ক্রীড়া ডেস্ক
কদিন আগে একতরফাভাবে হেরে দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছিলেন রাফায়েল নাদাল। গতকাল মার্গারেট কোর্ট এরিনায় অ্যান্ডি মারেরও ছিটকে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। তবে থানাসি কোকিনাকিসকে অবিশ্বাস্যভাবে হারিয়ে তৃতীয় রাউন্ডে ওঠেন মারে।
মার্গারেট কোর্ট এরিনায় গতকাল শুরু থেকেই জমে ওঠে মারে ও কোকিনাকিসের লড়াই। প্রথম সেটে ৪-৬ গেমে হেরে যান মারে। এরপর দ্বিতীয় সেট ড্র হয় ৬-৬ গেমে। টাইব্রেকারে হেরে যান ব্রিটিশ টেনিস তারকা। সেখান থেকেই ঘুরে দাঁড়াতে শুরু করেন মারে। তৃতীয় সেটে কোকিনাকিসকে টাইব্রেকারে হারিয়ে দেন মারে। এরপর চতুর্থ ও পঞ্চম সেটে ৬-৩ ও ৭-৫ গেমে জিতে তৃতীয় রাউন্ড নিশ্চিত করেন ব্রিটিশ তারকা। আগামীকাল মার্গারেট কোর্ট এরিনায় তৃতীয় রাউন্ডের ম্যাচে মারের প্রতিপক্ষ স্পেনের রবার্তো বাউতিস্তা আগুত।
মারে-কোকিনাকিসের ম্যাচ চলে প্রায় ছয় ঘণ্টা। ম্যাচ শেষে মারে বলেছেন, ‘উত্থান-পতন, হতাশা, উত্তেজনা সবই ছিল। জিততে পেরে খুব ভালো লাগছে। তবে আমি এখন ঘুমাতে চাই।’ এখন পর্যন্ত তিনবার গ্র্যান্ড স্লাম জিতেছেন মারে। ২০১৩ ও ২০১৬—এই দুবার উইম্বলডন ও ২০১২তে জেতেন ইউএস ওপেন। অস্ট্রেলিয়ান ওপেন পাঁচবার খেললেও চ্যাম্পিয়ন হতে পারেননি।
কদিন আগে একতরফাভাবে হেরে দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছিলেন রাফায়েল নাদাল। গতকাল মার্গারেট কোর্ট এরিনায় অ্যান্ডি মারেরও ছিটকে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। তবে থানাসি কোকিনাকিসকে অবিশ্বাস্যভাবে হারিয়ে তৃতীয় রাউন্ডে ওঠেন মারে।
মার্গারেট কোর্ট এরিনায় গতকাল শুরু থেকেই জমে ওঠে মারে ও কোকিনাকিসের লড়াই। প্রথম সেটে ৪-৬ গেমে হেরে যান মারে। এরপর দ্বিতীয় সেট ড্র হয় ৬-৬ গেমে। টাইব্রেকারে হেরে যান ব্রিটিশ টেনিস তারকা। সেখান থেকেই ঘুরে দাঁড়াতে শুরু করেন মারে। তৃতীয় সেটে কোকিনাকিসকে টাইব্রেকারে হারিয়ে দেন মারে। এরপর চতুর্থ ও পঞ্চম সেটে ৬-৩ ও ৭-৫ গেমে জিতে তৃতীয় রাউন্ড নিশ্চিত করেন ব্রিটিশ তারকা। আগামীকাল মার্গারেট কোর্ট এরিনায় তৃতীয় রাউন্ডের ম্যাচে মারের প্রতিপক্ষ স্পেনের রবার্তো বাউতিস্তা আগুত।
মারে-কোকিনাকিসের ম্যাচ চলে প্রায় ছয় ঘণ্টা। ম্যাচ শেষে মারে বলেছেন, ‘উত্থান-পতন, হতাশা, উত্তেজনা সবই ছিল। জিততে পেরে খুব ভালো লাগছে। তবে আমি এখন ঘুমাতে চাই।’ এখন পর্যন্ত তিনবার গ্র্যান্ড স্লাম জিতেছেন মারে। ২০১৩ ও ২০১৬—এই দুবার উইম্বলডন ও ২০১২তে জেতেন ইউএস ওপেন। অস্ট্রেলিয়ান ওপেন পাঁচবার খেললেও চ্যাম্পিয়ন হতে পারেননি।
২০২৫ আইপিএল সামনে রেখে মেগা নিলাম শুরু হতে বেশি দিন বাকি নেই। মেগা নিলামের আগেই জানা গেল টুর্নামেন্টের দিনক্ষণ। শুধু তাই নয়, একই সঙ্গে তিন আইপিএলের সূচিও ফাঁস হয়ে গেল।
৩১ মিনিট আগেবাংলাদেশ ম্যাচ শুরুর দুই ঘণ্টা আগেও একাদশ প্রকাশের ‘সাহস’ দেখায় না। তবে এখন বেশির ভাগ টেস্ট দল খেলা শুরুর একদিন আগেই টেস্ট একাদশ জানিয়ে দেয়। আজ ওয়েস্ট ইন্ডিজ জানিয়ে দিয়েছে কাল অ্যান্টিগা টেস্টে বাংলাদেশের বিপক্ষে একাদশটা কেমন হবে।
৯ ঘণ্টা আগেঅ্যাশেজ শুরুর আগে সিরিজের ফলাফল নিয়ে বরাবরই পূর্বানুমান করেন অস্ট্রেলিয়ার সাবেক তারকারা। সেই অভ্যাসের বশেই কিনা আজ থেকে শুরু হতে যাওয়া পাঁচ টেস্টের বোর্ডার-গাভাস্কার ট্রফি নিয়ে রিকি পন্টিং বলে বসলেন—অস্ট্রেলিয়া সিরিজ জিতবে ৩-১ ব্যবধানে।
১১ ঘণ্টা আগেবিনা যুদ্ধে নাহি দিব সূচ্যগ্র মেদিনী—চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান যা শুরু করেছে, তাতে এই কথাটা মনে পড়া স্বাভাবিক। কারণ দুই পক্ষই যার যার সিদ্ধান্তে অনড়। এমন পরিস্থিতিতে পাকিস্তানে যাওয়ার চিন্তাভাবনা করছে ক্রিকেটের অভিভাবক সংস্থা (আইসিসি)।
১২ ঘণ্টা আগে