ক্রীড়া ডেস্ক
শুরুর আগেই চোটে বেশ কয়েকজন টেনিস তারকা ছিটকে গেছেন অস্ট্রেলিয়ান ওপেন থেকে। টুর্নামেন্ট শুরুর পর একই কারণে ছিটকে গেছেন রাফায়েল নাদাল। দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ৬৫ নম্বরে থাকা ম্যাকেঞ্জি ম্যাকডোনাল্ডের বিপক্ষে নিতম্বের চোট নিয়ে খেলে হেরেছেন টেনিস কিংবদন্তি।
এবার স্প্যানিশ কিংবদন্তির দেখানো পথেই ছিটকে গেছেন অ্যান্ডি মারে। তিনি অবশ্য কোনো ধরনের চোটে নন প্রতিপক্ষ রবার্তো বাউতিস্তা আগুতের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতায় জিততে না পেরে। অন্যদিকে চোট নিয়েও জয়রথ ছুটছে নোভাক জোকোভিচের।
হ্যামস্ট্রিং চোট নিয়েও গ্রিগর দিমিত্রভকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের শেষ ষোলো নিশ্চিত করেছেন জোকোভিচ। বুলগেরিয়ান টেনিস তারকাকে ৭-৬ (৯-৭),৬-৩, ৬-৪ সেটে হারিয়েছেন টুর্নামেন্টের সর্বোচ্চ ৯ বারের চ্যাম্পিয়ন।
ম্যাচের পর তাঁকে বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ের জন্য চিকিৎসা নিতে হয়েছে। আগেও জানিয়েছিলেন চোট নিয়েও খেলবেন তিনি। ম্যাচ শেষে তাই জোকোভিচ জানিয়েছেন, ‘দুটি বিকল্প ছিল; চলে যাওয়া কিংবা চালিয়ে যাওয়া। আমি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’ চতুর্থ রাউন্ডে জোকোভিচের প্রতিপক্ষ অস্ট্রেলিয়ান অ্যালেক্স দি মিনাউর।
এবারের অস্ট্রেলিয়ান ওপেন জিতলে পুরুষ টেনিসের এককে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ডে নাদালের পাশে বসার সুযোগ পাবেন জোকোভিচ। রেকর্ড ২২ বার গ্র্যান্ড স্লাম জিতেছেন শীর্ষ বাছাই স্প্যানিশ মহাতারকা।
একদিন আগেই দ্বিতীয় রাউন্ডে ৫ ঘণ্টা ৪৫ মিনিটের মহাকাব্যিক এক ম্যাচ জিতেছেন মারে। আর আজ তৃতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছেন অ্যান্ডি মারে। স্পেনের বাউতিস্তার কাছে ৬-১,৬-৭ (৭ /৯),৬-৩, ৬-৪ গেমে হেরেছেন ব্রিটিশ তারকা।
শুরুর আগেই চোটে বেশ কয়েকজন টেনিস তারকা ছিটকে গেছেন অস্ট্রেলিয়ান ওপেন থেকে। টুর্নামেন্ট শুরুর পর একই কারণে ছিটকে গেছেন রাফায়েল নাদাল। দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ৬৫ নম্বরে থাকা ম্যাকেঞ্জি ম্যাকডোনাল্ডের বিপক্ষে নিতম্বের চোট নিয়ে খেলে হেরেছেন টেনিস কিংবদন্তি।
এবার স্প্যানিশ কিংবদন্তির দেখানো পথেই ছিটকে গেছেন অ্যান্ডি মারে। তিনি অবশ্য কোনো ধরনের চোটে নন প্রতিপক্ষ রবার্তো বাউতিস্তা আগুতের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতায় জিততে না পেরে। অন্যদিকে চোট নিয়েও জয়রথ ছুটছে নোভাক জোকোভিচের।
হ্যামস্ট্রিং চোট নিয়েও গ্রিগর দিমিত্রভকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের শেষ ষোলো নিশ্চিত করেছেন জোকোভিচ। বুলগেরিয়ান টেনিস তারকাকে ৭-৬ (৯-৭),৬-৩, ৬-৪ সেটে হারিয়েছেন টুর্নামেন্টের সর্বোচ্চ ৯ বারের চ্যাম্পিয়ন।
ম্যাচের পর তাঁকে বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ের জন্য চিকিৎসা নিতে হয়েছে। আগেও জানিয়েছিলেন চোট নিয়েও খেলবেন তিনি। ম্যাচ শেষে তাই জোকোভিচ জানিয়েছেন, ‘দুটি বিকল্প ছিল; চলে যাওয়া কিংবা চালিয়ে যাওয়া। আমি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’ চতুর্থ রাউন্ডে জোকোভিচের প্রতিপক্ষ অস্ট্রেলিয়ান অ্যালেক্স দি মিনাউর।
এবারের অস্ট্রেলিয়ান ওপেন জিতলে পুরুষ টেনিসের এককে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ডে নাদালের পাশে বসার সুযোগ পাবেন জোকোভিচ। রেকর্ড ২২ বার গ্র্যান্ড স্লাম জিতেছেন শীর্ষ বাছাই স্প্যানিশ মহাতারকা।
একদিন আগেই দ্বিতীয় রাউন্ডে ৫ ঘণ্টা ৪৫ মিনিটের মহাকাব্যিক এক ম্যাচ জিতেছেন মারে। আর আজ তৃতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছেন অ্যান্ডি মারে। স্পেনের বাউতিস্তার কাছে ৬-১,৬-৭ (৭ /৯),৬-৩, ৬-৪ গেমে হেরেছেন ব্রিটিশ তারকা।
ওয়েস্ট ইন্ডিজ সফরে কিংসটাউনে সিরিজের দ্বিতীয় টোয়েন্টিতে চোটে পড়েন সৌম্য সরকার। ফিল্ডিং করার সময় ডান তর্জনী কেটে মারাত্মক চোট পেয়েছিলেন, লেগেছিল পাঁচটি সেলাইও। চার সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে, তখনই বিসিবির চিকিৎসা বিভাগ জানিয়েছিল। সৌম্য এখন সুস্থতার দিকে। চলছে পুনর্বাসন প্রক্রিয়া।
২ ঘণ্টা আগেআক্রমণের পর আক্রমণ, দিশেহারা হয়ে ওঠে আল-তাউনের রক্ষণ। কিন্তু ফুটবল তো গোলের খেলা। আক্রমণ যেমনই হোক, কাঙ্ক্ষিত গোলই তো মুখ্য। উল্টো নিজেরাই প্রথমার্ধে গোল হজম করে পিছিয়ে যায় আল নাসর। সফল হতে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদোও, আইমেরিক লাপোর্তের গোলে কোনোরকম হার এড়ায় তারা।
২ ঘণ্টা আগেস্কটল্যান্ডের কিংবদন্তি ও ব্যালন ডি’অর জয়ী ফুটবলার ডেনিস ল মারা গেছেন। ‘দ্য কিং’ এবং ‘দ্য লম্যান’ নামে পরিচিত ডেনিস ম্যানচেস্টার ইউনাইটেডে খেলেছেন ১১ বছর। ক্লাবটির হয়ে করেছিলেন ৪০৪ ম্যাচে ২৩৭ গোল। ওয়েন রুনি ও ববি চার্লটনের পরে ইউনাইটেডের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ গোলদাতাও তিনি।
৩ ঘণ্টা আগেআজ শুরু থেকে শুরু হচ্ছে নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সংস্করণ। টুর্নামেন্টের উদ্বোধনী দিন মাঠে নামছে বাংলাদেশও। মালয়েশিয়ার বাঙ্গিতে প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ নেপাল। বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টায় শুরু হবে ম্যাচটি।
৩ ঘণ্টা আগে