ক্রীড়া ডেস্ক
তিন ঘণ্টা ১৩ মিনিটের কাব্যিক জয়ে ফ্রেঞ্চ ওপেনের ফাইনাল নিশ্চিত করেছেন চেক প্রজাতন্ত্রের মেয়ে ক্যারোলিনা মুচোভা। ফেবারিট হিসেবে রোলাঁ গারোয় নামা আরিয়ানা সাবালেংকাকে ৭-৬ (৭-৫),৬-৭ (৫-৭),৭-৫ গেমে হারিয়েছেন ৩৬ বছর বয়সী তারকা। র্যাঙ্কিংয়ের নিচের দিকের খেলোয়াড় হিসেবে ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে ওঠার কীর্তি গড়লেন তিনি।
এবারই প্রথম কোনো গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠলেন ৪৩তম বাছাই মুচোভা। এর আগে তাঁর সর্বোচ্চ দৌড় ছিল ২০২১ অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনাল। হারলেও দুর্দান্ত লড়াই করেছেন সাবালেংকা। প্রথম সেটে মুচোভা টাইব্রেকারে জিতলেও দ্বিতীয় সেটে একইভাবে সমতায় ফেরেন বেলারুশিয়ান মেয়ে। তবে নারী এককের ২ নম্বর বাছাই তৃতীয় সেটে হেরে বসেন ৭-৫ ব্যবধানে।
বছরের প্রথম গ্র্যান্ড স্লাম জিতে ২০২৩ সাল শুরু করেছিলেন সাবালেংকা। ক্যারিয়ারের দ্বিতীয় গ্র্যান্ড স্লামের অপেক্ষার ইতিটা এবার ক্লে-কোর্টে টানতে চেয়েছিলেন তিনি। রোলাঁ গারোতে এবারই প্রথম শেষ চারে খেললেন ২৫ বছর বয়সী তারকা।
প্রথমবারের মতো ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে ওঠে উচ্ছ্বসিত মুচোভা। ম্যাচ শেষে কোর্টে তিনি বলেছেন, ‘আমি নিজের খেলাটা খেলার চেষ্টা করেছি। আমি আনন্দিত যে এটা কাজে দিয়েছে। আমার দলকে ধন্যবাদ। আমরা একসঙ্গে কাজ করেছি, তাই এই সাফল্যটা আমাদের।’
আজ রাতে ফ্রেঞ্চ ওপেনের নারী এককের আরেক সেমিতে শীর্ষ বাছাই ইগা সিয়াতেকের মুখোমুখি হবেন ব্রাজিলের বিয়াত্রিচ হাদ্দাদ মাইয়া। দেখার বিষয়, মুচোভা কাকে পাচ্ছেন আগামী শনিবারের (১০ জুন) ফাইনালে।
সাবালেংকার বিদায় মানে র্যাঙ্কিংয়ের শীর্ষেই থাকছেন সিয়াতেক।
তিন ঘণ্টা ১৩ মিনিটের কাব্যিক জয়ে ফ্রেঞ্চ ওপেনের ফাইনাল নিশ্চিত করেছেন চেক প্রজাতন্ত্রের মেয়ে ক্যারোলিনা মুচোভা। ফেবারিট হিসেবে রোলাঁ গারোয় নামা আরিয়ানা সাবালেংকাকে ৭-৬ (৭-৫),৬-৭ (৫-৭),৭-৫ গেমে হারিয়েছেন ৩৬ বছর বয়সী তারকা। র্যাঙ্কিংয়ের নিচের দিকের খেলোয়াড় হিসেবে ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে ওঠার কীর্তি গড়লেন তিনি।
এবারই প্রথম কোনো গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠলেন ৪৩তম বাছাই মুচোভা। এর আগে তাঁর সর্বোচ্চ দৌড় ছিল ২০২১ অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনাল। হারলেও দুর্দান্ত লড়াই করেছেন সাবালেংকা। প্রথম সেটে মুচোভা টাইব্রেকারে জিতলেও দ্বিতীয় সেটে একইভাবে সমতায় ফেরেন বেলারুশিয়ান মেয়ে। তবে নারী এককের ২ নম্বর বাছাই তৃতীয় সেটে হেরে বসেন ৭-৫ ব্যবধানে।
বছরের প্রথম গ্র্যান্ড স্লাম জিতে ২০২৩ সাল শুরু করেছিলেন সাবালেংকা। ক্যারিয়ারের দ্বিতীয় গ্র্যান্ড স্লামের অপেক্ষার ইতিটা এবার ক্লে-কোর্টে টানতে চেয়েছিলেন তিনি। রোলাঁ গারোতে এবারই প্রথম শেষ চারে খেললেন ২৫ বছর বয়সী তারকা।
প্রথমবারের মতো ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে ওঠে উচ্ছ্বসিত মুচোভা। ম্যাচ শেষে কোর্টে তিনি বলেছেন, ‘আমি নিজের খেলাটা খেলার চেষ্টা করেছি। আমি আনন্দিত যে এটা কাজে দিয়েছে। আমার দলকে ধন্যবাদ। আমরা একসঙ্গে কাজ করেছি, তাই এই সাফল্যটা আমাদের।’
আজ রাতে ফ্রেঞ্চ ওপেনের নারী এককের আরেক সেমিতে শীর্ষ বাছাই ইগা সিয়াতেকের মুখোমুখি হবেন ব্রাজিলের বিয়াত্রিচ হাদ্দাদ মাইয়া। দেখার বিষয়, মুচোভা কাকে পাচ্ছেন আগামী শনিবারের (১০ জুন) ফাইনালে।
সাবালেংকার বিদায় মানে র্যাঙ্কিংয়ের শীর্ষেই থাকছেন সিয়াতেক।
ঝামেলা, জটিলতা, বিতর্ক থেকে যেন বেরই হতে পারছে না ফারুক আহমেদের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএলের নানা বিতর্কের মধ্যে আরেক জটিলতা। প্রথম বিভাগ ক্রিকেটের ট্রফি উন্মোচন হওয়ার কথা ছিল আজ। সেটি স্থগিত করতে বাধ্য হয়েছে বিসিবির ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। পরশু থেকে শুর
৪ ঘণ্টা আগেবাংলাদেশে ক্রিকেটের আরেক নাম যেন আবেগ। আর তা এমনই যে, আগের ম্যাচে সেঞ্চুরি করে পরের ম্যাচে ব্যর্থ হওয়ায় লিটন দাসকে শুনতে হয় দুয়ো। চট্টগ্রামে ফরচুন বরিশালের বিপক্ষে ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন। পরে ফিল্ডিং করতে সীমানা দড়ির কাছাকাছি দাঁড়ালে গ্যালারি থেকে দুয়োধ্বনি দিতে থাকে দর্শকদের একাংশ।
৪ ঘণ্টা আগেসব সময় যে আক্রমণভাগের খেলোয়াড়েরা ম্যাচ জেতালেন তেমনটা নয়। দলের প্রয়োজনে ডিফেন্ডাররাও হতে পারেন ‘কান্ডারি’। আজ প্রিমিয়ার লিগে যেমন রহমতগঞ্জের বিপক্ষে সেই ভূমিকায় আবাহনীর শাকিল হোসেন। মুন্সিগঞ্জে তাঁর গোলেই গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠে ছেড়েছে মারুফুল হকের শিষ্যরা।
৬ ঘণ্টা আগেএর চেয়ে ভালো একটা দিন আর কী হতে পারত মনফিলস-সভিতোলিনা দম্পতির জন্য! অস্ট্রেলিয়ান ওপেন আজ দুজনেই জিতেছেন। আর তাঁদের জেতাটা চলতি টুর্নামেন্টের বড় দুটি অঘটনও!
৮ ঘণ্টা আগে