Ajker Patrika

আতঙ্ক কেটে গেল, ক্যানসারমুক্ত নাভ্রাতিলোভা

ক্রীড়া ডেস্ক
আপডেট : ২২ মার্চ ২০২৩, ১৬: ৫৫
আতঙ্ক কেটে গেল, ক্যানসারমুক্ত নাভ্রাতিলোভা

ভয়ডরহীন ক্যারিয়ারে কোর্টের প্রতিপক্ষদের কতশতবারই তো নাকানি-চুবানি খাইয়েছেন মার্টিনা নাভ্রাতিলোভা। কিন্তু শরীরে ক্যানসার ধরা পড়ার পর বেশ আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিলেন। ভেবেছিলেন, হয়তা পরের ক্রিসমাস চোখে দেখা হবে না।

তবে সেই ভয় কেটে গেছে টেনিস কিংবদন্তির। ভক্তদের দিয়েছেন সুখবর। নাভ্রাতিলোভা জানিয়েছেন, চিকিৎসার পরে তিনি এখন ক্যানসারমুক্ত।

নারী এককে ১৮টি গ্র্যান্ড স্লাম জিতেছেন নাভ্রাতিলোভা। ২০১০ সালে স্তন ক্যানসারে আক্রান্ত হন তিনি। গত বছর স্তন ক্যানসারের পাশাপাশি তাঁর কণ্ঠেও ছড়িয়ে পড়ে ক্যানসার। গত জানুয়ারিতে নাভ্রাতিলোভা জানান, তাঁর দুই ক্যানসারই প্রাথমিক পর্যায়ে আছে।

গতকাল পিয়ের্স মরগানের টক টিভি শো’তে ৬৬ বছর বয়সী এই টেনিস তারকা বলেছেন, ‘তারা (চিকিৎসক) যতদূর জানেন, আমি ক্যানসারমুক্ত। তবে আমাকে এখনো ডান স্তনে চিকিৎসা নিতে হচ্ছে। এটা ৯৯ শতাংশ সমাধানযোগ্য।’

নাভ্রাতিলোভা জানিয়েছেন, তাঁর বন্ধু ও সাবেক প্রতিদ্বন্দ্বী ক্রিস এভার্ট কঠিন সময়ে তাঁকে খুব সহযোগিতা করেছেন। এভার্ট নিজেও ২০২১ সালের ডিসেম্বরে ডিম্বাশয় ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন। নাভ্রাতিলোভা ও এভার্ট ১৯৭০ ও ১৯৮০ ’র দশকে নারী টেনিস শাসন করেছেন। দুজনে ক্যানসারের চিকিৎসার নিয়েছেন নিউইয়র্কে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের মিছিল, পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

ভারত ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত