সাবালেংকাকে থামিয়ে প্রথমবার ফাইনালে মুচোভা

ক্রীড়া ডেস্ক
আপডেট : ০৯ জুন ২০২৩, ১০: ১৩
Thumbnail image

তিন ঘণ্টা ১৩ মিনিটের কাব্যিক জয়ে ফ্রেঞ্চ ওপেনের ফাইনাল নিশ্চিত করেছেন চেক প্রজাতন্ত্রের মেয়ে ক্যারোলিনা মুচোভা। ফেবারিট হিসেবে রোলাঁ গারোয় নামা আরিয়ানা সাবালেংকাকে ৭-৬ (৭-৫),৬-৭ (৫-৭),৭-৫ গেমে হারিয়েছেন ৩৬ বছর বয়সী তারকা। র‍্যাঙ্কিংয়ের নিচের দিকের খেলোয়াড় হিসেবে ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে ওঠার কীর্তি গড়লেন তিনি। 

এবারই প্রথম কোনো গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠলেন ৪৩তম বাছাই মুচোভা। এর আগে তাঁর সর্বোচ্চ দৌড় ছিল ২০২১ অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনাল। হারলেও দুর্দান্ত লড়াই করেছেন সাবালেংকা। প্রথম সেটে মুচোভা টাইব্রেকারে জিতলেও দ্বিতীয় সেটে একইভাবে সমতায় ফেরেন বেলারুশিয়ান মেয়ে। তবে নারী এককের ২ নম্বর বাছাই তৃতীয় সেটে হেরে বসেন ৭-৫ ব্যবধানে। 

বছরের প্রথম গ্র্যান্ড স্লাম জিতে ২০২৩ সাল শুরু করেছিলেন সাবালেংকা। ক্যারিয়ারের দ্বিতীয় গ্র্যান্ড স্লামের অপেক্ষার ইতিটা এবার ক্লে-কোর্টে টানতে চেয়েছিলেন তিনি। রোলাঁ গারোতে এবারই প্রথম শেষ চারে খেললেন ২৫ বছর বয়সী তারকা। 

প্রথমবারের মতো ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে ওঠে উচ্ছ্বসিত মুচোভা। ম্যাচ শেষে কোর্টে তিনি বলেছেন, ‘আমি নিজের খেলাটা খেলার চেষ্টা করেছি। আমি আনন্দিত যে এটা কাজে দিয়েছে। আমার দলকে ধন্যবাদ। আমরা একসঙ্গে কাজ করেছি, তাই এই সাফল্যটা আমাদের।’ 

আজ রাতে ফ্রেঞ্চ ওপেনের নারী এককের আরেক সেমিতে শীর্ষ বাছাই ইগা সিয়াতেকের মুখোমুখি হবেন ব্রাজিলের বিয়াত্রিচ হাদ্দাদ মাইয়া। দেখার বিষয়, মুচোভা কাকে পাচ্ছেন আগামী শনিবারের (১০ জুন) ফাইনালে। 

সাবালেংকার বিদায় মানে র‍্যাঙ্কিংয়ের শীর্ষেই থাকছেন সিয়াতেক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত