ক্রীড়া ডেস্ক
শীর্ষ বাছাই হিসেবেই শুরু করেছিলেন অস্ট্রেলিয়ান ওপেন। অনেকের হিসেবে সম্ভাব্য চ্যাম্পিয়নও ছিলেন ইগা শিয়াতেক। কিন্তু বাস্তবতা বড় কঠিন হয়ে দেখা দিল পোলিশ প্রতিযোগীর কাছে। অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে চেক প্রজাতন্ত্রের ‘আনকোরা’ লিন্ডা নস্কোভার কাছে হেরে গেলেন তিনি।
প্রথম সেটটি দাপটের সঙ্গেই জিতেছিলেন চারটি গ্র্যান্ড স্লামের মালিক শিয়াতেক। জিতেছিলেন ৬-৩ গেমে। কিন্তু ওই শেষ। এরপর কোর্টে কৈশোরীয় চাঞ্চল্যের শুরু ১৯ বছর বয়সী লিন্ডা নস্কোভার। শেষ পরের দুই সেট নস্কোভা জেতে নেন ৬-৩, ৬-৪ গেমে।
নস্কোভার এই জয় শিয়াতেকের টানা জয়ের ধারায় ছেদ টেনে দিয়েছে। এই ম্যাচের আগে টানা ১৮ ম্যাচ অপরাজিত ছিলেন শিয়াতেক। কিন্তু সংখ্যাটাকে ১৯ হতে দিলেন না নস্কোভা। দুই ঘণ্টা ২০ মিনিট লড়াই শেষে জয়ের পর নস্কোভা যেন একটা ঘোরের মধ্যেই ছিলেন। জিতেছেন—এটা বুঝতে একটু সময় লেগেছে তাঁর। বললেন, ‘আমি বাকরুদ্ধ। জানতাম, এটা দারুণ একটা ম্যাচ হতে যাচ্ছে। কিন্তু সত্যিই ভাবতে পারিনি ম্যাচটা এভাবে শেষ হবে। পরের রাউন্ডে যেতে পেরে সত্যিই আমি আনন্দিত।’
দুদিন আগে বাছাই রাশিয়ার আন্না বিক্ষোভের কাছে হেরে অস্ট্রেলিয়ার ওপেনের দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নেন গতবারের ফাইনালিস্ট এলেন রিবাকিনা।
শীর্ষ বাছাই হিসেবেই শুরু করেছিলেন অস্ট্রেলিয়ান ওপেন। অনেকের হিসেবে সম্ভাব্য চ্যাম্পিয়নও ছিলেন ইগা শিয়াতেক। কিন্তু বাস্তবতা বড় কঠিন হয়ে দেখা দিল পোলিশ প্রতিযোগীর কাছে। অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে চেক প্রজাতন্ত্রের ‘আনকোরা’ লিন্ডা নস্কোভার কাছে হেরে গেলেন তিনি।
প্রথম সেটটি দাপটের সঙ্গেই জিতেছিলেন চারটি গ্র্যান্ড স্লামের মালিক শিয়াতেক। জিতেছিলেন ৬-৩ গেমে। কিন্তু ওই শেষ। এরপর কোর্টে কৈশোরীয় চাঞ্চল্যের শুরু ১৯ বছর বয়সী লিন্ডা নস্কোভার। শেষ পরের দুই সেট নস্কোভা জেতে নেন ৬-৩, ৬-৪ গেমে।
নস্কোভার এই জয় শিয়াতেকের টানা জয়ের ধারায় ছেদ টেনে দিয়েছে। এই ম্যাচের আগে টানা ১৮ ম্যাচ অপরাজিত ছিলেন শিয়াতেক। কিন্তু সংখ্যাটাকে ১৯ হতে দিলেন না নস্কোভা। দুই ঘণ্টা ২০ মিনিট লড়াই শেষে জয়ের পর নস্কোভা যেন একটা ঘোরের মধ্যেই ছিলেন। জিতেছেন—এটা বুঝতে একটু সময় লেগেছে তাঁর। বললেন, ‘আমি বাকরুদ্ধ। জানতাম, এটা দারুণ একটা ম্যাচ হতে যাচ্ছে। কিন্তু সত্যিই ভাবতে পারিনি ম্যাচটা এভাবে শেষ হবে। পরের রাউন্ডে যেতে পেরে সত্যিই আমি আনন্দিত।’
দুদিন আগে বাছাই রাশিয়ার আন্না বিক্ষোভের কাছে হেরে অস্ট্রেলিয়ার ওপেনের দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নেন গতবারের ফাইনালিস্ট এলেন রিবাকিনা।
প্রথম সেশন বেশ ভালো কাটল বাংলাদেশের। মধ্যাহ্নভোজের আগে নিয়েছে ২ উইকেট। দুটি উইকেটই নিয়েছেন পেসার তাসকিন আহমেদ।
২ ঘণ্টা আগেপেপ গার্দিওলাকে প্রধান কোচের দায়িত্ব দিতে চেয়েছিল ইংল্যান্ড। কদিন আগে রোনালদো নাজারিও জানিয়েছিলেন, ব্রাজিল ফুটবল ফেডারেশনের আগামী নির্বাচনে সভাপতি হলে সেলেসাওদের জন্য নিয়ে আসবেন স্প্যানিশ কোচকে। তবে আপাতত কোথাও যাচ্ছেন না গার্দিওলা। থাকছেন ইংলিশ প্রিমিয়ার লিগেই।
২ ঘণ্টা আগেউয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে পেল গতবারের চ্যাম্পিয়ন স্পেন। মুখোমুখি হবে চারবারের দুই বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি-জার্মানি।
২ ঘণ্টা আগে২০২৪ থেকে ২০৩১ সাল পর্যন্ত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সকল টুর্নামেন্টের একক মিডিয়া স্বত্ব কিনে নিয়েছে ভারতীয় টেলিভিশন মিডিয়া সনি পিকচার্স নেটওয়ার্কস ইন্ডিয়া (এসপিএনআই)। আজ এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ ঘোষণা দিয়েছে।
৩ ঘণ্টা আগে