারলেও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছেন বিয়াত্রিচ হাদ্দাদ মাইয়া। ১৪ তম বাছাই এই ব্রাজিলিয়ান জাবিরকে হারিয়েছেন ৩-৬,৭-৬ (৭-৫),৬-১ গেমে।
এবারই প্রথম কোনো গ্র্যান্ড স্ল্যামের শেষ চারে ওঠলেন হাদ্দাদ মাইয়া। আজ রোলাঁ গারোয় প্রথম সেটে হারলেও তিনি পরের দুই সেট জিতে নেন রোমাঞ্চকরভাবে। তিনি ৭-৬ ব্যবধানে দ্বিতীয় সেটে এগিয়ে থাকলেও নিয়ম অনুযায়ী সেটটি গড়ায় টাইব্রেকারে। সেখানে ৭-৫ ব্যবধানে জিতে সমতায় ফেরেন হাদ্দাদ মাইয়া। এরপর সেমির টিকিট কাটেন ৬-১ ব্যবধানে তৃতীয় সেট জিতে।
গ্র্যান্ড স্ল্যামে এর আগে হাদ্দাদ মাইয়ার সাফল্য বলতে ছিল তৃতীয় রাউন্ড। ২৭ বছর বয়সী এই তারকা গড়েছেন আরেকটি রেকর্ডও। ১৯৬৮ সালে মারিয়া বুয়েনোর পর প্রথম কোনো ব্রাজিলিয়ান হিসেবে গ্র্যান্ড স্ল্যামের সেমিফাইনাল উঠলেন। নারী এককের ফাইনালে ওঠার লড়াইয়ে আগামীকাল তিনি প্রতিপক্ষ হিসেবে পেতে পারেন শীর্ষ বাছাই পোলিশ মেয়ে ইগা সিয়াতেক বা আমেরিকার ষষ্ঠ বাছাই কোকো গাফকে। আজ নারী এককের আরেক সেমিতে মুখোমুখি হচ্ছে সিয়াতেক-গাফ।
ক্লে-কোর্টে হাদ্দাদ মাইয়া ইতিমধ্যে নিজের সক্ষমতার পরিচয় দিয়েছেন দীর্ঘ সময় ধরে কোর্ট লড়ে যাওয়ার জন্য। চতুর্থ রাউন্ডে স্পেনের সারা সোরিবেস টোরমোর বিপক্ষে প্রায় চার ঘণ্টার মহাকাব্যিক লড়াই জেতেন তিনি। যা এই মৌসুমে নারীদের মধ্যে সর্বোচ্চ সময় ধরে চলা ম্যাচ। প্রথমবারের মতো গ্র্যান্ড স্ল্যামের কোয়ার্টার ফাইনাল খেলতে নেমে জাবিরের বিপক্ষেও নিজের শারীরিক ও মানসিক শক্তির প্রমাণ দিয়েছেন হাদ্দাদ মাইয়া।
বছর চারেক আগেও ১৪ তম বাছাই এই মেয়ের ওপর ঝড় বইয়ে গিয়েছিল। ডোপিংয়ের জন্য ১০ মাস নিষিদ্ধ ছিলেন। ২০২০ সালে হাদ্দাদ মাইয়া সেই নিষেধাজ্ঞা থেকে মুক্তি পান। আর ফ্রেঞ্চ ওপেনে ফেবারিটের তালিকায় থাকলেও এবারও গ্র্যান্ড স্ল্যামের স্বপ্ন আগেভাগে বিসর্জন দিলেন জাবির। এবারই রোলাঁ গারোতে শেষ আটে খেলেছেন তিউনিসিয়ান কন্যা।
ফ্রেঞ্চ ওপেনের শেষ আটেই থেমে গেল আরব কন্যা ওনস জাবিরের দৌড়। প্রথম সেটে হারলেও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছেন বিয়াত্রিচ হাদ্দাদ মাইয়া। ১৪ তম বাছাই এই ব্রাজিলিয়ান জাবিরকে হারিয়েছেন ৩-৬,৭-৬ (৭-৫),৬-১ গেমে।
এবারই প্রথম কোনো গ্র্যান্ড স্ল্যামের শেষ চারে ওঠলেন হাদ্দাদ মাইয়া। আজ রোলাঁ গারোয় প্রথম সেটে হারলেও তিনি পরের দুই সেট জিতে নেন রোমাঞ্চকরভাবে। তিনি ৭-৬ ব্যবধানে দ্বিতীয় সেটে এগিয়ে থাকলেও নিয়ম অনুযায়ী সেটটি গড়ায় টাইব্রেকারে। সেখানে ৭-৫ ব্যবধানে জিতে সমতায় ফেরেন হাদ্দাদ মাইয়া। এরপর সেমির টিকিট কাটেন ৬-১ ব্যবধানে তৃতীয় সেট জিতে।
গ্র্যান্ড স্ল্যামে এর আগে হাদ্দাদ মাইয়ার সাফল্য বলতে ছিল তৃতীয় রাউন্ড। ২৭ বছর বয়সী এই তারকা গড়েছেন আরেকটি রেকর্ডও। ১৯৬৮ সালে মারিয়া বুয়েনোর পর প্রথম কোনো ব্রাজিলিয়ান হিসেবে গ্র্যান্ড স্ল্যামের সেমিফাইনাল উঠলেন। নারী এককের ফাইনালে ওঠার লড়াইয়ে আগামীকাল তিনি প্রতিপক্ষ হিসেবে পেতে পারেন শীর্ষ বাছাই পোলিশ মেয়ে ইগা সিয়াতেক বা আমেরিকার ষষ্ঠ বাছাই কোকো গাফকে। আজ নারী এককের আরেক সেমিতে মুখোমুখি হচ্ছে সিয়াতেক-গাফ।
ক্লে-কোর্টে হাদ্দাদ মাইয়া ইতিমধ্যে নিজের সক্ষমতার পরিচয় দিয়েছেন দীর্ঘ সময় ধরে কোর্ট লড়ে যাওয়ার জন্য। চতুর্থ রাউন্ডে স্পেনের সারা সোরিবেস টোরমোর বিপক্ষে প্রায় চার ঘণ্টার মহাকাব্যিক লড়াই জেতেন তিনি। যা এই মৌসুমে নারীদের মধ্যে সর্বোচ্চ সময় ধরে চলা ম্যাচ। প্রথমবারের মতো গ্র্যান্ড স্ল্যামের কোয়ার্টার ফাইনাল খেলতে নেমে জাবিরের বিপক্ষেও নিজের শারীরিক ও মানসিক শক্তির প্রমাণ দিয়েছেন হাদ্দাদ মাইয়া।
বছর চারেক আগেও ১৪ তম বাছাই এই মেয়ের ওপর ঝড় বইয়ে গিয়েছিল। ডোপিংয়ের জন্য ১০ মাস নিষিদ্ধ ছিলেন। ২০২০ সালে হাদ্দাদ মাইয়া সেই নিষেধাজ্ঞা থেকে মুক্তি পান। আর ফ্রেঞ্চ ওপেনে ফেবারিটের তালিকায় থাকলেও এবারও গ্র্যান্ড স্ল্যামের স্বপ্ন আগেভাগে বিসর্জন দিলেন জাবির। এবারই রোলাঁ গারোতে শেষ আটে খেলেছেন তিউনিসিয়ান কন্যা।
ঝামেলা, জটিলতা, বিতর্ক থেকে যেন বেরই হতে পারছে না ফারুক আহমেদের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএলের নানা বিতর্কের মধ্যে আরেক জটিলতা। প্রথম বিভাগ ক্রিকেটের ট্রফি উন্মোচন হওয়ার কথা ছিল আজ। সেটি স্থগিত করতে বাধ্য হয়েছে বিসিবির ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। পরশু থেকে শুর
৪ ঘণ্টা আগেবাংলাদেশে ক্রিকেটের আরেক নাম যেন আবেগ। আর তা এমনই যে, আগের ম্যাচে সেঞ্চুরি করে পরের ম্যাচে ব্যর্থ হওয়ায় লিটন দাসকে শুনতে হয় দুয়ো। চট্টগ্রামে ফরচুন বরিশালের বিপক্ষে ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন। পরে ফিল্ডিং করতে সীমানা দড়ির কাছাকাছি দাঁড়ালে গ্যালারি থেকে দুয়োধ্বনি দিতে থাকে দর্শকদের একাংশ।
৪ ঘণ্টা আগেসব সময় যে আক্রমণভাগের খেলোয়াড়েরা ম্যাচ জেতালেন তেমনটা নয়। দলের প্রয়োজনে ডিফেন্ডাররাও হতে পারেন ‘কান্ডারি’। আজ প্রিমিয়ার লিগে যেমন রহমতগঞ্জের বিপক্ষে সেই ভূমিকায় আবাহনীর শাকিল হোসেন। মুন্সিগঞ্জে তাঁর গোলেই গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠে ছেড়েছে মারুফুল হকের শিষ্যরা।
৬ ঘণ্টা আগেএর চেয়ে ভালো একটা দিন আর কী হতে পারত মনফিলস-সভিতোলিনা দম্পতির জন্য! অস্ট্রেলিয়ান ওপেন আজ দুজনেই জিতেছেন। আর তাঁদের জেতাটা চলতি টুর্নামেন্টের বড় দুটি অঘটনও!
৭ ঘণ্টা আগে