ক্রীড়া ডেস্ক
ঢাকা: টোকিও অলিম্পিকে না থাকার ইঙ্গিত দিয়েছেন সেরেনা উইলিয়ামস। তবে এই সপ্তাহের ইতালিয়ান ওপেনে খেলবেন নারী টেনিসের এই তারকা। সেরেনার না খেলায় রং হারাতে পারে টোকিও অলিম্পিকের নারীদের টেনিস।
করোনায় এক বছর পিছিয়ে টোকিও অলিম্পিক হতে যাচ্ছে এই বছর। করোনা পিছু ছাড়েনি এখনো। মহামারির প্রাদুর্ভাব না কমায় অলিম্পিক থেকে নাম গুটিয়ে নেওয়ার কথা ভাবছেন সেরেনা, ‘সত্যি কথা বলতে করোনার ব্যাপারটা খুব ভাবাচ্ছে। টোকিও অলিম্পিকে খেলার ব্যাপারে এখনো সে অর্থে কিছু ভাবিনি।’
করোনার কঠিন সময়ে মেয়ে অলিম্পিয়াকে ছেড়ে লম্বা সময় বাইরে থাকা কঠিন সেরেনার জন্য। টোকিও অলিম্পিকে না থাকার পেছনে এটাকেই বড় করে দেখছেন তিনি, ‘ওকে ছাড়া একদিনও বাইরে থাকার কল্পনা করতে পারি না। অলিম্পিয়াকে ছাড়া যেহেতু একদিনও কোথাও থাকিনি। টোকিও অলিম্পিকে আমার থাকা না থাকার উত্তরটাও তাহলে বুঝতে পারছেন!’
টোকিও অলিম্পিকে না খেললেও সেরেনার ভাবনায় আছে ফ্রেঞ্চ ওপেন। ফ্রেঞ্চ ওপেনের আগে নিজেকে একবার ঝালিয়ে নিতে চেয়েছেন। ইতালিয়ান ওপেন সেই সুযোগ করে দিয়েছে। ইতালিয়ান ওপেন খেলতে এখন রোমে থাকা সেরেনা বলেছেন, ‘মাঝে অনেক দিন খেলিনি। পুরোপুরি নতুনভাবে শুরু করতে হচ্ছে। কয়েকটা ভালো ম্যাচ খেলতে চাই। এর পর তো ফ্রেঞ্চ ওপেন আছেই। গ্র্যান্ড স্লামে খেলতে আমি উন্মুখ আছি।’
ঢাকা: টোকিও অলিম্পিকে না থাকার ইঙ্গিত দিয়েছেন সেরেনা উইলিয়ামস। তবে এই সপ্তাহের ইতালিয়ান ওপেনে খেলবেন নারী টেনিসের এই তারকা। সেরেনার না খেলায় রং হারাতে পারে টোকিও অলিম্পিকের নারীদের টেনিস।
করোনায় এক বছর পিছিয়ে টোকিও অলিম্পিক হতে যাচ্ছে এই বছর। করোনা পিছু ছাড়েনি এখনো। মহামারির প্রাদুর্ভাব না কমায় অলিম্পিক থেকে নাম গুটিয়ে নেওয়ার কথা ভাবছেন সেরেনা, ‘সত্যি কথা বলতে করোনার ব্যাপারটা খুব ভাবাচ্ছে। টোকিও অলিম্পিকে খেলার ব্যাপারে এখনো সে অর্থে কিছু ভাবিনি।’
করোনার কঠিন সময়ে মেয়ে অলিম্পিয়াকে ছেড়ে লম্বা সময় বাইরে থাকা কঠিন সেরেনার জন্য। টোকিও অলিম্পিকে না থাকার পেছনে এটাকেই বড় করে দেখছেন তিনি, ‘ওকে ছাড়া একদিনও বাইরে থাকার কল্পনা করতে পারি না। অলিম্পিয়াকে ছাড়া যেহেতু একদিনও কোথাও থাকিনি। টোকিও অলিম্পিকে আমার থাকা না থাকার উত্তরটাও তাহলে বুঝতে পারছেন!’
টোকিও অলিম্পিকে না খেললেও সেরেনার ভাবনায় আছে ফ্রেঞ্চ ওপেন। ফ্রেঞ্চ ওপেনের আগে নিজেকে একবার ঝালিয়ে নিতে চেয়েছেন। ইতালিয়ান ওপেন সেই সুযোগ করে দিয়েছে। ইতালিয়ান ওপেন খেলতে এখন রোমে থাকা সেরেনা বলেছেন, ‘মাঝে অনেক দিন খেলিনি। পুরোপুরি নতুনভাবে শুরু করতে হচ্ছে। কয়েকটা ভালো ম্যাচ খেলতে চাই। এর পর তো ফ্রেঞ্চ ওপেন আছেই। গ্র্যান্ড স্লামে খেলতে আমি উন্মুখ আছি।’
এশিয়া কাপের শিরোপা ধরে রাখার লক্ষ্যে কাল সংযুক্ত আরব আমিরাতে পা রাখবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তার আগে আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হয়ে গেল যুবাদের আনুষ্ঠানিক ফটোসেশন। উৎসাহ দিতে ক্রিকেটার-কোচদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন বিসিবি সভাপতি ফারুক আহমেদও।
৬ মিনিট আগেঅ্যান্টিগা টেস্টে বাংলাদেশ দলের প্রথম দিন কাটল অম্ল-মধুর। আলোকস্বল্পতার কারণে খেলা হয়েছে ৮৪ ওভার। দিন শেষে ওয়েস্ট ইন্ডিজ তুলেছে ৫ উইকেটে ২৫০ রান।
৩ ঘণ্টা আগে