Ajker Patrika

ফেদেরারের কোর্টে ফেরার অপেক্ষায় আছেন জোকোভিচও

ক্রীড়া ডেস্ক
আপডেট : ১৮ নভেম্বর ২০২১, ১২: ৩৩
ফেদেরারের কোর্টে ফেরার অপেক্ষায় আছেন জোকোভিচও

চোটের সঙ্গে লড়ছেন সর্বকালের অন্যতম সেরা টেনিস তারকা রজার ফেদেরার। আগামী বছরের মাঝামাঝি সময় পর্যন্ত কোর্টে ফিরতে পারবেন না বলে জানিয়েছেন ফেদেরার নিজেই। কঠিন এই সময়ে ফেদেরার পাশে পেলেন কোর্টে বড় প্রতিদ্বন্দ্বীদের একজন নোভাক জোকোভিচকে। সার্বিয়ান মহাতারকা জোকোভিচ বলেছেন, কোর্টে এবং কোর্টের বাইরে টেনিসের জন্য ফেদেরারের থাকা খুবই গুরুত্বপূর্ণ। 

ফেদেরারের ঠিক বিপরীত সময় পার করছেন জোকোভিচ। বছরের চার গ্র্যান্ড স্লামের তিনটিই জিতেছেন তিনি। এটিপি ফাইনালসেও দারুণভাবে ছুটছেন তিনি। রাশিয়ান প্রতিপক্ষ আন্দ্রে রুবেলভকে হারানোর পর তিনি কথা বলেছেন ফেদেরারকে নিয়েও। জোকোভিচ বলেন, ‘রজার (ফেদেরার) আমাদের খেলার আইকন। বিশ্বব্যাপী প্রচুর মানুষ তাঁকে ভালোবাসে। তার খেলা দেখতে তারা পছন্দ করে।’ 

শুধু মানুষের ভালোবাসার কারণেই নয়, টেনিসের স্বার্থেও ফেদেরারকে ফের কোর্টে দেখতে উন্মুখ জোকোভিচ, ‘টেনিসের স্বার্থে কোর্টের ভেতরে-বাইরে তার উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ। এই খেলার জন্য হলেও আমি ফেদেরারকে অন্তত আরেকবার খেলতে দেখতে চাই। আমি নিশ্চিত সে এভাবে তার ক্যারিয়ার শেষ করতে চাইবে না। অবশ্যই সে তার শেষ চেষ্টা করবে।’ 

কোর্টে বরাবরই ফেদেরারকে কঠিন চ্যালেঞ্জ দিয়েছেন জোকোভিচ। তবে কোর্টের বাইরে কিংবদন্তি ফেদেরারের অর্জন ও অবদানকে স্মরণ করতে একটুও কার্পণ্য করেননি এই সার্বিয়ান তারকা। টেনিসে ফেদেরারের অবদান স্মরণ করে জোকোভিচ আরও বলেন, ‘যা কিছু সে অর্জন করেছে এবং যা কিছু সে দিয়েছে, আবার কোর্টে ফেরাটা তার প্রাপ্য। পাশাপাশি এখান থেকে সুন্দর বিদায় পাওয়াটাও তার প্রাপ্য।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত